হ্যালো, বন্ধুরা
আসসালামু আলাইকুম💐💐
আমি @biplob25 বাংলাদেশ থেকে🇧🇩
নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি। @rme দাদা অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন। NFT এর জন্য একটি আর্ট নির্মাণ করার প্রতিযোগিতা। আমার NFT এর সম্পর্কে অল্প কিছু ধারনা রয়েছে । আর আমি ডিজিটাল আর্ট করতে পারিনা। কিন্তু রং তুলি দিয়ে কিছু টা আর্ট করতে পারি। আর সেটি আমি আপনাদের মাঝে অংকন করার জন্য হাজির হলাম।
এবারের প্রতিযোগিতা টি হচ্ছে একেবারেই ভিন্ন ধরনের প্রতিযোগিতা আর আমি একটি ( টেকনো) স্মার্ট মোবাইল ফোন অংকন করে দেখাবো এই ফোনটির মডেল হিসাবে দিয়েছি( টেকনো এম এস থ্রি)
☀️ তা হলে বন্ধুরা চলুন শুরুকরা যাক। ☀️
আজ সোমবার,তারিখ ৩১ শে জানুয়ারি ২০২২ইং
উপকরণ,
☀️ ধাপ নাম্বার -১ ☀️
এখানে প্রথমে পেন্সিল রাবার স্কেল কাটা কম্পাস সিডি পেন ও জলরং নিয়েছি।
☀️ ধাপ নাম্বার -২ ☀️
তারপরের সাদা কাগজ নিয়েছি এবং মোবাইল অংকন করেছি।
☀️ ধাপ নাম্বার -৩☀
তারপরে সিডি পেন দিয়ে কালারটি দ্বীপ করে নিয়েছি ও বামের সাইডে ক্যামেরা অংকন করে নিয়েছি এবং বাম দিকে পাওয়ার বাটন ও ভলিয়মের প্লাস বাটন ও মাইনাস বাটন দিয়ে দিয়েছি।
☀️ ধাপ নাম্বার -৪☀️
এবারে ফোনের ওয়ালপেপার হিসেবে একটি বৃত্ত একে নিয়েছি কাটা কম্পাস এর মাধ্যমে। ও গাছ অংকন করে নিয়েছি।
☀️ ধাপ নাম্বার -৫☀️
তারপরে গাছকে হলুদ ও খয়রি রঙের রং করে দিয়েছি।
☀️ ধাপ নাম্বার -৬☀️
তারপর বৃত্তের মাঝে লাল বেগুনি ও গোলাপি রঙের জলরং করে দিয়েছি।
☀️ ধাপ নাম্বার -৭☀️
তারপর পুরোটাই নীল রং করে দিয়েছি এবং নিচের দিকে চার্জার এর পিন এবং উপরের দিকে ইয়ার ফোনের পিন দিয়েছি ও ডানদিকে নিচের অংশে ফিঙ্গার হিসেবে ব্যবহার করেছি এবং সবশেষে আমার এই স্মার্টফোন টি অংকন করা শেষ হয়ে গেল।
🖊️🖊️স্ক্যান করার পর 🖊️🖊️
আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার নিজের মত করে একটি ইউনিক কিছু তৈরি করতে। ও আমার মনে হল আমি একটি টেকনো কোম্পানির একটি এম এস থ্রী মডেলের ফোন অঙ্কন করব এবং এটি অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর সবশেষে তৈরি করে অংকোনটি স্ক্যান করে নিয়েছি।
আমার ট্রন ওয়ালেট অ্যাড্রেস
TUGRYZmNunwZLKZY7ChxjGqkAeQ9K4tFEb
ডিভাইস | itel vision1 |
---|---|
লোকেশন | পার্বতীপুর |
আর্টিস্ট | @biplob25 |
তো আমার বাংলা ব্লগের বন্ধুরা এই ছিল আজকে আমার স্মার্ট মোবাইল ফোন অংকন তৈরি তারপর এখানেই শেষ করছি।
💞আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।💞
ধন্যবাদ সবাইকে
শুভেচ্ছান্তে,
@biplob25
আপনি অনেক সুন্দর ভাবে স্মার্টফোন এর চিত্রাংকন করেছেন। আমার কাছে তো আপনার আর্ট খুবই ভালো লেগেছে। একটা মোবাইলের স্কিন যেরকম হয় আপনি সেরকমই কালার দেওয়ার চেষ্টা করেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ রং তুলি দিয়ে অসাধারণ একটা স্মার্ট ফোন আর্ট করেছেন। সত্যি সত্যি অনেক সুন্দর একটা পোস্ট তৈরী করেছেন আপনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটি স্মার্ট মোবাইল এর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তবে আমি আপনাকে বলব ইউনিক কিছু অংকন করার জন্য। ইউনিক কিছু অংকন করলে আপনার পোষ্টের মানের কোয়ালিটি অনেক ভাল হবে। যাইহোক আপনার কাছ থেকে পরবর্তীতে ইউনিক ইউনিক অংকন আশা করব। ধন্যবাদ আপনাকে এরকম একটি অঙ্কন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit