Creative Commons License Under Fair Usage Policy : Source - Wikimedia
পথ চলতে চলতে ক্রমশঃ মোমোতারো নিজের গাঁয়ের সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে গেলো । বনের মাঝ দিয়ে, ঝর্ণার ধার দিয়ে, শস্যক্ষেতের মাঝ দিয়ে, বিভিন্ন ছোট-বড় গাঁয়ের প্রান্ত ছুঁয়ে এগিয়ে চললো মোমোতারো । লক্ষ্য তার এই দ্বীপের একদম শেষ প্রান্তে যাওয়ার । সেখানে একটা খুব পুরোনো জেটি আছে । সেখানে নিশ্চয়ই কোনো নৌকো পাওয়া যাবে দস্যুদের দ্বীপে যাওয়ার জন্য ।
ক্রমে ক্রমে এক দিন গেলো, দুই দিন গেলো । মোমোতারোর থলের পিঠে আর শেষ হয় না, যে গাঁয়ের কাছেই সে যায় সে গাঁয়ের সবাই তাকে ভালোবেসে বাড়ি নিয়ে গিয়ে পেট পুরে খাওয়ায় । আশেপাশের সব গাঁয়ের মানুষজন জেনে গিয়েছে যে মোমোতারো ওনিদের বিরুদ্ধে অভিযানে যাচ্ছে । সবাই তাই মোমোতারোকে খুব আপন করে নিলো ।
তবে, কেউই কিন্তু মোমোতারোর সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করলো না । ওনিরা হলো রাক্ষস, রাক্ষসের সাথে যুদ্ধ করা কোনো মানুষের পক্ষেই কি সম্ভব ? কে আর সাধ করে নিজের জীবন হারাতে চায় ? তাই আদর-যত্ন করলেও একটি মানুষও কিন্তু মোমোতারোর অভিযানের সঙ্গী হতে চাইলো না । কী আর করা, মোমোতারো একাই পথ চলতে লাগলো ।
এইভাবে চলতে চলতে একদিন এক ঘন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে মোমোতারো এমন সময় ভয়ালদর্শন প্রকান্ড একটা বুনো কুকুর ঝাঁপিয়ে পড়ে পথ আটকালো মোমোতারোর । বাঘের মতো প্রকান্ড তার শরীর, ভাল্লুকের মতো বিশাল মাথা, আর সিংহের মতো বড় বড় ধারালো দাঁতের সারি মুখের ভিতর । চোখ দু'টি আগুনের ভাঁটার মতো গন গন করে জ্বলছে । লাল টুকটুকে জিভটা মুখের একপাশ দিয়ে বেরিয়ে ঝুলছে, আর সেই জিভ বেয়ে ফেনা গড়াচ্ছে । সাক্ষাৎ নরকের কুকুর যেন সেটি ।
কুকুরের চেহারা দেখলে ভয়ে যে কোনো মানুষের প্রাণ উড়ে যাওয়ার কথা, কিন্তু মোমোতারো তো আর সাধারণ কোনো মানুষ নয় । সে সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া । সে এক বিন্দুও ভয় না পেয়ে উল্টে হাতছানি দিয়ে ডাকলো কুকুরটিকে । দাঁত বের করে নিচু স্বরে গর্জাতে গর্জাতে কুকুরটি এগিয়ে এলো মোমোতারোর কাছে ।
কাছে আসা মাত্রই মোমোতারো কুকুরের ভাষা বুঝতে পারলো, সে তো সমস্ত পশুপাখির ভাষাই বুঝতে পেতো । মোমোতারো শুনতে পেলো কুকুরটি নিচু স্বরে গর্জাতে গর্জাতে বলছে, "আহা কী সুন্দর মিষ্টি খাবারের গন্ধ ! এই লোকটাকে মেরে সব খাবার খেয়ে নেবো আজ ।"
মোমোতারো একটুও ভয় না পেয়ে কুকুরটিকে উদ্দেশ্য করে বললো, "আমার পিঠের থলিতে অনেক মিষ্টি পিঠা আছে । তোমাকেও কিছু খেতে দেব যদি তুমি আমার সঙ্গী হও । তবে কিন্তু সাবধান ! আমি নেমেছি ওনিদের বিরুদ্ধে অভিযানে । যুদ্ধ হবে তাদের সাথে আমার । তুমি কি যেতে চাও আমার সাথে ?"
এই কথা শুনে মুহূর্তে কুকুরটির মুখের চেহারা গেলো একদম বদলে । শান্ত হয়ে গেলো তার গর্জন, চোখ দু'টিতে আগুন নিভে এলো, আর ভীষণ খুশীতে লেজ নাড়াতে নাড়াতে সে মোমোতারোর হাত চেটে দিলো । মোমোতারো তাকে একটি পিঠা খেতে দিলো । সুস্বাদু জোয়ারের মিষ্টি পিঠা খেয়ে কুকুরটি এক কথায় মোমোতারোর প্রস্তাবে রাজি হয়ে গেলো । সে যুদ্ধে মোমোতারোকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তার পিছু পিছু চলতে শুরু করলো ।
এইভাবে এক ভয়ঙ্কর হিংস্র কুকুর মোমোতারোর অভিযানের সঙ্গী হলো ।
[ক্রমশঃ]
গ্রামের কোনো মানুষ মোমোতারোর সঙ্গী হতে রাজি না হলেও,হিংস্র কুকুরটা ঠিকই রাজি হয়ে গেলো। এভাবে যেতে যেতে হয়তোবা আরও কিছু জীবজন্তু মোমোতারোর সঙ্গী হয়ে যাবে। তারপর মোমোতারো ওনিদের সাথে যুদ্ধ করে অবশ্যই জয়লাভ করতে সক্ষম হবে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুণ তো, শেষমেষ পিঠা খেয়ে কুকুর রাজি হয়ে গেল। ভালই লাগছে গল্পটা পড়তে, অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit