সুপ্রিয় বন্ধগণ, আমি আশাকরি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন। আমি মোহাঃ নাজিবুল ইসলাম বিদ্যুৎ (@bidyut01)।আজ আমি শরৎঋতু নিয়ে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করছি।দয়াকরে,এই পোস্টটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।
(শরতের সন্ধ্যার আকাশ)
বাংলার ঋতু চক্রের তৃতীয় ঋতু হলো শরৎকাল। প্রভাতের শিউলি ঝরা সকাল,ফসল বিলাসী হাওয়া, মেঘমুক্ত আকাশের মতন প্রকৃতির নানা মন ভোলানো মন মাতানো সৌন্দর্যের দানে সমৃদ্ধ শরৎকাল
নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘেরা শরৎকালের আবির্ভাব ঘোষণা করে যায়। শরৎ ঋতু এমন এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ যা অন্য কোনো ঋতুর মধ্যে নেই।
শরতের সোনালি রৌদ্র, কাশফুল শিউলি ফুলের সুগন্ধ সমগ্র পরিবেশ কে করে মাতোয়ারা। শরৎ ঋতুতে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের আরাধনায় সকল মানুষ মেতে ওঠে। হয়তো সেজন্যেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন
"শরৎ, তোমার অরুন আলোর
অঞ্জলি
ছড়িয়ে হেলো ছাপিয়ে মোহন
অঙ্গুলি। "
(শরতে দুপুর)
গ্রীষ্ম ও বর্ষা এই দুই ঋতুর উত্থান-পতনের পরই আগমন ঘটে শরৎ ঋতুর।ভাদ্র-আশ্বিন এই দুই মাস জুড়ে শরৎ ঋতুর ব্যপ্তিকাল।বর্ষার মেঘকে বিদায় দিয়ে সারা আকাশ হয়ে ওঠে নীল ও মেঘমুক্ত।
শরৎ ঋতু বাংলার বুকে এনে দেয় সৌন্দর্যের মাধুরী। প্রকৃতি এ সময় আগের থেকে আরো স্নিগ্ধ ও মনোরম হয়ে ওঠে। শরৎ ঋতুতে সবুজ প্রাণে হিল্লোলিত হয়ে ওঠে বন ও প্রকৃতি।শ্বেতশুভ্র কাশফুলের নৃত্যভঙ্গিমা,দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতে রৌদ্র ছায়ার খেলা সকলের মনে সৃষ্টি করে আনন্দের হিল্লোল। নদীর বুকে পাল তোলা নৌকার মিছিল, মাঝিদের মন মাতানো ভাটিয়ালি গান, শিশির সিক্ত ধানের পাতা ও দূর্বা ঘাস এক অপরূপ সৌন্দর্য্যের সমাহার রচনা করে শরৎ ঋতু।এজন্যই শরৎঋতুকে প্রকৃতির রাণী বলা হয়।
(শরতের অপরুপ দৃশ্য)
প্রকৃতির রঙ্গশালায় অন্যতম চিত্তরঞ্জনকারী ঋতু হলো শরৎ।এই সময়ে আরও মনোরম ও সুন্দর পরিবেশ নব রুপে সেজে ওঠে প্রকৃতি।চারিদিকে তৈরি হয় উৎসবের আমেজ। চারিদিকে শিউলি ফুলের সুগন্ধ মা দির্গার আগমনকে ইঙ্গিত দিয়ে থাকে।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক সাথে আনন্দে মেতে ওঠে। শরৎঋতুতে আরো আগমন ঘটে দরবী লক্ষ্মীর।পুজার ঢাকের আওয়াজ বয়ে আনে অনাবিল আনন্দের জোয়ার।
(শরতের সকাল)
শরৎঋতুকে বলা হয় ফসল সম্ভাবনার ঋতু।শরৎকালে ধানের মাঠ হয়ে ওঠে সবুজের অরন্যভূমি।শরৎঋতুতে কলাই,বেগুন, পিয়াজসহ আরো অনেক ফসলের চাষ শুরু হয়।
শরৎঋতুতেই পালিত হয় মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র মহররম।মুসলিমরা এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে ধর্মীয় নিয়ম নীতি অনুসরণ করে উদযাপন করে।
(শরতের বিকেলের আকাশ)
শরৎকাল প্রাকৃতিক সৌন্দর্যের ঋতু ও উৎসবের ঋতু। আমাদের সবর উচিত শরৎঋতুকে মনে প্রাণে উপভোগ করা।শরৎঋতুর সৌন্দর্যই
মনকে সজীবতা দান করে।
অনেক সুন্দর হয়েছে ভাইয়া, ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুল গুলোর ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে কাশফুল এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু।আপনার মূল্যবান মন্তব্য ও প্রশংসা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit