শরতের নীল আকাশের কিছু ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।


সুপ্রিয় বন্ধুগণ,সকলের মন ছুয়ে যাওয়ার মতো শরৎ ঋতুর নীল আকাশের কিছু ফটোগ্রাফি করেছিলাম কয়েকদিন আগে। শরৎ ঋতুর নীল আকাশের ফটোগ্রাফির একটি অসাধারণ পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আশা করি, শরৎ ঋতুর নীল আকাশের ফটোগ্রাফি গিয়ে সাজানো এই পোস্টটি পড়ে আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের চলার পথে অনেক কিছুর প্রতি আমাদের ভালোলাগা থেকে থাকে। অনেকেই সুন্দর কোন কিছু দেখলেই তার মুঠোফোনে ক্যামেরাবন্দি করে রাখে এবং অন্য সময় তার বন্ধুদের মাঝে শেয়ার করে থাকে। ঠিক তেমনি আমি নীল আকাশের সাদা মেঘের সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করে রেখেছিলাম। তাই আজ আমি নীল আকাশের সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয় জানেন আজকাল আমি ফটোগ্রাফি করতে খুব বেশি পছন্দ করি। তাই আজ আমি নীল আকাশের অনেক সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় সাদা মেঘের কিছু ফটোগ্রাফি করেছি। তাই চলুন এক নজরে দেখে আসি আমার আজকের নীল আকাশের জমাট বাঁধা সাদা মেঘের ফটোগ্রাফিগুলো।


শরতের নীল আকাশের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হতে বাধ্য। শরৎ ঋতুর সৌন্দর্যময় নীল আকাশের ফটোগ্রাফি গুলো করেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। রৌদ্রকর উজ্জ্বল আবহাওয়ায় দুপুরবেলায় নীল আকাশের দৃশ্য দেখতে সবচাইতে বেশি ভালো লাগে। আমি নীল আকাশের বেশিরভাগ ফটোগ্রাফি গুলো করেছিলাম দুপুর বেলায়। আমি প্রথমে আকাশের উত্তর দিক থেকে কয়েকটি নীল আকাশের সুন্দর ফটোগ্রাফি করলাম। কিছুক্ষণ পরে আকাশের দক্ষিণ দিক থেকে আরো কয়েকটি নীল আকাশের ফটোগ্রাফি করলাম। নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্যটা সবচাইতে বেশি মনোমুগ্ধকর। নীল আকাশে ভেসে বেড়ানো খন্ড খন্ড সাদা মেঘগুলো একত্রিত হয়ে মনে হচ্ছে সাদা বরফের পাহাড় সৃষ্টি হয়েছে। যাহোক, সবশেষে আমি পূর্ব ও পশ্চিম দিক থেকে নীল আকাশের কয়েকটি ফটোগ্রাফি করলাম। আসলে রৌদ্রকর উজ্জ্বল আবহাওয়ায় নীল আকাশের দৃশ্য সবদিক থেকেই দেখতে অনেক ভালো লাগে। তাই আমি চার দিক থেকেই নীল আকাশের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। চলুন আমার তোলা শরতের নীল আকাশের কিছু চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আসি।


IMG_20220919_105006_289.jpg

IMG_20220919_105003_877.jpg

IMG_20220922_153348_238.jpg

IMG_20220919_104957_887.jpg

IMG_20220919_105020_703.jpg

IMG_20220919_105013_500.jpg

IMG_20220919_105007_413.jpg

IMG_20220922_085542_077.jpg

IMG_20220922_085531_497.jpg

IMG_20220911_132843_908.jpg

IMG_20220911_114957_094.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S
Camera50mp
Photographer@bidyut01




সবাইকে অসংখ্য ধন্যবাদ



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই শরতের এই নীল আকাশটা অনেক সুন্দর থাকে। মেঘের দিকে তাকিয়ে থাকলে দেখে মনে হয় যে বরফের পাহাড় যেন ঠিক বলেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।

শরতের নীল আকাশের মাঝে মেঘের ভেলা দেখতে বেশ সুন্দর লাগছে। আপনি কিছু চমৎকার আকাশের ফটোগ্রাফি করেছেন । দেখতে বেশ অসাধারণ লাগছে। আসলে আকাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এত দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন শরতের নীল আকাশের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হতে বাধ্য। শরৎকাল আমার খুবই প্রিয়। এই সময় আকাশ খুবই মন মুগ্ধকর হয়ে থাকে। আপনি সবাইকে মুগ্ধ করে আকাশের ফটোগ্রাফি নিয়ে উপস্থাপনা করে শেয়ার করেছেন আমাদের মাঝে। সত্যি আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম।

আকাশের ফটোগ্রাফি দেখতে তো সবসময়ই ভালো লাগে। শরতের আকাশের ফটোগ্রাফি দেখতে আরও বেশি ভালো লাগে। আপনার করা আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভালো হয়ে গেল।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

শরতের আকাশ মানেই দলে দলে মেঘ ঘুরে বেড়ায়। কিছুদিন আগে খাগড়াছড়ি গিয়েছিলাম সেখানে পাহাড়ের উপর থেকে মেঘ দেখার অনুভুতিটা অন্যরকম ছিল।। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে ।।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।