সুস্বাদু নুডুলস রেসিপি

in hive-129948 •  6 days ago 

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় আম্মুর সহযোগিতায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তৈরি করেছিলাম। এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করা যায় এবং এটা বেশ স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



সুস্বাদু নুডুলস রেসিপি তৈরি

20240410_184948.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
নুডুলস৩ প্যাক
ডিম২ টি
তেলপরিমাণ মতো
টমেটো সস২ চা চামচ
সয়া সস১ চা চামচ
লবণ১ চা চামচ
মরিচ গুঁড়ো২ চা চামচ
হলুদ গুঁড়ো১ চা চামচ
ধনিয়া গুঁড়ো১ চা চামচ
জিরা গুঁড়ো১ চা চামচ
রসুনবাটা১ চা চামচ
আলু১ টি
পেয়াজকুঁচি১ টি
মরিচকয়েকটি
টমেটো১ টি
ধনে পাতাপরিমাণ মতো

20241021_153803.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


প্রথম ধাপ


20241021_153827.jpg

প্রথমেই তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পরে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম।



দ্বিতীয় ধাপ


20241021_153850.jpg

এরপর আলু টমেটো ও অন্যান্য মসলাগুলো দিয়ে দিলাম।



তৃতীয় ধাপ


20241021_153903.jpg

এরপর এর মধ্যে ডিম দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নেড়ে নিলাম।



চতুর্থ ধাপ


20241021_153914.jpg

এরপর এর মূল উপাদান নুডুলস দিয়ে দিলাম।



পঞ্চম ধাপ


20241021_153956.jpg

20241021_154019.jpg

এরপর এখানে নুডুলসের মসলা এবং সস দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে নিলাম এবং এভাবেই আমাদের সুস্বাদু নুডুলস তৈরি হয়ে গেল।



পরিবেশন


20240410_184931.jpg

20240410_184910.jpg

20240410_184908.jpg

20240410_184901.jpg

20240410_184845.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১৬.০২.২০২৫
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

1712822983325.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুস্বাদু নুডুলস রেসিপি শেয়ার করেছেন। ঘরোয়া পদ্ধতিতে এভাবে নুডুলস তৈরি করে খেলে অনেক বেশি মজা লাগে। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। আপনার রেসিপিটি আপনি ধাপে ধাপে সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

চেষ্টা করেছি ধাপে ধাপে সবকিছু খুব সুন্দরভাবে শেয়ার করার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার প্রতি সবসময় ভালোবাসা রইল আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

নুডুলস ভালোবাসে না এমন মানুষ বোধহয় নেই। আমার তো ধারণা চাইনিজদের এই খাবারটা আমাদের প্রায় প্রত্যেকের কাছেই অত্যন্ত প্রিয়। বিশেষ করে যারা হোস্টেলে থেকেছি বা নতুন রান্না করে বা মাঝেমধ্যে রান্না করে তাদের সবাই নুডুলস এর ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। আপনার নুডুলস থেকে কিন্তু বেশ লোভ হচ্ছে। সুন্দর বানিয়েছেন।

একদমই ঠিক বলেছেন কারণ নুডুলস এর মত সহজ এবং স্বল্প সময়ী রেসিপি আর কিছুই হয় না।

দারুন রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা নুডুলস রান্না রেসিপি দেখে আমার তো এখন খেতে ইচ্ছে করছে। নুডুলস আমার ভীষণ পছন্দ। রান্নার মধ্যে সস ব্যবহার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে রান্নার পর সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

সবসময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকেন বলে অনেক খুশি হয়।

অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন ভাই নুডুলস রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে। বিশেষ করে পরিবেশন করা ছবি দেখে জিহ্বায় জল চলে আসছে, কিভাবে এমন মজাদার নুডুলস রেসিপি তৈরি করা যায় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছি সব কিছু খুব সুন্দর ভাবে শেয়ার করার৷ আপনারা মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • 16.02.2025


1000126647.jpg

নুডুলস খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আপনি এত মজাদার ভাবে নুডুলস রেসিপি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আমাকে এক বাটি দিয়ে দেন খাওয়ার জন্য। ইচ্ছে তো করছে এখনই একটা বাটি তুলে নিয়ে খেয়ে ফেলি। নিশ্চয়ই সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলেন। লোভ সামলাতে পারছিনা আপনার রেসিপিটা দেখে।

একটা বাটি নিয়ে আসেন তাহলে এখনই আপনাকে দিয়ে দিচ্ছি, খেয়ে ফেলেন।

নুডুলস খেতে বড় ছোট সবাই খুব পছন্দ করে। আজকে আপনি মজার নুডুলস রেসিপি করেছেন। তবে এটি ঠিক এই রেসিপি অল্প সময়ের মধ্যে করা যায়। আর বাড়িতে এই ধরনের রেসিপি করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। খুব সুন্দর করে নুডুলস রেসিপি ধাপে ধাপে করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

একদম ঠিক বলেছেন৷ এগুলো যেরকম কম সময়ে তৈরি করে ফেলা যায় তেমনি এগুলো অনেক সুস্বাদুও হয়ে থাকে।

নুডুলস এমন একটি খাবার যা প্রায় সবাই পছন্দ করে, আর সেটা যদি চাইনিজ স্টাইলে হয়, তাহলে তো কথাই নেই।হোস্টেল জীবন বা নতুন রান্নার সময়, নুডুলস সত্যিই অন্যতম নির্ভরযোগ্য এবং সহজ খাবার। আপনার বানানো নুডুলস দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে। সুন্দরভাবে তৈরি করেছেন, দেখে মনের মধ্যে একধরনের লোভ জেগে উঠলো ধন্যবাদ।

একদমই ঠিক বলেছেন৷ এইগুলো একেবারে সহজেই এবং কম সময় তৈরি করে ফেলা যায়।

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেই তো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো সকাল অথবা বিকেল বেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা নুডুলস রেসিপি আমার অনেক বেশি পছন্দ। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।

খুব খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে। অনেক সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি। অসংখ্য ধন্যবাদ।

আপনি আপনার আম্মুর সহযোগিতায় রেসিপি করে থাকেন জেনে ভালো লাগলো।নুডুলস্ সবার পছন্দের খাবার। আপনি খুবই লোভনীয় করে নুডুলস্ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার এই নুডুলস।আপনি অনেক সুস্বাদু নুডুলসের রেসিপি শেয়ার করেছেন যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ নুডুলস এর রেসিপির প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ এই সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।