সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন বিভিন্ন ইউজারের লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমার নিজের মধ্যেই কেমন যেন কবি কবি ভাব চলে এসেছে। এর আগে কবিতা লেখা শুরু করলে, কবিতা লেখার ভাষা খুঁজে পেলাম না, কবিতার ছন্দ খুঁজে পেতাম না। কিন্তু বর্তমানে কবিতা লেখা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এখন একটু চেষ্টা করলেই মোটামুটি ভাবে কবিতা লিখতে পারি। আজ আমি আপনাদের নিকট অনু কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনু কবিতাগুলো আমাদের গ্রামাঞ্চলের সকালবেলাটা যেরকম হয় সেই অনুভূতি নিয়ে লিখেছি। আমি আশা করি, আমার আজকের লেখা অনু কবিতা গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
⬇️ অনু কবিতা-০১।⬇️
সকাল বেলার শীতল বাতাসে
হাজারো ফোঁটা শিশির জমেছে ঘাসে,
পূর্ব দিগন্তে সূর্যি মামা ভাসে
মায়ের কোলে ছোট্ট শিশুটি হাসে।
সবুজ পাতার মেলা সকল গাছে গাছে,
ঘর থেকে বেরিয়ে ছাগলের ছানা নাচে।
কি সুন্দর আমার গ্রামের প্রকৃতি
সবুজ-শ্যামল পরিবেশ চারিদিকে দেখি।
⬇️ অনু কবিতা-০২।⬇️
ঘুম থেকে উঠে আমার-মা-বোন আর বধু
আলসেমি করে বসে থাকে না শুধু শুধু,
চুলায় ভাত চড়িয়ে কাটে সবজি তরকারি
সকালবেলায় গরম খাবার খুবই দরকারি।
লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে কৃষক যায় মাঠে
বড় বড় মাছ ধরতে জেলে নেমেছে ঘাটে,
তামাক-মাজন কিনতে অনেকেই যায় হাটে
মনা চাচা একলা বসে ছোট-বড়দের চুল ছাটে।
⬇️ অনু কবিতা-০৩।⬇️
মায়ের কাছে বায়না ধরে টিফিনের টাকা চাই
ছোট ছোট সোনামণিরা স্কুলের দিকে যায়,
আদর মাখা ছেলে-মেয়ের দেখে কোমল মুখ
আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে বাবা-মায়ের বুক।।
সকালে কাজের ফাঁকে হাসাহাসি হয় কত
মনের শত রং লাগিয়ে তামাশা করে যত,
বৃদ্ধরাও কাজে আসে দেয় গাড়ি ঠেলা
জীবনধারণে কাজের প্রতি করে না হেলা।
⬇️ অনু কবিতা-০৪।⬇️
দাদু আসে হাতে নিয়ে খেজুর রসের ঠিলা
মিষ্টি রসে রঙ্গিন হয় মোদের সকাল বেলা,
তৈরি হয় হরেক রকমের রস পুলি পিঠার মেলা
পিঠা খেতে ছেলেমেয়েরা আসে বাদ দিয়ে খেলা।
কত যে মধুর হয় গ্রামের সকালবেলা
প্রকৃতিকে সুন্দর রাখে সবুজ গাছপালা,
শান্ত পরিবেশে শান্ত হয় মানুষের স্বভাব
তাইতো মোদের কখন হয় না সুখের অভাব।।
সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন সেহরি খেয়ে পরিবারের সকলেই ফজরের নামাজ আদায় করার পর ঘুমিয়ে যেত। কিন্তু ওই মুহূর্তে আমার ঘুম হয় না। অর্থাৎ খাওয়ার পর পর ঘুমানোর অভ্যেস আমার নেই। তাই প্রতিদিন সকাল সাতটার পরে আমি ঘুমাতে যেতাম। ফজরের নামাজের পরে সেই ভোরবেলা থেকে শুরু করে সকাল সাতটা পর্যন্ত সকালবেলাটা যে কতটা সুন্দর হয় এবং কতটা উপভোগ্য হয় সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। সত্যি আমি অত্যন্ত মনোযোগ দিয়ে আনন্দের সাথে সকাল বেলার মুহূর্তটুকু উপভোগ করেছে এবং সকলের শীতল বাতাস শরীরে লাগিয়েছি। আজ পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে গেল। হয়তো ইচ্ছা থাকলেও আর সকালবেলার মুহূর্তটা সেই ভাবে উপভোগ করতে পারবো না। তাই আমার দেখা আমার গ্রামের সকাল বেলার সুন্দর পরিবেশকে কেন্দ্র করে আজকের অনু কবিতাটি লেখার চেষ্টা করেছি। আমি আশা করি আমার আজকের অনু কবিতাটি পড়ে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লেগেছে।
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো কবিতা অসাধারণ হয়েছে। আমার কাছে সব গুলো কবিতা ছন্দে ছন্দে বেশ ভালো লেগেছে। অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে পাশে বসে যখন তোমার আবৃত্তি করা শুনি তখন আরো বেশি ভালো লাগে। সুন্দর একটি কবিতা সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit