হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বৃহস্পতিবার। ১৫ ই জানুয়ারি , ২০২৫ ইং।
আসসালামু আলাইকুম।
⬇️ অনু কবিতা-০১।⬇️
প্রেম মানে দুইটি হৃদয়ের টান
প্রেম মানে দুষ্টু মিষ্টি অভিমান,
প্রেম মানে দু'টি হৃদয়ের একটি ভাষা
প্রেম মানে দু'টি হৃদয়ের হাজারো রঙিন আশা।
প্রেম মানে দু'টি হৃদয়ের ভীরু কাঁপন
ভালোবাসার ভুবনে আপনের আপন।।
প্রেম ভালোবাসায় যখন আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় তখন মনের মধ্যে এক প্রকার স্বর্গীয় সুখ অনুভব হয়। তাই প্রেম-ভালোবাসা সব সময় সকলের উর্ধ্বে অবস্থান করে। কারণ শাসন করে কিংবা বারণ করে প্রেম ভালোবাসা থেকে কোন মানুষকে আটকিয়ে রাখা সম্ভব না।
⬇️ অনু কবিতা-০২।⬇️
কিছু মানুষের আজো হলো না হুশ
এরা টুপি মাথায় দিয়েই খায় ঘুষ,
ঘুষের টাকায় এরা করছে গাড়ি বাড়ি
মুখে আবার তাদের রয়েছে লম্বা লম্বা দাড়ি।
টুপি আর পাঞ্জাবিতে এদের দেখতে লাগে বেশ
টাকার কাছে ঈমান আমল হয়ে যায় এদের শেষ,
ধর্ম এদের সুযোগ বুঝে সুদ আর ঘুষ খাওয়া
আযান দিলেই টুপি নিয়ে নামাজ পড়তে যাওয়া।
মোনাজাতে চোখের জলে আল্লাহর কাছে চায় মাফ
অর্থের লোভে প্রতিনিয়ত এরা করতে থাকে পাপ,
অর্থের লোভে মগ্ন তারা দুর্গন্ধ তাদের মন
পরকালে বাঁচতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চান সারাক্ষণ
আমাদের সমাজে অনেক ছদ্মবেশে মানুষ দেখা যায়। যারা সাধারণ মানুষের সাথে অত্যন্ত নম্র ভদ্র আচরণ করে এবং ভদ্রতার রূপ ধারণ করে আমাদের সমাজে ঘুরে বেড়ায়। অথচ তাদের ভিতরটা থাকে অত্যন্ত কুৎসিত। তারা সুযোগ পেলেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র পিছুপা হয় না। তাই আমাদের সমাজের এরকম ছদ্মবেশে মানুষদের সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত থাকতে হবে।
⬇️ অনু কবিতা-০৩।⬇️
বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা
মানবতা প্রতিষ্ঠাকারীরা হয়ে গেছে সস্তা,
প্রতিদিন নতুন নতুন সৃষ্টি হচ্ছে বৈষম্য
পদদলিত হচ্ছে আমাদের দেশের সাম্য।
স্বাধীনভাবে কথা বলার নেই অধিকার
বাঙালি হিসেবে এটা আমাদের বড়ই লজ্জার,
ধর্মব্যবসায়ীরা দিনে দিনে হচ্ছে চাঙ্গা
ধর্মের নামে সৃষ্টি করছে সাম্প্রদায়িক দাঙ্গা।।
বর্তমানে আমাদের দেশে বা আমাদের সমাজে সর্বস্তরে নতুন নতুন বৈষম্যের সৃষ্টি হচ্ছে। অথচ যে সমস্ত ব্যক্তিরা আমাদের সমাজকে সুন্দর করে তোলায় ভূমিকা রেখেছিল তাদের আজ কোন মূল্যই নেই। আজ ধর্মের দোহাই দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এক শ্রেণীর মানুষেরা উঠে পড়ে লেগেছে। আবার তারায় অন্য ধর্মকে অবজ্ঞা করে একপ্রকারের দাঙ্গা সৃষ্টি করার জন্য সব সময় তৎপর। তাই এরকম অপশক্তিকে রুখে দেওয়ার জন্য, আমাদের বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা করার জন্য এই মুহূর্তে অবশ্যই আমাদের বাঙ্গালীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং শক্তিশালী হতে হবে।
Twitter promotion link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ সম্পন্ন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি দারুন অনু কবিতা লেখেন। শেষের দুইটা অনু কবিতা সমাজের বাস্তব চিত্র নিয়ে লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের কবিতাগুলো পড়ে। সুন্দরভাবে লিখেছেন এগুলো। এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। খুবই দক্ষতার সাথে সুন্দর ভাষায় এই কবিতা গুলো লিখেছেন দারুন লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই অনুভূতিগুলো নিয়ে লিখেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন রকম অনু কবুতাগুলো পড়ে বেশি ভালো লাগলো। আসলে এই প্লাটফর্মে কাজ করে সবাই এখন কবিতা লেখা অভ্যাস হয়ে গেল কমবেশি। সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit