পরের দিন সকালে সুজনদের বাড়িতে দুইজন আত্মীয় আসলো। সুজনদের বাড়িতে আত্মীয়রা এসে অনেক ভালো খাবারের আশা করেছিল। কিন্তু সুজন দুইটি থালায় চারটি করে ভাত দিল আত্মীয়দের খেতে। একই সাথে দিল কিছু ডাল। সুজনের এই দৃশ্য দেখে আত্মীয়-স্বজনরা সহ সকলেই হতবাক হয়ে গেল। তখন আত্মীয়রা চলে যাওয়ার পূর্বে বলে গেল, এবার আমরা এসে লক্ষ লক্ষ ভাত খাব। এই কথা শুনে সুজন পুনরায় ভাত গোনা শুরু করলো। এরপর বেক্কল স্বামীর কান্ড দেখে সুজনের স্ত্রী খুবই ক্ষিপ্ত হয়ে গেল। তারপর সুজনের স্ত্রী তার মায়ের সাথে অর্থাৎ সুজনের শাশুড়ির সাথে কিছুটা মেজাজ হারিয়ে কথা বললো।
![Screenshot_20250129-111759.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdNAApJQoVsUqeCuRVctCF4L9D6n7paBsL6BgZBqez86v/Screenshot_20250129-111759.jpg)
youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।
এরপর একদিন সুজনকে বাড়ি পাহারা করতে রেখে সুজনের স্ত্রী ও শাশুড়ি একজন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে তারা দেখলো যে সুজন একটি ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। তখন তারা সুজনকে জিজ্ঞেস করলো, বাড়ি থেকে এতো দূরে এসে দাঁড়িয়ে আছে কেন, একই সাথে তারা বললো বাড়ির জিনিসপত্র যে চোরে চুরি করে নিয়ে যাবে। স্ত্রী ও শাশুড়ির কথা শুনে সুজন হেসে বললো, চোর কিচ্ছু নিয়ে যেতে পারবে না তাদের বাড়ি থেকে। কারণ জানতে চাইলে সুজন আরো বললো, আমার কাছ থেকে বাড়িতে আগুন লেগে গিয়েছিল, তারপর সেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বেক্কল জামাই এর কথা শুনে শাশুড়ি পুরোই হতাশ হয়ে গেল। এবং বেক্কল স্বামীর কথা শুনে স্ত্রী রাগান্বিত হয়ে থাকে মারতে তাড়লো। আর এভাবেই নাটকটি শেষ হয়ে গেল।
নাটকটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।
![Screenshot_20250129-111759.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdNAApJQoVsUqeCuRVctCF4L9D6n7paBsL6BgZBqez86v/Screenshot_20250129-111759.jpg)
youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।
"মিস্টার বেক্কল" নাটকটি একটি হাস্যরস বিশিষ্ট নাটক। নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অংশ চমৎকার হাসির ঘটনায় পরিপূর্ণ। একই সাথে নাটকের অভিনয় অত্যন্ত নিখুঁত হয়েছে। আসলে এই নাটকের অভিনয় গুলো অত্যন্ত আনন্দদায়ক ছিল। এরকম নাটক দেখলে মনটা কিছুক্ষণের জন্য হলেও আনন্দে সজীব হয়ে উঠবে। যাহোক, এই নাটকের দুইটি শিক্ষাগত দিক রয়েছে, প্রথমটি হলো কোন বেক্কল মানুষকে বিশ্বাস করা যাবে না এবং তার হাতে কোন প্রকারের টাকা পয়সা দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, আর দ্বিতীয়টি হলো কখনোই অর্থ সম্পদের অহংকার করা যাবে না।
ব্যক্তিগত রেটিং
আমি নাটকটিকে ৯/১০দিচ্ছি।
নাটকটি দেখার লিংক।
আমার পরিচয়।
![IMG_20231201_170343_362.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcccpF1SfX5cAVCVUTcpwGuMfEyt5THo9g6krAdznfd1a/IMG_20231201_170343_362.jpg)
আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |
সবাইকে অসংখ্য ধন্যবাদ
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPXur4yt39am6NAgC5oYUKwm25LGFbkhseF2c1u1HRjf2/image.png)
x-promotion link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ সম্পন্ন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিলয় আলমগীর আর হিমির নাটকগুলো আমি খুব পছন্দ করি। বর্তমান বাংলাদেশের সেরা মানের নাটকগুলোতে তাদের অভিনয়। এরা এত সুন্দর ভাবে অভিনয় করে থাকে প্রত্যেকটা নাটকে হাসি আনন্দ লেগে থাকে। ঠিক তেমন কিন্তু আজকের এই নাটকটা। চমৎকার এই ভালোলাগা নাটকটা আপনি রিভিউ করছেন দেখে খুশি হলাম ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটির এই লাইনটি পড়ে ব্যাপক বিনোদন পেলাম ভাই হা হা হা। ব্যাক্কল হলেও মানুষ যে এতটাই ব্যাক্কল হয় সেটা এই নাটকটির রিভিউ না পড়লে বুঝতে পারতাম না। ব্যক্তিগতভাবে নিলয় আলমগীর এবং হিমি দুজনেই আমার পছন্দের এক্টর। মিস্টার ব্যাক্কল নামের নাটকটির রিভিউ পড়ে আমার খারাপ মনটা ভালো হয়ে গেল ভাই। খুবই সুন্দর করে রিভিউ করেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউ পড়ে আমি তো হাসতে হাসতে একেবারে শেষ। নাটকের কাহিনীটা সত্যি অনেক বেশি দারুন ছিল। বিনোদনের জন্য মাঝেমধ্যে এরকম নাটক গুলো দেখতে কিন্তু ভালোই লাগে। মিস্টার বেক্কল নাটকটা এখনো পর্যন্ত যদিও দেখেনি, তবে ভাবছি সময় পেলে নাটকটা দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকের মজাদার একটি ক্লিক আমি দেখেছিলাম এবং সেই ক্লিপ দেখে আমি অনেক হাসাহাসি করেছিলাম৷ তবে আজকে আপনার কাছ থেকে এই নাটকের পুরো রিভিউ দেখে খুব ভালোই লাগছে৷ এখানে নাটকটি পড়ে মনে হচ্ছে যে নাটকটি সুন্দর হবে এবং অনেক মজাদার হবে ৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit