চমৎকার প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি।

in hive-129948 •  4 months ago 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০৯ ই অক্টোবর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, মাঝে মধ্যে প্রাকৃতিক দৃশ্যের চমৎকার দৃশ্য দেখে আমরা সত্যিই অনেক মুগ্ধ হয়ে যায়। আবার মাঝে মধ্যে প্রাকৃতিক পরিবেশের বিরূপ আচরণে আমরা অনেক বেশি বিরক্ত বোধ করি। যাহোক প্রাকৃতিক পরিবেশের এরকম ভালো-মন্দ আচরণ সহ্য করে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। যাহোক এবার মূল কথা আসা যাক, গত কয়েক মাস আগে দুপুর বেলার দিকে আমি আমার পুকুরপাড়ে কলা গাছের ছায়ায় বসেছিলাম। কলা গাছের ছায়ায় বসে থাকা অবস্থায় আমি পরীক্ষার কিছু খাতা দেখছিলাম। মানে নির্জন জায়গায় পরীক্ষার খাতা মূল্যায়নের কাজটা করতে বেশ ভালই লাগে।

খাতা মূল্যায়নের কাজ করতে করতে হঠাৎ করেই আমার চোখ পড়লো উত্তরের আকাশের দিকে। উত্তরের আকাশের দিকে তাকাতেই দেখলাম ঝলমলে রোদের আলো, আরো দেখলাম সবুজ গাছপালা সবুজ রং যেন আরও তীব্র হয়েছে, আর সব থেকে আকর্ষণীয় যেটা দেখলাম সেটা হলো--- নীল আকাশ, আর নীল আকাশের নিচে সাদা মেঘের ভেসে বেড়ানোর অপরূপ দৃশ্য। কিছুক্ষণ পুরো আকাশ এবং আকাশের নিচে সবুজ প্রকৃতি দুই চোখ ভরে দেখে নিলাম। তখন এমনিতেই মুখ দিয়ে বের হয়ে গেল--- সত্যিই কি সুন্দর অপরূপ দৃশ্য মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সঙ্গে সঙ্গে আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটি করে রেখেছিলাম। ভাবলাম এখন ব্যস্ততার কারণে হয়তো স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে পারছি না। তবে যখন ব্যস্ততা শেষে কাজ শুরু করবো, ঠিক সেই সময় এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। যাহোক আমি আশা করি, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।



আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক অনেক ভালো লেগেছে সুন্দর ভিডিওটা দেখে। শরতের আকাশের সুন্দর চিত্র। সাদা সাদা মেঘগুলো যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে কাশফুল এর নরম ছোঁয়া। এমন শরতের দিনের ভিডিও ফটো আমার খুব ভালো লাগে।