আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬/০৯/২০২৪) রোজ: সোমবার।
💞শুভ সকাল💞
কি আর বলবো? বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন। কেননা আজ কয়েকটা দিন ধরে একাধারে বৃষ্টি হতে চলেছে। আর বৃষ্টি হলে সকাল সকাল ঘুম থেকে উঠা একটু কঠিন হয়ে যায়। তাই আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়। তো ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে নিলাম। ব্রাশ হাতে নিয়ে দাঁত মাজন করতে করতে কানে হয় শব্দ আসে। এরপর বাহিরে এসে দেখি এই অনবরত বৃষ্টির কারণে খালে অনেক মাছ হচ্ছে। এইতো কিছুদিন আগেই এরকম অনেক বৃষ্টি হয়েছিল আজ থেকে চার পাঁচ মাস আগের কথা। তো গিয়ে দেখতে পেলাম সেখানে ক্ষ্যাপলা জাল দিয়ে তারা মাছ ধরছে অনেক মাছ পেয়েছে। আসলে এ বিষয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। দোকান থেকে ব্যাক করে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। এই বৃষ্টি চলতেই আছে এর কোন শেষ নেই। এরপর আবারো একটু ফাঁকায় গেলাম কেননা রুমের মধ্যে আর ভালো লাগছে না। আবার রুমে এসে ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।
আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা আপনারা টাইটেল দেখেই অনুমান করতে পেরেছেন। এইতো কয়েকদিন আগেই আমাদের গ্রামের পাশে একটা সুইমিং পুল হয়েছে। সেখানে শুক্রবারের দিন গিয়েছিলাম গোসল করতে। বেশ মজাই করেছিলাম। এ বিষয়ে ইতিমধ্যে আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি পর্ব শেয়ার করেছি। তাই সেসব বিষয়ের কথা বলছি না। এই পোস্টের আজকে একদম শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি। আপনার উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি সুইমিং পলে সিঁড়ি দিয়ে নামতেছি। আমি যখন সিঁড়ি দিয়ে সুইমিংপুলে নেমে ছিলাম ওই মুহূর্তে আমাকে একজন আমার ফোন দিয়ে ক্যামেরা বন্দি করে নেয়। সুইমিং পুলের চারিপাশে পাশে চারটি সিঁড়ি রয়েছে। আসলে সুইমিংপুলে গোসল করার মুহূর্তগুলো বেশ সুন্দর হয়ে থাকে। আমরা ঐদিন গিয়েছিলাম সকাল দশটার সময়। তারপরে এক ধামরা অনেকক্ষণ সেখানে পানি নিয়ে খেলা খেললাম সহ গোসল করলাম আরো অনেক আনন্দ।
আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তার কিছুক্ষণ পরেই আরো অনেক জোরে বৃষ্টি হয়েছিল। এদিকে বৃষ্টি হচ্ছে যে কারণে আর উঠে আসতে মন বলছে না। সত্যিই ঐদিন বেশ আনন্দ উপভোগ করেছিলাম। শুধু তাই নয় গোসল করার যে কতটা মজা যারা করেছেন তারাই জানেন। আমরা সকাল দশটার সময় বাসা থেকে বের হয়েছিলাম। তারপর সেখানে গিয়ে আমরা একদম ২ ঘন্টা ধরে গোসল করেছিলাম। আসলে বাসায় আসতে মনই বলেছিল না। কিন্তু ডিউটি ছিল শুক্রবার তাই আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম ।আমরা দশটার সময় গিয়ে সেখানে দুই ঘন্টা থেকে আবার বাসায় আসবো। গোসল করে এক পর্যায়ে আমরা সবাই উঠলাম। আমি বাসা থেকে গামছা নিয়ে গিয়েছিলাম কেননা মাথার পানি মুছে না ফেললে জ্বর আসতে পারে। আর বাসা থেকে বলেছিল গামছা সাথে নিয়ে যাও আসার সময় মাথা গা মুছে চলে আসবে। আসলে আমরা যখন সুইমিংপুল থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম আরো অনেক মানুষ আসছে। সত্যি বাসায় আসতে মন বলেছিল না কিন্তু কিছুই করার ছিল না নামাজ পড়তে হবে । তাই আমাদের উঠে পড়তে হয়েছিল। এবার উঠে পড়ে আমি গামছা দিয়ে গা মুছে নিলাম সাথে মাথাটা খুব ভালোভাবে মুছে নিলাম। তারপর সেখানে দাঁড়িয়েই উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখনো সুইমিং বলে অনেকেই গোসল করছে।
আমার আজ হতো বাসা থেকে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম তাই সেখানে এক পাশে মোটরসাইকেল পার্কিং করেছিলাম। এরপরে মোটরসাইকেল পার্কিং থেকে বের করে নিয়ে এসে এদিকে আমি কাঁপতেছি। তাই আমি গামছাটি খুব সুন্দর করে গায়ে জড়িয়ে নিলাম। কেননা আমার ড্রাইভিং করতে হবে। তো মোটরসাইকেলে বসে রওনা দেয়ার সময় আমার এক ভাই উপরের ছবিটি আমার ফোনে ধারণ করে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আমার গায়ের টি শার্টটি খুলে মোটরসাইকেলের আয়নায় রেখে দিয়েছে। আর গামছাটি খুব সুন্দর করে গায়ে জড়িয়ে নিয়েছি। আমরা পৌঁছে গিয়ে সেখানে অনেক জোরে বৃষ্টি হয়েছিল যে কারণে আমরা যে পথ দিয়ে ওখানে গিয়েছিলাম সেই পথটা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল। মোটরসাইকেল নিয়ে ভয়ে ভয়ে সে রাস্তাটুকু পার হলাম। এক পর্যায়ে মোটরসাইকেল হয়ে পড়ে যাচ্ছিল ওই মুহূর্তে আমার সাথে আরও যে দুইজন ছিল তারা আমাকে সাহায্য করেছিল।
এরপরে আমি গাড়ি রোডে তুলে আমরা তিনজন বসলাম। ঐ মুহূর্তে আমি উপরের সেলফি ছবিটি আমার ফোনে ধারণ করি। আসলে ঐ দিন সুইমিংপুলে গোসল করতে গিয়ে দারুন একটা মুহূর্ত উপভোগ করেছিলাম। তাছাড়া সুইমিংপুলে গোসল করার মজাই আলাদা। আর ঐ দিন সুইমিংপুলে গোসল না করলে আমি জানতেই পারতাম না। আর এই পর্বের মাধ্যমেই এই আনান্দের মুহূর্তটি শেষ করলাম।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
স্থান | লোকেশন |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ সুইমিং পুলে গোসল করতে যাওয়ার অনুভূতির শেষ পর্ব। আসলে বেশ কিছুদিন আগে আমি নিজেও গিয়েছিলাম সেখানে গোসল করতে। সত্যি আমাদের এলাকায় এরকম একটা সুইমিং পুল হবে আমি কখনোই ভাবতে পেরেছিলাম না। তবে গোসল করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছিল আমার। সেখানে আমরা ফুটবল নিয়ে গিয়েছিলাম বেশ মজা করেছিলাম। তুমিও তো দেখছি সকল ছেলেদের সাথে বেশ মজা করে গোসল করেছো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুইমিং পুলে গোসল করার অনুভূতিমুলক পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।সবার সাথে এরকম একটি জায়গায় মজা করে গোসল করার আনন্দই আলাদা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit