প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সময় কাটানোর অনুভূতি।

in hive-129948 •  22 days ago 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ৩০ ই নভেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20241123_114643_091.jpg



সুপ্রিয় বন্ধুগণ, সারাদিনের কর্ম ব্যস্ততা শেষ করে সকল মানুষই কিছুটা সময় জীবনকে উপভোগ করার চেষ্টা করে বিভিন্ন উপায়ে। আমি যখন বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে একটু সময় সুযোগ পাই ঠিক সেই সময়টুকুই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে বের হয়েছিলাম মনটাকে একটু চাঙ্গা করার জন্য, একই সাথে খোলামেলা পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে মনটা সজীবতায় পরিপূর্ণ করার উদ্দেশ্যেই সুন্দর একটি জায়গায় কিছুটা সময় কাটিয়েছিলাম।



IMG_20241123_114232_938.jpg


আমার সাথে ছিল আমার একমাত্র ছেলে এবং ছেলের ছোট মামা। আসলে অনেক দর্শনীয় স্থানে যেতে ইচ্ছে করে কিন্তু যাওয়ার সামর্থ্য নেই। তাই চেষ্টা করি বাড়ির আশেপাশের সুন্দর জায়গা গুলোতেই সময় কাটিয়ে মনটা সতেজ রাখার। যাহোক আমি মাঝেমধ্যেই এই স্থানে সময় কাটাতে আসি। এই স্থানটি হলো আমাদের গ্রামের পাশের গ্রামে অবস্থিত। তবে পাশের গ্রাম বললেও একটু ভুল হবে, কারণ আমাদের পাশের গ্রাম থেকে একটু দূরে এই স্থানটি অবস্থিত, এবং এই স্থানের আশেপাশের দুই থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বের মাঝে কোন জনবসতি নেই। আছে শুধু ফসলের মাঠ এবং কয়েকটা পুকুর, আর এই রাস্তা দিয়ে খুব কম মানুষের যাতায়াত। তাই এই স্থানটা দিনের বেশিরভাগ সময় নির্জন থাকে।



চিকন আঁকাবাঁকা পাকা রাস্তা, আর রাস্তার দুই পাশে ধানের ফসলের মাঠ। সোনালী রঙে আবৃত পাকা ধান দেখে মনে হচ্ছিল যেন পুরো মাঠ সোনালী রঙ্গে রঙ্গিন হয়ে আছে। আবার মাঝে মধ্যেই উত্তরের মৃদু শীতল বাতাসে পাকা ধানের সুগন্ধ বেশ ভালো ভাবেই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। নির্জন ফাঁকা রাস্তা পেয়ে আমার ছেলে পর্যন্ত অত্যন্ত আনন্দিত হয়েছিল। আমার ছেলে মনের আনন্দে একা একাই রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছিল। আসলে ছোট বাচ্চারাও সুন্দর স্থানে গিয়ে আনন্দ করতে ভালোবাসে।



IMG_20241123_114011_637.jpg



আর সুন্দর স্থানে গেলে এমনিতেই মনের মধ্যে আনন্দ চলে আসে, চলে আসে সজীবতা, মনটা হয়ে ওঠে প্রাণবন্ত। আসলে আমাদের গ্রামীন প্রকৃতির সৌন্দর্যের কোন সীমা নেই। নির্জন রাস্তা থেকে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত চোখ তুলে তাকিয়ে ছিলাম ততদূর পর্যন্তই সোনালী ধানের ক্ষেত আর সবুজ গাছপালায় দেখেছিলাম। এ যেন এক অপূর্ব সুন্দর নীলাভূমি। আর এরকম সুন্দর স্থানে সময় কাটালে কিছুক্ষণের জন্য হলেও মন থেকে সকল প্রকারের দুশ্চিন্তা ও বিষন্নতা দূর হয়ে যায়, মনটা কিছুক্ষণের জন্য হলেও একদম ফ্রেশ থাকে। শুধু তাই নয়, জীবনে ভালো কিছু করার নতুন অনুপ্রেরণা আসে এরকম সুন্দর স্থানে সময় কাটানোর মধ্য দিয়ে। তাই আমি মনে করি, হাজারো কর্মব্যস্ততার মধ্যে হলেও আমাদের সকলের উচিত এরকম নির্জন অপরূপ সুন্দর স্থানে সময় কাটানো। আর এরকম সুন্দর স্থানে সময় কাটালে মন যেমন ভালো থাকে, মন যেমন চঞ্চল হয়ে ওঠে ঠিক তেমনি শরীরের মধ্যেও এক প্রকারের চাঞ্চল্যতা চলে আসে। তাই মাঝেমধ্যেই আমাদের উচিত এরকম সুন্দর জায়গা নির্ধারণ করে সেখানে কিছুক্ষণ সময় কাটানো।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241130-230104.jpg

Screenshot_20241130-230104~2.jpg

Screenshot_20241130-230401.jpg

অবসর সময়ে ছেলে এবং তার মামাকে নিয়ে পাশের গ্রামের একটি সুন্দর ভ্রমণ করে এলেন। দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে এমন ছোট ছোট ভ্রমন জীবনে খুব সজীবতা এনে দেয়। আপনি ভীষণ সুন্দর করে সেই ছোট ভ্রমণের ছবি এবং ব্যাখ্যা পোস্ট করেছেন। গ্রামের দৃশ্য সবসময় আমাকে আকর্ষণ করে। আসলে শহরের জীবন কাটাতে কাটাতে কোথাও যেন আমরা ক্লান্ত হয়ে পড়ি। খুব সুন্দর লাগলো আপনার তোলা ছবিগুলি।