হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২৮/১০/২০২৩) রোজ: শনিবার।
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভালোবাসার কবুতর নিয়ে আমার অনুভূতি।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
আসলে প্রতিটি মানুষেরই অনেক শখের জিনিস থাক আসলে ঠিক তেমনি আমারও রয়েছে ।আমার খুব ভালো মনে আছে। ২০২১ সালে মার্চ মাসে তারিখটা আমার মনে নেই । কিন্তু সেদিন আমাদের গ্রামের পাশে বামন্দির হাটছিল। বামনদিতে কবুতরের হাট বসে তাই যেনে সেদিন হার্টের দিন কবুতর কিনার জন্য বামন দিতে চলে গেলাম। এরপর সেখান থেকে আমি একটা কবুতর কিনে নিয়ে আসি। আসলে কবুতর পুসা আমার অনেক দিনের শখ। তবে শেষ হোক এখন পূর্ণতা পেয়েছে বটে।
আসলে কবুতরের শখটা আমার সত্যিই খুব ভালোভাবে পূর্ণ হয়েছে। কারণ কবুতর গুলো আমার খুবই শিকারী হয়ে গিয়েছিল। এভাবে প্রথম পর্যায়ে আমি কবুতর বিক্রি করি না সবই রেখে দিই ।যে কারণে আমার কবুতর অনেক বেশি হয়ে গিয়েছিল ।মধ্যেখানে এস এস সি পরীক্ষার চাপ চলে এলো ।তার মধ্য থেকে কবুতরের সাথে এমন অন্তরঙ্গ দিন কাটানো আমার পক্ষে সম্ভব হয়েছিল না। পরবর্তীতে মা এসব দায়-দায়িত্ব নিয়েছিল। কিন্তু কবুতর গুলা আমি যেমন চোখে চোখে রাখতাম আমার মা ঠিক ততটা চোখে চোখে রাখতে পারতো না। কারণ এগুলোর পিছনে একটু সময় দিতে হয় । সে সময়টুকু আমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব নয় । কারণ পরিবারের কাজেই ব্যস্ত থাকেন তিনি। তারপরে কবুতরের দিকে তার তেমন একটা নজর দেওয়া পড়ে না। তবে এভাবেই আস্তে আস্তে আমারও একটু অনি হা কাজ করে। তবে আমার কবুতোরের সংখ্যা যখন আস্তে আস্তে কমে যায় তখন আমার মা বলে দেখো কবুতরগুলো যেন মনে হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে। আসলে আমার খুবই খারাপ লাগলো আমার অনেক কবুতর ছিল সে কবুতরের মধ্যে এখন আছে মাত্র ১১ টি কবুতর রয়েছে। খুবই দুঃখ জনক। তবে কবুতর কমে গেলেও কবুতরের প্রতি ভালোবাসা আমার এখনো কমে নাই। আজকে আমি ঘুম থেকে উঠে হঠাৎ শীষ দিয়ে দেখি সব কবুতর আমার কাছে ছুটে চলে আসে। সত্যিই আমার খুবই ভালো লেগেছিল কিন্তু কবুতরের সংখ্যা কমে যাওয়ায় মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ।এরপরে চাউল নিয়ে এসে হাতে ধরি। এরপরে কবুতরগুলো ছুটে এসে আমার হাত থেকে চাউল খায় সত্যিই এটি খুবই ভালো লেগেছিল আমার। আসলে এমন ভালোলাগা বিষয়টি ফোনে ধারণ না করলে যেন একটা অতৃপ্ত থেকে যায়। তাই আমি ছবিগুলো সংগ্রহ করে নি।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে তোমার ভালোবাসার কবুতর নিয়ে অনুভূতি শেয়ার করেছ। আসলে কবুতর হচ্ছে পালন করতে প্রত্যেকটি মানুষেরই অনেক ভালো লাগে। আমিও বাড়িতে অনেক কবিতার পালন করে থাকি আসলে মাঝে মাঝে বাড়িতে আসলে এভাবে কবুতরের খেতে দিতে সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তোমারও কবুতর আছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবুতর আমারও প্রিয়। জন্মের পর থেকেই কবুতরের সাথে পরিচিত বল্লেই চলে।কবুতরের বাকবাকুম শুনলে খুব ভালো লাগে আমার। আপনার কবুতর গুলো দেখে আমার ভাই এর কবুতরকে খাওয়ানোর কথা মনে পড়ে গেলো।আসলেই যত্ন কমে গেলে চোখে চোখে না রাখলে কবুতর গুলো হারিয়ে যায়।খুব সুন্দর পোস্ট ও কবুতরের ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট দেখে আপনার ভাইয়ের কবুতরের কথা মনে পড়ে গেল জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবুতর প্রাণী টি খুব শখের একটি প্রাণী। মানুষ শখের বশেই এই প্রাণী টি কিনে লালন পালন করে। আমি ও একসময় কবুতর কিনেছিলাম কিন্তু সেগুলো থাকে নাই, উড়ে অন্যের বাসায় চলে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবুতর এখন নাই জেনে দুঃখ পেলাম। তবে আমার কবুতর এখনো রয়েছে আর তাদের প্রতি ভালোবাসা কখনো কমে নাই। ধন্যবাদ আপনাকে আপনার মতামতটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit