হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বৃহস্পতিবার। ০৮ ই জুন, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, চলুন প্রথমেই আমরা দেখে আসি শুভেচ্ছা কার্ড তৈরিতে আমার ব্যবহৃত উপকরণগুলোর নাম।
উপাকরণ | পরিমাণ |
---|---|
গ্লিটার পেপার | ০১ টি |
রঙ্গিন কাগজ | ০৩ টি |
পুঁথি | পরিমাণ মতো |
কাঁচি | ০১ টি |
গাম আঠা ও সুপার গ্লু আঠা | পরিমাণ মতো |
কলম | ০১ টি |
শুভেচ্ছা কার্ড তৈরীর প্রক্রিয়াটি নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-
⬇️ ধাপ-০১:⬇️
শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমেই আমি প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০২:⬇️
হলুদ রঙের একটি রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে সুন্দর একটি হার্টের আকৃতি করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৩:⬇️
রঙ্গিন কাগজের হার্টের উপর আমার বাংলা ব্লগ পরিবার লেখাটি স্পষ্ট করে লিখেছিলাম।খুবই সুন্দর একটি গ্লিটার পেপারের ঠিক মাঝখানে হার্টের আকৃতিটা গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
⬇️ ধাপ-০৪:⬇️
গ্লিটার পেপার এর উপর গাম আঠা দিয়ে লাগানো হার্টের চারপাশে রঙ্গিন পুঁথি গাম আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। শুভেচ্ছা কার্ডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই আমি পুঁথি গুলো ব্যবহার করেছিলাম।
⬇️ ধাপ-০৫:⬇️
শুভেচ্ছা কার্ডটি আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানানো শুরু করেছিলাম। তাই গোলাপি রঙের একটি রঙ্গিন কাগজ প্রথমেই সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম ফুল তৈরি করার জন্য।
⬇️ ধাপ-০৬:⬇️
ভাজ করা রঙ্গিন কাগজগুলো কাঁচি দিয়ে কেটে সুন্দর সুন্দর ফুলের আকৃতি করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৭:⬇️
প্রত্যেকটি রঙ্গিন ফুলের একটি করে পাপড়ি কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৮:⬇️
প্রতিটি ফুলের একটি করে পাপড়ি কেটে দেওয়ার পরে অন্য পাপড়ির উপর গাম আঠা লাগিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেছিলাম।
⬇️ ধাপ-০৯:⬇️
তারপর প্রত্যেকটি ফুলের প্রতিটি পাপড়ি কলম দিয়ে পেঁচিয়ে বাঁকা করে আরো বেশি সৌন্দর্য করে দিয়েছিলাম। তারপর শুভেচ্ছা কার্ডের চার কোণে চারটি রঙ্গিন ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। শুভেচ্ছা কার্ডটি দেখতে আরো বেশি সৌন্দর্যময় হয়েছিল।
⬇️ ধাপ-১১:⬇️
শুভেচ্ছা কার্ডের চার কোণে লাগানো চারটি ফুলের ঠিক মাঝখানে সাদা রংয়ের চারটি পুথি গাম আঠা দিয়ে লাগিয়েছিলাম। যাতে শুভেচ্ছা কার্ডটি দেখতে সকলের নিকট আরো বেশি আকর্ষণীয় লাগে।
⬇️ ধাপ-১২:⬇️
সবুজ রঙের রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি পাতা তৈরি করেছিলাম। তারপর সবুজ রংয়ের পাতাটি শুভেচ্ছা কার্ডের উপরের অংশে ঠিক মাঝখানে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল চমৎকার একটি ডাই প্রজেক্ট, রঙ্গিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি। আমি আশা করি, আমার তৈরি শুভেচ্ছা কার্ডটি আপনাদের সকলের নিকট অনেক অনেক ভালো লেগেছে।
⬇️ আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি "আমার বাংলা ব্লগ" পরিবারের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। ⬇️
আমি আশা করি, রঙ্গিন কাগজ দিয়ে তৈরি শুভেচ্ছা কার্ডের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের নিকট আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিতে পেরেছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে নিয়েই আমরা যেন আগামী দিনের পথ চলতে পারি, এমনটাই আমি প্রত্যাশা করি। এগিয়ে যাও আমার বাংলা ব্লগ কমিউনিটি আপন গতিতে, আপন শক্তিতে, নতুন মহিমায় উজ্জীবিত হয়ে। সারা বিশ্ব যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটির দিকে। জয় হোক আমার বাংলা ব্লগ কমিউনিটির, জয় হোক আমার মাতৃভাষা বাংলার। সকলের জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবার দেখি অনেকেই কনটেস্টে অংশগ্রহন করেছে।বেশ ভালো লাগছে।আপনার বানানো গ্লিটার পেপার দিয়ে কার্ডটা বেশ ভালো হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিটার পেপারের উপর বিভিন্ন কালারের ফুল দিয়ে বেশ সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। কার্ডটি তৈরি করার সময় এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার প্রতি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙ্গিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি খুবি সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকারভাবে আপনি শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মত শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। আর এই পোস্টের মাধ্যমে আপনি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছেন যেটা আমার অনেক বেশি পছন্দ হলো। দারুন ভাবে আপনি এটা তৈরি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজের তৈরি শুভেচ্ছা কার্ড খুবই সুন্দর হয়েছে তো। এই প্রতিযোগিতা উপলক্ষে আপনি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। লাভটা কেটে পুঁতি বসিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। চারিপাশে ফুল দিয়ে মাঝখানে পুঁতি দেওয়ার কারণে খুব ভালো লেগেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটা তৈরি করেছেন আপনি। সব মিলিয়ে খুব চমৎকার একটা পোস্ট শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার অনেক শুভেচ্ছা জানাই। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি শুভেচ্ছা কার্ড আপনি তৈরি করেছেন। রঙিন কাগজ ও পুতি দিয়ে অসাধারণ একটি কার্ড আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্ড তৈরির পদ্ধতি ও আপনি আমাদের মাঝে ধাপে ধাপ উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রঙ্গিন কাগজ দিয়ে জাস্ট অসাধারণ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ভাই। বিশেষ করে কালার কম্বিনেশনটা দারুণ লেগেছে। সবমিলিয়ে অসাধারণ লেগেছে আপনার ডাই প্রোজেক্টটি। এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit