কলমি ফুলের ভিডিওগ্রাফি।

in hive-129948 •  last year 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার । ১৮ ই নভেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি তারা অনেক ধরনের নাম জানা এবং অজানা ফুলের সাথে পরিচিত হই। কারণ গ্রামাঞ্চলে অনেক ধরনের বন্য ফুল দেখা যায়। যেগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। ঠিক তেমনি আমাদের গ্রামঞ্চলে খুব বেশি আকারে দেখা যায় কলমি ফুল। বিশেষ করে গ্রামের মাঠে, খালে বিলে এমন কি পুকুরের কিনারায় অসংখ্য কলমি ফুল ফুটে থাকে। কলমি ফুল গ্রামের মানুষের কাছে খুবই পরিচিত একটি ফুল।

IMG_20230423_072122_888.jpg

IMG_20230423_072114_313.jpg


গত কয়েকদিন আগে আমি মাঠের দিকে বেড়াতে গিয়েছিলাম। সময়টা ছিল বিকেল বেলা। বিকেল বেলায় মাঠের চারপাশে অসংখ্য পাখিরা মধুর সুরে গান গাইছিল। এমন সময় অসংখ্য কলমী ফুল আমার চোখে পড়লো। ফুটে থাকা সাদা রংয়ের কলমি ফুল গুলো দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। সত্যি সাদা রঙ্গের কলমি ফুল বিকেলবেলায় দেখতে অপূর্ব সুন্দর লেগেছিল।

IMG_20230423_072154_262.jpg

IMG_20230423_072139_862.jpg

IMG_20230423_071930_044.jpg


কলমি ফুলের পাপড়ি গুলো খুবই পাতলা এবং খুবই কোমল হয়ে থাকে। কলমি ফুল একটানা দুই-তিন দিন ধরে ফুটে থাকে। কলমি গাছের অসংখ্য সবুজ পাতার মাঝে ফুটে থাকা সাদা রংয়ের কলমি ফুল প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের কলমি ফুল দিয়ে আমাদের গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্ন প্রকারের কলমি ফুলের মালা তৈরি করে। শুধু তাই নয়, পড়ার ঘরের পড়ার টেবিল সাজাতে অনেকে এ ধরনের কলমি ফুল ব্যবহার করে। যাহোক, সাদা রঙের ফুটে থাকা কলমি ফুলের সৌন্দর্য সব বয়সের মানুষকেই আকর্ষণ করে। তবে কিশোর বয়সী ছেলে-মেয়েদের একটু বেশি আকর্ষণ করে।

IMG_20230423_071917_956.jpg

IMG_20230423_072030_538.jpg

IMG_20230423_072330_043.jpg

IMG_20230423_072233_196.jpg


প্রথমে কলমি ফুল গুলোর কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। তারপর ভাবলাম কলমি ফুলগুলোর চমৎকার একটি ভিডিওগ্রাফি করলে হয়তো আরো বেশি ভালো হয়। তাই কলমি ফুল গুলোর ভিডিওগ্রাফি শুরু করেছিলাম। ভিডিওগ্রাফি করার সময় আমার মোবাইল ফোনের ভলিউম বৃদ্ধি করে রেখেছিলাম। যাতে পাখিদের মধুর গান আমার ভিডিওগ্রাফির সাথে রেকর্ড হয়ে যায়। যাহোক শেষ পর্যন্ত কলমি ফুলের ভিডিওগ্রাফিটি সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। আজ সেই কলমি ফুলের ভিডিওগ্রাফিটি আপনাদের নিকট শেয়ার করেছি। আমি আশা করি সাদা রংয়ের কলমি ফুলের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিকাল বেলা মাঠে ঘুরতে গিয়ে ভালোই হয়েছে এত সুন্দর দৃশ্য দেখতে পেলেন আর আমরাও দেখতে পেলাম। কলমি ফুল সাদা কালার এই প্রথম দেখলাম। সাদা কালার কলমি ফুল দেখতে খুবই চমৎকার। আপনার ভিডিওর মাধ্যমে ফুল যেমন দেখতে পেলাম তেমনি পাখিদের মধুর সুর ও শুনতে পেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাদা রংয়ের কলমি ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দরভাবে এর সৌন্দর্য ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কলমি ফুল এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে৷ আর এই ফুলগুলো সাদা রঙের হওয়ার কারনে এর সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়৷ আর আজকে যেভাবে আপনি এই ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ আর খুবই সুন্দর ভাবে আপনি ভিডিওগ্রাফি করেছেন৷ আপনার ভিডিওগ্রাফির দক্ষতা অনেক ভালো৷

খুবই উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই সময়ে নদী অথবা সাগরের পানি কমে যাওয়ায় অনেক কলমি শাক দেখা যায়। এই কলমি শাকগুলো থেকে কলমি ফুল হয়ে থাকে। আপনি খুবই সুন্দর ভাবে কলমি শাকের ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভাল লেগেছে।

Posted using SteemPro Mobile

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এমনিতে বিকেল বেলায় বাইরে হাঁটতে খুবই ভালো লাগে। তো আপনি মাঠে হাঁটতে গেলেন খুব সুন্দর কলমি ফুল গুলো দেখতে পেলেন। তাছাড়া ফুল গুলো একদম সাদা ছিল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও শেয়ার করলেন। অসাধারণ ছিল দেখতে।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কলমি শাক যেমন সুন্দর ঠিক তেমনি তার ফুল গুলোও অনেক সুন্দর। আপনি দারুণ ভাবে কলমি ফুলটির ফটোগ্রাফি করছেন এবং তার ভিডিওগ্রাফি করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট শেয়ার করার জন্য।

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।