আমার SuperWalk এর এক সপ্তাহ

in hive-129948 •  15 days ago 

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

4BAcMbXZnLLKMhup8zh7w2pWg2mr8tygc18rdsnXvJ75GrsomdqzZr1YSwpVpLVbs9AHJnvF1zQFEANhEeMcV9jX8PfVztysE1s162eP2W3m9AmRMn9svLFq59zMqscxiYktTGbHeUL7nYYBiKTD7haqL8BNQ6EKbAwXhB5Ess3Uhu9JQXVRPHZt4MBGpGiKf7pHhnVouorJux1NUsLBhFY5bQS.png



আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ গত সপ্তাহেই আমাদের কমিউনিটি থেকে এই অ্যাপের কথা বলা হয়েছিল৷ আমি তখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছিলাম৷ তখনই আমি এই অ্যাপ থেকে কাজ করে আসছি৷ আজকে আমি এই অ্যাপে এতদিন ধরে যা কিছু করেছিলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব । আমি মনে করি যে আমাদের কমিউনিটির সকলেই এই অ্যাপ এর মধ্যে কাজ করছেন এবং এর মধ্যে তেমন বেশি কিছু কাজ করতে হয় না৷

শুধু আমরা যদি এদিক সেদিক হাঁটাচলা করি তাহলে এই অ্যাপটি কাজ করতে থাকে৷ একই সাথে এর বিভিন্ন মোডগুলো আমি করেছিলাম এবং এর মধ্যে কিছু গেম ছিল সেগুলো আমি খেলেছিলাম৷ একই সাথে এখানে প্রথম দিনেই আমি অনেক বেশি ভ্রমন করাতে এবং অনেক জায়গায় যাওয়ার কারণে সেখানে অনেক বেশি উঠেছিল৷ এর পরবর্তী দিনগুলোতে সংখ্যা কম থাকার কারণে এখানে অনেক কিছুই কম এসেছে৷ তাই এখানে আমি প্রতিদিন এর কাজের মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব৷ তবে একদিন রাতের বেলা আমি রেকর্ড নিতে পারিনি৷ যার ফলে সেদিন অনেক বেশি রেকর্ড আমি হারিয়ে ফেলেছিলাম৷ ফলে এখানে আমি সেটি দিতে পারিনি। যাই হোক চলুন এই বিষয়টি দেখে আসা যাক।


Screenshot_20250105_130934_SuperWalk.jpg

Screenshot_20250105_133857_SuperWalk.jpg

Screenshot_20250105_133908_SuperWalk.jpg

Screenshot_20250105_133915_SuperWalk.jpg

Screenshot_20250104_215142_SuperWalk.jpg

Screenshot_20250105_153500_SuperWalk.jpg

Screenshot_20250105_184311_SuperWalk.jpg

Screenshot_20250105_184329_SuperWalk.jpg

Screenshot_20250105_232934_SuperWalk.jpg

Screenshot_20250105_232953_SuperWalk.jpg

Screenshot_20250106_181104_SuperWalk.jpg

Screenshot_20250106_225352_SuperWalk.jpg

Screenshot_20250107_223735_SuperWalk.jpg

Screenshot_20250107_225852_SuperWalk.jpg

Screenshot_20250108_171456_SuperWalk.jpg

Screenshot_20250108_232442_SuperWalk.jpg

Screenshot_20250109_215430_SuperWalk.jpg

Screenshot_20250110_223905_SuperWalk.jpg

Screenshot_20250110_224425_SuperWalk.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবমিলিয়ে ভালোই কাজ করছেন activity বেশ ভালো। সুপার ওয়াল্কের মাধ্যমে নিজের এক্টিভিটিভ এই পোষ্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর ও মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

আসলেই ভাই ভ্রমণ যেদিন করা হয় সেই দিন সুপারওয়াকে অনেক বেশি স্টেপ হাটা হয়ে যায়। কিন্তু বাসায় থাকলে সেরকম হয় না। যাইহোক আপনার গত এক সপ্তাহের সুপার ওয়াকের একটিভিটিস কে খুবই সাবলীল এবং সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করেছেন। গত সপ্তাহের ভালো একটিভিটি ছিল আপনার দেখতেছি ,সেই সাথে অন্যান্য কাজগুলিও সম্পূর্ণ করেছেন। এরকম ধারাবাহিকতা বজায় থাকুক ।আপনার জন্য শুভকামনা জ্ঞাপন করছি।

আমি বেশিরভাগ সময় বাসার বাইরে আপ ডাউন করে থাকি৷ তাই এই অ্যাপে অনেক কিছুই উঠে।


  • 12.01.2025

1000116417.jpg

আপনি এক সপ্তাহের মতো এই অ্যাপস ব্যবহার করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনি তো দেখছি খুবই সুন্দর একটা জুতা ও ওকে নিয়েছেন। আমিও ভাবছি খুব তাড়াতাড়ি একটা জুতা কিনে নিব।

যেদিন সুমন ভাইয়ক বলেছিল জুতা কেনার প্রয়োজন রয়েছে তখনই আমি জুতা কিনে নিয়েছিলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

সাপোর্ট পেতে আমি অনেক ভালবাসি৷ আর আপনার এই প্রতিদিনের সাপোর্ট আমাকে সব সময় অনেক মুগ্ধ করে।

আপনার সুপার ওয়াল্কের এক সপ্তাহের এক্টিভিটিস দেখে বেশ ভালো লাগলো। আপনি দেখছি একটি চমৎকার জুটা কিনেছেন, আমিও কিছুদিন যাবৎ ভাবতেছি যে আমিও একটা জুতা কিনবো। আপনি আপনার একটিভিটিস বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

এর থেকেও অনেক অসাধারণ জুতা ছিল৷ তবে আমার কাছে এটি ভালো লেগেছে তাই আমি এটিই কিনেছি।

SuperWalk এ আপনার এক সপ্তাহে একটিভিটি দেখে খুব ভালো লাগলো। আপনি হাটাহাটি করেছেন এবং এই অ্যাপে থাকা কিছু গেম খেলেছেন। ভালো লাগলো আপনার পোস্ট দেখে। ধন্যবাদ ভাইয়া আপনার এক্টিভিটি গুলো শেয়ার করার জন্য।

আসলে আমি এনএফটি বাই করার কারণে আরো ভালোভাবে এটি ব্যবহার করছি।

সুপার ওয়াক এপসটা এককথায় অসাধারণ।
আমি নিজেও প্রতিনিয়ত এটা ব্যাবহার করে চলেছি।
আপনার এক্টিভিটিজ দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। এগিয়ে যান দোয়া রইল।

একদমই ঠিক বলেছেন। এটা না থাকলে আমরা বুঝতে পারতাম না যে আমরা দিনে কতদূর হাঁটছি এবং কত স্টেপ হাঁটছি৷

বাহ,অনেক হাঁটাহাঁটি করেছেন দেখছি।আসলেই বেশি দূর ভ্রমনে গেলে বেশি স্টেপ ওঠে।আমিও আপনার মতো মাঝে মাঝেই রেকর্ড রাখতে ভুলে যাই, ধন্যবাদ ভাইয়া।

একেবারে ঠিক বলেছেন৷ আমি ভ্রমণ করতে অনেক ভালোবাসি৷ তাই এই অ্যাপটি আমার জন্য অনেক কার্যকর।

আপনার সুপার ওয়াক এর এক সপ্তাহের এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। কোথাও গেলে এর পয়েন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এই অ্যাপসটি আমাদের জন্য খুবই উপকারী। আপনি প্রতিদিন ভালোই হাঁটাহাঁটি করেছেন বোঝা যাচ্ছে। সামনে আশা করি আরো ভালো এক্টিভিটিস দেখতে পাবো। এভাবেই এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

আমি যখনই কোথাও ভ্রমণের চেষ্টা করি তখন আমি এই অ্যাপ চালু করে দেই।