আমার বাংলা ব্লগ🇧🇩🇧🇩🇧🇩-🧡গ্রামীণ সুস্বাদু রসালো ফলমূল 🇧🇩🇧🇩-তাংঃ ২২/০৯/২০২১ ইং🇧🇩🇧🇩

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

আমি মোহাঃনাজিবুল ইসলাম(@bidyut01)।আপনাদের শরৎকালের শিশির ভেজা সন্ধ্যার শুভেচ্ছা জানায়।

আমি আশাকরি, আমার বাংলা ব্লগ এর দুই বাংলার সকল সদস্যগণ অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন।

আমি গ্রামে বসবাস করি।আমাদের গ্রাম-বাংলায় অসংখ্য ফলমূল উৎপাদিত হয় সারা বছর।এসব ফলমূল গ্রামের মানুষের চাহিদা পূরন করে দেশের বিভিন্ন শহরে বানিজ্যিক ভাবে পাঠানো হয়।

আজ আমি গ্রামের কিছু রসালো ফলের কথা বর্ননা করছি।

IMG_20210920_095058_1.jpg
তরমুজবাংলাদেশের গ্রামীণ জনগণের নিকট তরমুজ অত্যন্ত জনপ্রিয় একটি ফল। তাছাড়াও দুই বাংলার প্রায় সর্বস্তরের মানুষের কাছে তরমুজ ফলের বিশেষ চাহিদা দেখা যায়।
IMG_20210920_125430_1.jpg

IMG_20210920_125409_6.jpg
ডাব ও নারিকেলআমাদের গ্রামীণ সমাজে ডাব ও নারিকেল সারাবছর পাওয়া যায়। ডাব ও নারিকেল সব বয়সের মানুষের কাছে খুবই প্রিয়।বিশেষ করে রোগী ও বৃদ্ধদের বিভিন্ন শারীরিক জটিলতা প্রতিরোধ করতে ডাবের ভূমিকা অনস্বীকার্য। আবার,বিভিন্ন পিঠাপুলির উৎসবে ও ধর্মীয় উৎসবে নারিকেল আবশ্যিক ভাবে ব্যবহার করা হয়।
GBMUPDiBECSHlXdoKXuJIZWYfDO.jpg

GC8bnLpWKacsQnDyaWCTNSzvAlM.jpg
কাঁঠালআমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল সাধারণত গ্রীষ্মকালের ফল।কিছুদিন আগে আমরা কাঁঠাল ফলের মৌসুম শেষ করেছি।কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল।এপার বাংলা এবং ওপার বাংলার সকল গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠাল গাছ দেখা যায়। দুই বাংলার সব বয়সের মানুষের নিকট কাঁঠাল একটা প্রিয় ফল।
IMG_20210920_095116_9.jpg
আনারসগ্রামের মানুষের নিকট একটি অতি পরিচিত ফল হচ্ছে আনারস।রসে টুসটুসে আনারস ফল সবাই খেতে খুবই পছন্দ করে।
IMG_20210920_095132_0.jpg
পেয়ারাআমাদের গ্রামীণ জনগণের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে পেয়ারা।আমাদের গ্রামের প্রতিটি মানুষের প্রতিদিনের খাবারের একটি অংশ হলো পেয়ারা।বাংলাদেশের গ্রামীণ আপেল বলা হয় পেয়ারা ফলকে।গ্রাম অঞ্চলে পেয়ারা ফল বারো মাস পাওয়া যায়। বর্তমানে গ্রামে বানিজ্যিক ভাবে পেয়ারা ফল চাষ করা হচ্ছে।দেশে পেয়ারার অনেক চাহিদা থাকায় পেয়ারা চাষ বর্তমানে লাভজনক।
IMG_20210920_091126_8.jpg
কলাদুই বাংলার সকল মানুষের নিকট কলা অত্যন্ত জনপ্রিয়।প্রতিদিনের সকালের নাস্তায় কলা থাকা আবশ্যক।গ্রামে বাড়ির আশেপাশে,রাস্তার ধারে, পুকুরের পাড়ে ও মাঠে কলা চাষ করতে দেখা যায়।
IMG_20210920_095215_2.jpg

GD0SJHTAUhwdoGQQiCxmiIZyukM.jpg

G6UEWWkCRnZLDQHhgPNufEjjJGQ.jpg

G6ORyUpOjwgAlkzPDGDjGNICmQK.jpg

G6kbGFXAMwlxugTobPXPrhWOEHU.jpg

আমাদের গ্রাম এলাকায় আরও ফলমূল পাওয়া যায়। যেমন,পেপে,আমড়া,লিচু , আম লেবু,তেতুল ইত্যাদি।আম অত্যন্ত জনপ্রিয় একটি ফল। আম খুবই রসালো।আমড়া,লেবু,তেতুল টক জাতীয় ফল। এছাড়াও৷ আমাদের গ্রাম-গঞ্জের হাটবাজারে বিভিন্ন বিদেশি ফলমূল দেখা যায়।

আমাদের গ্রামের তথা দেশী ফলে পুষ্টি ও ভিটামিন বেশি থাকে।তাই আমাদের উচিত মৌসুমি ফলমূল বেশি করে খাওয়া। আমাদের গ্রাম-গঞ্জে একটা প্রবাদ আছে "মৌসুমি ফল খেলে, রোগ যায় পালিয়ে " তাই, আমাদের শরীরের ঘাটতি পূরনের জন্য এবং শরীরকে সর্বদা সুস্থ-সবল রাখতে মৌসুমের দেশীয় ফল খাওয়া উচিত।

আমার এই পোস্টটি পড়ার জন্য আমার বাংলা ব্লগ এর সকল সদস্যগণকে ধন্যবাদ জানায়। সকলের জন্য শুভকামনা রইল।

Cc:
@rme
@blacks
@winkles
@rex-sumon
@moh.arif
@shuvo35

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার পোস্টে কিছু রসালো ফল নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মুল্যবান মতামত ও প্রশংসা আমাকে নতুন পোস্ট তৈরিতে অনুপ্রেরণা দেবে।