২৮ স্টিম পাওয়ার বৃদ্ধি।

in hive-129948 •  2 months ago 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার, ১৫ ই জানুয়ারি ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আপনাদের নিকট নতুন একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন, আমার লেখা কবিতাটি পড়ে আসি।

সুপ্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে অক্টোবর মাসের মাঝের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটি মাস বাকি আছে ডিসেম্বর আসতে। মাঝ খানে কিছুটা সময় গ্যাপ দেওয়ার কারনে একটু পিছিয়ে পড়েছি আমি। তবে এই মাস হতে নতুন করে আবার শুরু করতে যাচ্ছি টার্গেট ডিসেম্বর এর টার্গেট পূরনের যাত্রা। আমার টার্গেট হলো ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৫ হাজার হাজার এসপি পূর্ণ করা।


Screenshot_20220905-190303~3.jpg



আজকে একটু অল্প পরিমাণ দিয়ে টার্গেট পূরণের নতুন যাত্রা শুরু করলাম, সামনে আরো বেশী পরিমাণ পাওয়ার আপ করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। আসলে আমাদের সক্ষমতা বৃদ্ধির সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় বলা হয় এই পাওয়ার আপকে, এই কারনেই আমার বাংলা ব্লগে কাজ শুরু করেই পাওয়ার আপ করাটাকে গুরুত্বের সহকারে দেখে আসছি। চলুন তাহলে আজকের পাওয়ার আপটি দেখি।


পাওয়ার আপ করার পূর্বে আমার মোট পাওয়ার ছিলো- ১৭৯৭+ স্টিম পাওয়ার।পাওয়ার আপ করার পূর্বে আমার লিকুইড স্টিম ছিলো- ২৯+ স্টিম।

পাওয়ার আপ করার এ্যাকশনঃ

Screenshot_20241225-194028~2.jpg


Screenshot_20241225-194144~2.jpg

প্রথমে আমি আমার ওয়ালেটে প্রবেশ করি, তারপর লিকুইড স্টিম এর থ্রিডট উপর ক্লিক করে পাওয়ার আপ নির্বাচন করি। তারপর নতুন একটি বক্স আসলে সেখানে কত স্টিম পাওয়ার আপ করবো সেটা লিখে দেই, আমি ২৮ লিখি। যেহেতু আমি ২৮ স্টিম পাওয়ার আপ করবো। তারপর পাওয়ার আপ এর ক্লিক করলে আরো একটি বক্স আসে এবং সেখানে পাসওয়ার্ড দিতে বলে। আমি সেখানে পাসওয়ার্ডটি দিয়ে নিশ্চিত করি পাওয়ার আপের বিষয়টি। সাথে সাথে আমার ২৮ স্টিম পাওয়ার আপ হয়ে যায়।


পাওয়ার আপ করার পরঃ

Screenshot_20241225-194117~2.jpg

পাওয়ার আপ করার পর আমার মোট পাওয়ার হয়েছে- ১৮২৫+ স্টিম পাওয়ার।পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে অল্প কিছু স্টিম ছিল।


খুবই সহজেই পাওয়ার আপটি সম্পন্ন হয়ে গেলো। আসুন আমরা সবাই নিজেদের পাওয়ার আপ করার মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে আরো জোরদার করি এবং আমাদের ব্লকচেইন যাত্রাকে আরো সুন্দর ও মসৃণ করার চেষ্টা করি।




১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20250115-204649.jpg

Screenshot_20250115-200539.jpg

Screenshot_20250115-200417.jpg

পাওয়ার আপ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখি। আজকে আপনি ২৮ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

পাওয়ার আপ মানেই সক্ষমতা অর্জন। যত বেশি পাওয়ার আপ করা যাবে নিজের একাউন্ট তত বেশি উন্নীত হবে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে পাওয়ার আপ অত্যন্ত জরুরি। ভাইয়া আপনি আজ ২৮ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলেন। অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ভাইয়া আপনাকে পাওয়ার আপ পোস্ট করতে দেখে ভীষণ ভালো লাগলো। পাওয়ার আপ করা ভীষন জরুরী।আপনি আজ ২৮ স্টিম পাওয়ার আপ করলেন। আশাকরি ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। ভাইয়া আপনার পোস্টের প্রথম দিকে কবিতা পোস্ট করেছেন এই লেখা গুলো আছে।আশাকরি ঠিক করে নিবেন,ধন্যবাদ।

আপনি ২৮ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১,৮২৫+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। এতে করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

আপনি দেখছি ২৪ স্টিম পাওয়ার আপ করেছেন ।পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা ।আমার বাংলা ব্লগে দীর্ঘস্থায়ী কাজ করতে হলে সবারই পাওয়ার আপ করা উচিত এভাবেই এগিয়ে যান ভাইয়া।

আপনি এসপ্তাহে স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনি যত বেশি পাওয়ার আপ করবেন তত বেশি আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাওয়ার আপের মাধ্যমে আপনার লক্ষ্যের দিখে আরো একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য শুভকামনা রইল।