আসসালামু আলাইকুম।
আমি মোহাঃনাজিবুল ইসলাম(@bidyut01)।আপনাদের শরৎকালের শিশির ভেজা সন্ধ্যার শুভেচ্ছা জানায়।
আমি আশাকরি, আমার বাংলা ব্লগ এর দুই বাংলার সকল সদস্যগণ অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন।
আমি গ্রামে বসবাস করি।আমাদের গ্রাম-বাংলায় অসংখ্য ফলমূল উৎপাদিত হয় সারা বছর।এসব ফলমূল গ্রামের মানুষের চাহিদা পূরন করে দেশের বিভিন্ন শহরে বানিজ্যিক ভাবে পাঠানো হয়।
আজ আমি গ্রামের কিছু রসালো ফলের কথা বর্ননা করছি।
তরমুজবাংলাদেশের গ্রামীণ জনগণের নিকট তরমুজ অত্যন্ত জনপ্রিয় একটি ফল। তাছাড়াও দুই বাংলার প্রায় সর্বস্তরের মানুষের কাছে তরমুজ ফলের বিশেষ চাহিদা দেখা যায়।
ডাব ও নারিকেলআমাদের গ্রামীণ সমাজে ডাব ও নারিকেল সারাবছর পাওয়া যায়। ডাব ও নারিকেল সব বয়সের মানুষের কাছে খুবই প্রিয়।বিশেষ করে রোগী ও বৃদ্ধদের বিভিন্ন শারীরিক জটিলতা প্রতিরোধ করতে ডাবের ভূমিকা অনস্বীকার্য। আবার,বিভিন্ন পিঠাপুলির উৎসবে ও ধর্মীয় উৎসবে নারিকেল আবশ্যিক ভাবে ব্যবহার করা হয়।
কাঁঠালআমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল সাধারণত গ্রীষ্মকালের ফল।কিছুদিন আগে আমরা কাঁঠাল ফলের মৌসুম শেষ করেছি।কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল।এপার বাংলা এবং ওপার বাংলার সকল গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠাল গাছ দেখা যায়। দুই বাংলার সব বয়সের মানুষের নিকট কাঁঠাল একটা প্রিয় ফল।
আনারসগ্রামের মানুষের নিকট একটি অতি পরিচিত ফল হচ্ছে আনারস।রসে টুসটুসে আনারস ফল সবাই খেতে খুবই পছন্দ করে।
পেয়ারাআমাদের গ্রামীণ জনগণের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে পেয়ারা।আমাদের গ্রামের প্রতিটি মানুষের প্রতিদিনের খাবারের একটি অংশ হলো পেয়ারা।বাংলাদেশের গ্রামীণ আপেল বলা হয় পেয়ারা ফলকে।গ্রাম অঞ্চলে পেয়ারা ফল বারো মাস পাওয়া যায়। বর্তমানে গ্রামে বানিজ্যিক ভাবে পেয়ারা ফল চাষ করা হচ্ছে।দেশে পেয়ারার অনেক চাহিদা থাকায় পেয়ারা চাষ বর্তমানে লাভজনক।
কলাদুই বাংলার সকল মানুষের নিকট কলা অত্যন্ত জনপ্রিয়।প্রতিদিনের সকালের নাস্তায় কলা থাকা আবশ্যক।গ্রামে বাড়ির আশেপাশে,রাস্তার ধারে, পুকুরের পাড়ে ও মাঠে কলা চাষ করতে দেখা যায়।
আপনি আপনার পোস্টে কিছু রসালো ফল নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মুল্যবান মতামত ও প্রশংসা আমাকে নতুন পোস্ট তৈরিতে অনুপ্রেরণা দেবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit