কাগজের ওয়ালমেট। এবিবি কনটেস্ট-৪৭

in hive-129948 •  last year 

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কনটেস্ট উপলক্ষ্যে একটি নতুন ডাই পোস্ট নিয়ে।আমার বাংলা ব্লগ এর পরিচালনা পর্ষদ কে ধন্যবাদ এমন কনটেস্ট আয়োজন এর জন্য এবং বড়দাদা কে ধন্যবাদ পৃষ্ঠপোষকতার জন্য। প্রথমেই বলে রাখি ঘাস ফুল,প্রজাতি এই দুটি জিনিস আমার খুবই পছন্দের। আমাদের ছাদে বিভিন্ন রকমের ঘাস ফুল লাগানো আছে।ছাদে গেলেই এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে।এবং প্রায়ই দেখি কিছু প্রজাতি এগুলোর পাশে আনাগোনা করছে। এই দৃশ্য দেখতে আমার দারুণ লাগে।মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি ওদের দিকে। তো সেই ঘটনা থেকেই আজকের ওয়ালমেটটি বানানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা করেছি আরকি।এর ধাপগুলোই এখন আপনাদের মাঝে তুলে ধরছি।

প্রয়োজনীয় উপকরণ

১. কালার পেপার।
২.আঠা।
৩. কাঁচি।
৪.কার্ডবোর্ড।
৫.পেন্সিল।
৬.স্কেল।

IMG_20231107_191753.jpg

১ম ধাপ

প্রথমেই ঘাস বানানোর জন্য টিয়া রঙের কাগজগুলো 7×30 সেমি করে কেটে নিয়েছি। এরপর তা মাঝ বরাবর দুই ভাঁজ ও নিচে একটি ভাঁজ দিয়ে নিচের ভাঁজের উপর পর্যন্ত ঘাসের মতো সরু সরু করে কাঁচি দিয়ে কেটেছি।

Color Splash_202311810814979.png

২ য় ধাপ

এরপর ঘাসগুলোকে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি।এবং এরকম বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি।

Color Splash_20231181085688.png

৩ য় ধাপ

একটি ফ্রেম বানানোর জন্য আগে থেকেই কার্ডবোর্ড কেটে রাখা 28 সেমি ব্যাসের দুটি বৃত্ততে জল রঙের সাহায্যে কালো রঙ করে শুকোতে দিয়েছি।

Color Splash_202311810936178.png

৪ র্থ ধাপ

রঙ শুকনোর পর আগে থেকে বানিয়ে রাখা ঘাসগুলো একটি ফ্রামের সাথে আঠা দিয়ে আটকিয়ে দিয়েছি।

IMG_20231107_215339.jpg

৫ ম ধাপ

এরপর গোলাপি ও বেগুনি রঙের কাগজ নিয়ে তা 3× 3৷ সেমি করে কেটে ছোট ছোট ঘাসফুল বানাবার জন্য কোনাকুনি তিন ভাঁজ দিয়েছি।

Color Splash_2023118101018385.png

৬ষ্ঠ ধাপ

ভাঁজ দেওয়া কাগজগুলোকে ফুলের আকৃতিতে কেটেছি এবং আঠা দিয়ে জোড়া লাগিয়েছি।

Color Splash_2023118101048945.png

৭ম ধাপ

তারপর আরো কিছু বড় ঘাসফুল বানানোর জন্য আবার 4× 7সেমি করে গোলাপি, বেগুনি রঙের কাগজ ও 0.6× 4 সেমি করে হলুদ রঙের কাগজ কেটেছি।তারপর এদেরকে চিরুনির মতো সরু সরু করে কেটে এবং রোল করে ফুল তৈরি করেছি।

Color Splash_2023118101213743.png

৮ম ধাপ

এবার টিয়া রঙের কাগজ কেটে ফুলগুলোর জন্য বোটা বানিয়েছি এবং আগে থেকে আলাদা করে রাখা ফ্রেমে ঘাসগুলোর সাথে জোড়া লাগিয়েছি।

Color Splash_2023118101414273.png

৯ ম ধাপ

ফুল বানানো শেষে এবার প্রজাপতি বানানোর জন্য 3× 4 সেমি করে কয়েক টুকরো আকাশি রঙের কাগজ কেটেছি। এরপর সেগুলো এক ভাঁজ করে প্রজাতির আকৃতিতে কেটে নিয়েছি।

Color Splash_2023118101255892.png

১০ ম ধাপ

সবশেষে প্রজাপতি গুলোর মাঝে একটু খানি ডিজাইন করে ফ্রেমের সাথে আঠা দিয়ে ও সুতোর সাহায্যে আটকিয়ে দিয়েছি। এবং দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য এর পিছন দিকে একটি রাবার লাগিয়ে দিয়েছি।

ফাইনাল লুক

এভাবেই তৈরি হয়ে গেলো আমার কাঙ্ক্ষিত সেই ওয়ালমেটি।জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি! তবে সত্যি বলতে এটি করতে পেরে বেশ আনন্দই হচ্ছে।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়বার জন্য।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘাস, ফুল, লতা পাতা দিয়ে আপনি সুন্দর করে একটি ওয়ালমেট তৈরী করার চেষ্টা করেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু। আসলে এরকম সুন্দর কোন ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ, আপু।
হ্যাঁ আমারও এগুলো বানিয়ে ঘরে সাজিয়ে রাখতে ভালোই লাগে!

ভালো লাগলো এবং আপনাকে দেখে আমিও বেশ উৎসাহিত হলাম। আশা করি এমন করে প্রতিটি প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। তবে আপনার তৈরি করা ডাই পোস্টটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ! ভালো লাগা শেয়ারের জন্য।

খুবই চমৎকার একটা কাগজের ফুলের ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই কাগজের ফুল গুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো মোরগ ফুল।

ধন্যবাদ, ভাইয়া। যথাযথ চেষ্টা করেছি আরকি!

সত্যি অতি প্রশংসনীয় আপনার আজকের এই ওয়ালমেট। তাও আবার কনটেস্টে অংশগ্রহণ করেছেন লেবেলের ছাত্রী হয়ে। আপনার সুন্দর কার্যক্রম দেখে তো আমি মুগ্ধ। আশা করি এভাবেই আপনি আপনার প্রতিনিয়ত পারফরম্যান্স করে যাবেন।

ধন্যবাদ ভাইয়া, প্রশংসা করবার জন্য! চেষ্টা করব এভাবে অংশগ্রহণ করার।

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । ওয়ালমেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপু এমন সুন্দর মন্তব্য করবার জন্য!

  ·  last year (edited)

সবাই দেখছি ভিন্ন ভিন্ন ওয়ালমেট তৈরি করতেছে এবং আপনারটাও ভীষন ইউনিক লাগল। দারুণ দক্ষতার কাজটি সম্পন্ন করেছেন এবং কাগজের ওয়ালমেটটি এত সুন্দরভাবে আপনি পরিবেশনা করেছেন। ঘাসফুল প্রজাপতি সত্যি আমার খুবই ভালো লাগলো। সব রকম জিনিস আপনি একটি ওয়ালমেট এর মধ্যে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

ধন্যবাদ, ভাইয়া।আসলেই ঠিক বলেছেন,সব ভাইয়া -আপুরাই দেখলাম বেশ ইউনিক ইউনিক ডাই -ই শেয়ার করেছেন।এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সত্যিই ভালো লাগছে

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৭ এর জন্য শুভকামনা জানায়।ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ! এমন সুন্দর মন্তব্য লিখে উৎসাহিত করবার জন্য!

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনি প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।যাইহোক আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি দারুণ হয়েছে। খুবই সুন্দর লাগছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ, ভাইয়া! আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। অবশ্যই চেষ্টা করব নেক্সট কন্টেস্টগুলোতেও এভাবে অংশগ্রহণ করবার।

কাগজের তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার মাধে শিখতে পারলাম, পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ, ভাইয়া।
আপনি যে এটা আবার বানাতে চেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো!

খুব সুন্দর হয়েছে বিন্দু। তোমার এই ওয়ালমেট তৈরির পটভুমি জেনেও ভীষণ ভালো লাগলো। ' প্রজাপতি ' শব্দটি হয়তো ভুলে একই প্যারায় দুই জায়গায় ' প্রজাতি' হয়ে গেছে, তবে বুঝতে অসুবিধে হয় নি। তোমাকে অভিনন্দন এমন সুন্দর এবং ইউনিক একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সামনে হাজির করার জন্য।

Posted using SteemPro Mobile

ওহ! দুঃখিত,,এদিকে খেয়াল করতে পারিনি।
ধন্যবাদ, ভুল শুধরিয়ে দেওয়ার জন্য!

ঘাসফুল এবং প্রজাপতি আপনার পছন্দের জেনে ভালো লাগলো। সে জন্য আজকের ওয়ালমেট তৈরিতে ফুল এবং প্রজাপতির থিম রেখেছেন খুব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। একেবারে ইউনিক লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছে।