হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০৮/০২/২০২৪) রোজ: বৃহস্পতিবার
মুজিবনগর উপজেলায় পাট পসহকারীতে কর্মরত আছেন মোহাম্মদ রাশেদ মিল্টন। তিনি আমার আপন দুলাভাই। এইতো কয়েকদিন আগে আমাদের গান্ধী উপজেলায় পাট প্রশিক্ষণ একটা সমাবেশ ছিল। যদিও দুলাভাই মুজিবনগর উপজেলার পাট উপসহকারী চাকরি করেন। তবে আমাদের গাংনী উপজেলায় যে পাঠ উপসহকারে কর্মরত রয়েছে তিনি দুলাভাইয়ের পার্টনার। তাই দুলাভাই বলছিল এই প্রশিক্ষণে আমাকেও জয়েন হতে। তাই দুলাভাই ট্রেনিং এর আগের দিন আমার কাছে ফোন দিল। দিয়ে বললো দশটার আগেই গাংনী উপজেলায় উপস্থিত হতে। তাই ঐদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে প্রায় সাড়ে নটার দিকে ছোট আব্বুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে যদিও যেতে সময় লাগে ১৫ মিনিট তারপরেও ধীর গতিতে গিয়ে 9:45 এর থেকে পৌঁছালাম। পৌঁছে গিয়ে দুলাভাই আমার হাতে একটি কার্ড দিল এবং বললো অডিটর রুমে গিয়ে বসে যাও। এরপরে কার্ডটা নিয়ে আমি রুমে বসে যাই। এরপরে দেখলাম সেখানে পাঠ অফিসারের পাশেই উপসহকারীরা বসে রয়েছে যেখানে আমার দুলাভাই ও রয়েছে। তিনি ও একজন পাঠ উপসহকারী। যদি প্রশিক্ষণ টি শুধু পাট নিয়ে তাই পাটের বিষয়ে খুব সুন্দর ভাবে কৃষি অফিসার আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আর এই আলোচনার মধ্যে আমি এই ফটোগ্রাফিটি সংগ্রহ করি।
এরপরে পাট কৃষি অফিসার দেড় ঘন্টা যাবত তিনার কথা শেয়ার করার মাঝেই উপজেলার কৃষি অফিসার সেখানে হাজির হলো। আপনার উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন যিনি দাঁড়িয়ে তার কথা শেয়ার করেছিলেন অর্থাৎ পাট বিষয়ে আলোচনা করেছিলেন তিনি হচ্ছে উপজেলার প্রধান কৃষি অফিসার। আর এরই মাঝে আমি ফটোগ্রাফিটি সংগ্রহ করি।
এভাবে প্রায় একটানা আড়াই ঘন্টা কথোপকথন হওয়ার পরে একটার সময় আমাদের এই প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষে আমাদের পাটের তৈরি একটা ব্যাগ সহ কিছু টাকা সাথে একটা খাতা এবং কলম দিয়েছিল। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইন হয়ে সারিবদ্ধভাবে আসছে এবং অফিসারের হাত থেকে এই গুলো গ্রহণ করছে। আমি লাইনের একটু পিচে থাকাই ছবিটি সংগ্রহ করে নি। এরপরে ট্রেনিং শেষ করে হালকা কিছু খাবার খেলাম খেয়ে আবার বাসার দিকে রওনা দিলাম।
আজকের মতো এখানেই শেষ করছি।
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
এই সমস্ত প্রশিক্ষণগুলোতে আমাদের অংশ নেয়া উচিত, কারণ এই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং অনেক বিষয়ে জ্ঞান অর্জন হয়ে থাকে। বেশ ভালো লাগলো আজকে আপনি পাট চাষ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করেছেন এবং অনেক কিছু শিখেছেন ও জেনেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit