এত ছোট একটি জায়গার মধ্যে যেভাবে আপনি এত অসাধারণ দুটি আর্ট শেয়ার করেছেন তা আপনার প্রতিভাকে খুব ভালোভাবেই প্রকাশ করেছে৷ আসলে এরকম ছোটখাটো এবং নিখুঁত আর্টগুলো করার ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক কষ্টও করতে হয়৷ যা আপনার আজকেরে আর্ট দেখেই বুঝতে পারলাম৷ অনেক ভালো লাগলো আজকের এই চশমার মধ্যে দুটি অসাধারণ আর্ট দেখে৷
RE: আর্টঃ পুরাতন সানগ্লাসে দুটো দৃশ্যের অংকন।
You are viewing a single comment's thread from:
আর্টঃ পুরাতন সানগ্লাসে দুটো দৃশ্যের অংকন।