কাব্য, আমার হৃদয়ে এলেনা কেন তুমি?
কেন তুমি আমার জীবনে অস্বাভাবিক?
প্রত্যেকেই তাদের মনকে নির্দিষ্ট করতে পারে গুণমানের মতো,
আমাকে ধরে রাখো না কেন?
চিন্তার শব্দগুচ্ছ মানুষের মনের কথা জানাবেন না কেন?
তোমার কারনে আজ আমার বুক ফেটে যাচ্ছে;
আপনি যখন বিভিন্ন মানুষকে সুযোগ দেন,
তার অব্যক্ত বাক্যাংশগুলোকে আমার ভাবনাকে জানাতে?
কি প্রচন্ড ব্যাথা, ধরা পড়লেই,
আমি যত তাড়াতাড়ি আপনাকে জানাতে ভালোবাসি.
তুমি কি কবিতায় আমার ভাবনার বাক্যাংশ শোন?
শুনতে পারলে ধরতে পারতেন।
আমার হৃদপিন্ডের বাক্যগুলো কেন কবিতা নয়!
আমার প্রাণের আকুল আকাঙ্ক্ষা কেন আজ ট্র্যাক হয়ে উঠবে না?
কবিতা তোমার কাছে আসতে হবে,
আমার জীবনের কেন্দ্রে লিখিতভাবে সরবরাহ করা উচিত।
আমার হাসি, আমার কান্না, আমার সুখ এবং দুঃখ,
আমার জীবনের শিথিলতার জন্য আমি আপনাকে কবিতা অফার করতে চাই।
শোন জীবনের আকুল আকুতি, যত তাড়াতাড়ি এসো,
দাঁড়াও, তুমি আমার শূন্য জীবন ভরিয়ে দাও।
আমার বাংলা ব্লগ কমিউনিটির যে সকল দিক নির্দেশনা আছে সেগুলো পড়ার এবং জানার চেষ্টা করবেন ।আপনার কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার লেখনীর মাধুর্য ও শব্দ খুবই ভালো ছিল ।বিশেষ করে একটি ছবি ব্যবহার করা নিতান্তই প্রয়োজনীয় ছিল। তাহলে আপনার পোষ্টের সৌন্দর্য বৃদ্ধি পেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব খবর পেতে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই বাংলা ভাষা ব্যবহার করতে হবে।
বাংলা ছাড়া এখানে অন্য কোন ভাষা সাপোর্ট করা হয় না ভাই। সুতরাং আপনাকে অবশ্যই বাংলা ভাষায় পোস্ট করতে হবে। এবং এর জন্য আপনাকে সর্বপ্রথম ভেরিফিকেশন পোস্ট করা জরুরি। ভালো পোস্ট করুন এবং এই বিষয়ে বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের অফিসিয়াল discord সার্ভারে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে পরিচিতিমূলক পোস্ট শেয়ার করতে হবে এবং সব লেখাগুলো বাংলায় লিখতে হবে কমিউনিটির সকল রুলস রেগুলেশন গুলো আপনাকে ফলো করে পোস্ট করতে হবে চাইলে আপনি সকল নিয়ম কারণ গুলো কমিউনিটি থেকে দেখে আসতে পারেন ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit