অনেক খুশি মনে আপনাদের মাঝে আজ হাজির হয়েছি। টাইটেল দেখে হয়ত বুঝতেই পারছেন খুশির কারন। তারপরেও বলি অবশেষে আমি এবিবি স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম।এবিবি স্কুলের সর্বশেষ ধাপ ও শেষ, এখন বর্তমানে আমি ভেরিফাইড একজন সদস্য।
আমার বাংলা ব্লগে আমার আসা আমার দাদার হাত ধরে। আমার দাদা @shyamshundor কে আপনারা অনেকেই চেনেন। দাদা প্রায় দুই বছর থেকে আমার বাংলা ব্লগে যুক্ত। দাদাকে দেখতাম অনেক কিছু নিয়ে লেখালেখি করতে।সেটা দেখেই আমার কৌতুহল জেগে ওঠে। পরে দাদার থেকে শুনলাম ও ব্লগে লেখালেখি করে।
তখন আমারো ইচ্ছা জাগে যুক্ত হবার।কিন্তু সামনে পরীক্ষা থাকায় এবং নিজস্ব ফোন না থাকায় সেই ইচ্ছা পূর্ণ হয়নি। এরপর আস্তে আস্তে পরীক্ষা শেষ হয়। রেজাল্ট ভাল হওয়ায় একটি ফোন ও হাতে পাই। তাই ইচ্ছা পূরণ করতে আর দেরি করি নি। দাদার রেফারেন্স এ জয়েন করে ফেলি। এরপর শুরু হয় এবিবি স্কুলের জার্নি।
এই জার্নি অনেকটা শিক্ষাসফরের মত,মজাও আছে আবার শিক্ষাও আছে। এখানে যেন এক নতুন জগতের খোজ পেলাম যেটা আমাদের গতানুগতিক শিক্ষার বাইরে। অনেক নতুন বিষয় শিখলাম,যা আমার বয়েসী অনেকেরই অজানা। ফলে তাদের থেকে নিজেকে একটু অ্যাডভান্স মনে হচ্ছিল।
যাই হোক প্রথম কয়েক লেভেল এর পরীক্ষা ভালভাবেই অতিক্রম করি। এর মাঝেই আবার চলে আসে আমার প্রিটেস্ট, মডেল টেস্ট তাই ব্লগিংয়ে বেশি সময় দিতে পারছিলাম না। আমার ব্যাচ এবং পরের ব্যাচ ও গ্রাজুয়েট হয়ে যায়। আবার পরীক্ষার জন্য আমি এদিকেও সময় দিতে পারছিলাম না।
কিন্তু ভগবান ভরসা এবার পরীক্ষা একদম ছুটির মাঝে পড়ে, তাই পরীক্ষা দিতে পারি। খুবই নার্ভাস ছিলাম পরীক্ষার দিন। পরীক্ষার চিন্তায় পড়া জিনিস গুলোও ভুলে যাচ্ছিলাম।যাই হোক পরীক্ষা মোটামুটি ভালই হয়।তারপরেও চিন্তায় ছিলাম, কিন্তু পরের দিন লেভেল ফাইভের চ্যানেলে ঘোষণা দেখে সকল দু:শ্চিন্তার অবসান হল।অবশেষে সকল লেভেল শেষ করে ভেরিফাইড ব্লগার হওয়া গৌরব অর্জন করতে পারলাম।প্রথমেই ধন্যবাদ দেই আমাদের ফাউন্ডার বড় দাদাকে এত সুন্দর একটি কমিউনিটি গড়ে তোলার জন্য,এরপর এবিবি স্কুলের সকল প্রফেসর গণ কে ধন্যবাদ নতুন জিনিসগুলোকে সুন্দর ভাবে শিখিয়ে ও বুঝিয়ে দেওয়ার জন্য। সেই সাথে সকল মেম্বারদের ধন্যবাদ ভুলত্রুটি গুলো দেখিয়ে দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি বিন্দু।পেশায় বর্তমানে আমি একজন স্টুডেন্ট। বগুড়া সরকারি কলেজে অধ্যায়নরত আছি। আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে এবং শিখতে ভালবাসি। বই পড়া আমার প্রধান শখ। |
---|
আমার বাংলা ব্লগে আপনার কাজ করা অনেক আগে থেকেই ইচ্ছে ছিল সামনে পরীক্ষা এবং ফোন না থাকার কারণে আপনি আবার বাংলা ব্লগে কাজ করতে পারেন নি ।যখন ভালো রেজাল্ট হয় তারপর আপনি ফোন পেয়ে আমার বাংলা ব্লগে যুক্ত হন। ভেরিফাইড মেম্বার হওয়ার কারণে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল ।আপু এভাবে এগিয়ে যান একদিন বড় কিছু হতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই অনুভূতিগুলো আসলেই খুব আনন্দের। এবিপি স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এজন্য আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। ভেরিফাইড মেম্বার হিসেবে আপনার পরবর্তী দিনগুলো ভালো কাটুক এই কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন আপু। এই অনুভূতিটা যে কত মধুর তা বলে বোঝাতে পারবো না। হয়তো আপনাদের সহায়তা প্রদান করার মানুষ রয়েছে কিন্তু আমি যখন ভেরিফাইড হয়েছিলাম তখন আমার সহায়তা করার বা বুঝিয়ে দেওয়ার আশেপাশে কেউ ছিল না। তাই আমার আনন্দটা আপনার চেয়েও আরো বেশি ছিল। যাইহোক আপনার এই যাত্রা শুভ হোক দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজে নিজে গ্রাজুয়েশন কমপ্লিট করা আসলেই অনেক বেশি গর্বের।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেরিফাইড মেম্বার হতে পারার জন্য আপনাকে অভিনন্দন। তবে যেহেতু আপনি এখনো ভেরিফাইড ট্যাগ পাননি। তাই আপনার এই পোস্টে এবিবি স্কুলকে বেনিফিশিয়ারী দেয়া দরকার ছিলো। ভেরিফাইড ট্যাগ পাওয়ার পর থেকে আর এবিবি স্কুল কে বেনিফিশিয়ারি দিতে হবে না। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সরি ভাইয়া জানতাম না৷ আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম ও বলল দেওয়া লাগবে না,তাই দেইনি৷ আবারো সরি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit