স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।

in hive-129948 •  last year 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ২৩ ই জানুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

candles-1645551_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন বিভিন্ন ইউজারের লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমার নিজের মধ্যেই কেমন যেন কবি কবি ভাব চলে এসেছে। এর আগে কবিতা লেখা শুরু করলে, কবিতা লেখার ভাষা খুঁজে পেলাম না, কবিতার ছন্দ খুঁজে পেতাম না। কিন্তু বর্তমানে কবিতা লেখা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এখন একটু চেষ্টা করলেই মোটামুটি ভাবে কবিতা লিখতে পারি। আজ আমি আপনাদের নিকট একটি আবেগের কবিতা নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের নিকট ভালোবাসার অনুভূতি নিয়ে কয়েকটি অনু কবিতা লিখেছি। আমি আশা করি, আমার আজকের লেখা অনু কবিতা দুইটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।


⬇️ অনু কবিতা-০১।⬇️


চাঁদনী রাতের আলোর মেলায়
উঠেছি মেতে প্রেমের খেলায়,
হাজারো স্বপ্ন বুনেছি তারায় তারায়
মুখোমুখি হয়েছি প্রেমের জ্বালায়।।


চাঁদনী রাতের নিঝুম নির্জনে
হাতে হাত ধরেছি মোরা দুজনে,
সুখের ঝর্না আসুক এই ক্ষণে
প্রিয়জন হয়ে আছো আমার মনে।


তুমি ছাড়া মোর আপন কেহ নাই
তোমার ছোয়ায় মধুর সুখ পায়,
কখনো তুমি চলে যেও না হায়
মরণের পরেও আমি তোমাকেই চাই।।



⬇️ অনু কবিতা-০২।⬇️


এমন কাউকে মন দিও না
ভালোবাসা নিয়ে যে করবে ছলনা,
দুঃখের সাগরে ভাসিয়ে তোমায়
জীবনটা পুড়িয়ে করে দেবে ছাই।
সবাইকে সচেতন করছি তাই
প্রেমের চেয়েও মধুর আর কিছু নাই।।



⬇️ অনু কবিতা-০৩।⬇️


ঘুম থেকে উঠে শীতের সকালে
দু'চোখ দিয়ে প্রকৃতির দিকে তাকালে,
চারপাশ দেখি যেন ঘন কুয়াশার দখলে
ছোট্ট ছেলে-মেয়েরা থাকে মায়ের কোলে।।



⬇️ অনু কবিতা-০৪।⬇️


যদি তোমরা হতে চাও মহান
গরম পোশাক আর অর্থ করো দান,
বেঁচে যাবে আমাদের সমাজের
অনেক অসহায় মানুষের প্রাণ।।





সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসলে ভালোবাসার অনুভূতি দিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছি। জানিনা কবিতাটি কতটা সুন্দরভাবে আপনাদের নিকট উপস্থাপন করতে পেরেছি। যাহোক কবিতাটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

মামা আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি আজকে চারটি খন্ডে বিভক্ত করে কবিতাটি শেয়ার করেছেন। ঠিক বলেছেন মামা ভালোবাসা নিয়ে যে ছলনা করবে তাকে কখনোই নিজের মন দেওয়া যাবে না। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাগ্নে।

অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ৷ ছোট ছোট এই অনুকবিতার মাঝে অন্যরকম একটা সৌন্দর্য থাকে ৷ যেটা মুগ্ধ করে দেয় ৷ ছন্দে ছন্দ মিলিয়ে লেখা আপনার এই অনুকবিতা গুলো দারুণ হয়েছে ভাইয়া ৷ ভীষণ ভালো লাগলো কবিতা গুলো পড়ে ৷ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। আমি আশা করি আপনি এভাবেই সব সময় আমার পাশে থাকবেন।

ভাইয়া আপনার লেখা কবিতা আমি প্রতিনিয়ত পছন্দ করি। একগুচ্ছ কবিতা লিখেছেন দেখে পড়ে মনটা জুড়িয়ে গেল। আমি কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করি। আর কবিতা পড়তেও আমার কাছে খুবই ভালো লাগে। একে একে আমাদের এই কমিউনিটির প্রত্যেকটা সদস্য কবি হয়ে যাচ্ছে। সবাই অনেক সুন্দর কবিতা লিখে থাকে এখন। আপনি যদি এভাবে কবিতা লিখে যান, তাহলে আশা করছি পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অনেক রোমান্টিক একটি কবিতা লিখেছেন ভাইয়া। প্রতিটা লাইনে যেন মনের রোমান্টিক অনুভূতিগুলো তুলে ধরেছেন। চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।