গফুর মিয়ার জীবন যুদ্ধের গল্প সুন্দর ভাবে লিখেছেন। পৃথিবীতে বাবারা হয়তো এমনই হয়, পরিবারের মানুষকে দু'মুঠো খাওয়ানোর জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলে।
মেজো মেয়ে টি কত কষ্ট করে দিনে খেতে বদলা যায় এলাকায় আর বিকেলে ঐ খান থেকেই টিউশনি করাতে চলে যায়,কখনো পোশাকে না খেয়ে পায়ে হেঁটে চলে যায় আবার কখনো বদলার টাকা পেলে বাজার করে নিয়ে আসে,
লেখাগুলো আপনি অবশ্যই শুদ্ধ ভাষায় লিখবেন, যাতে মানুষের বুঝতে কষ্ট না হয়। আর আপনার লেখাগুলো ছিল অগোছালো। আর হা অবশ্যই লেখাগুলো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই, আমাকে আমার ভুলগুলি ধরিয়ে দেবার জন্য আর এগিয়ে যেতে উৎসাহ দেবার জন্য। ইনশাআল্লাহ এজদিন সব বাঁধা কে জয় করে একজন ভালো ব্লগার তৈরি হবো,,,দোয়া রইলো আপনার জন্য,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit