সেই স্কুল লাইফের ক্লাস 7-8 বুজলাম bf মানে কি। তখন থেকেই মনে নানা রকম কল্পনা করতাম আমার bf কেমন হবে ? আমাদের পরিচয়টা কিভাবে হবে? ? আরও অনেক কিছু।
আমার জীবনে প্রথম প্রেম আসে ঠিক ইন্টার ফাস্ট ইয়ারের শেষের দিকে । পরিচয়টা আমাদের ফেসবুকেই । যখন bf হলো তখন বোকার মত কত কিছু কল্পনা করতাম। আমি আমার bf কেই বিয়ে করব। বাবা মার সাথে পরিচয় করিয়ে দেব । আরও কত কি। 😄😄
কিন্তু সে আশা গুড়ে বালি। সে আমাকে ধিরে ধিরে ignore করা শুরু করল। পরে জানতে পারলাম তার অনেক gf আছে ।যাই হোক এইটা নিয়ে একটা লেখা অনেক আগেই হয়ে গেসে। আমার প্রোফাইল এ গেলেই পাবেন।
প্রেম আপনি যতই লুকিয়ে লুকিয়ে করুন না কেন ? আপনার কিছু আজাইরা আত্মীয়-স্বজন ঠিকই আপনার বাবা-মার কাছে কান পড়া দিয়ে দিবেই। সেই হিসেবে আমিও বাদ যাইনি। কোন এক শুভদিন এ ঠিকই আমার বাবার কাছে গিয়ে বলে দিসে। তারপর আর কি ?? বাংলা সিনেমার মতো আমার কাছে থেকে মোবাইল নিয়ে গেলো। কোচিংএ মা নিয়ে যেত এবং নিয়ে আসতো।
এখন আসল কোথায় আসি । প্রেম করতে আমার কি ক্ষতি হয়েছে।
১) আমার বাবা আমাকে আগের মতো বিশ্বাস করেনা।
২) আমি নিজেও এখন কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না।
৩) ফেইসবুক স্ক্রল করার সময় বা কারো সাথে চ্যাটিং করার সময় একটু হাসলেই মা সন্দেহ করে।
৪) কনফিউসনের ভুক্তভোগী এখন আমি।
৫) অনেক সময় নষ্ট করেছি।
৬) এতো কান্না করেছি যে আমার চোখের পাওয়ার এর ১২টা বেজে গেছে।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source: https://bn.quora.com/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE#:~:text=%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0,%E0%A7%A7%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A5%A4
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit