আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩/ ১১/২০২৪) রোজ: বুধবার ।
💞শুভ রাত্রি💞
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করি। আসলে আমি গত পরশু দিন খুলনায় ছিলাম। গতকালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল অব্দি বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা ঘুম দিই। কেননা অনেকটা পথ জার্নি করেছি যে কারণে আমার খুবই ক্লান্তি লেগেছিল। এরপর বিকেলে একটু ফ্রেশ হয়ে ফাঁকায় হাটাহাটি করলাম। তারপর আসরের আযান দিতে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে একটু বাজারে গিয়েছিলাম বড় খাওয়ার জন্য। প্রতি সপ্তাহে দুইদিন আমাদের গ্রামে বাজার বসে থাকে। তো তারপরে সন্ধ্যা হতে মাগরিবের নামাজ আদায় করলাম । নামাজ শেষ করে নাস্তা খেলাম। নাস্তা খাওয়া শেষ করার পরে কিছুক্ষণ পরেই এশার আজান দিল। সারাদিন তুই অজু বানিয়ে মসজিদে নামাজ পড়তে গেলাম। তারপর নামাজ শেষ করে এসে খাবার খেলাম এবং তারপরে পোস্ট লিখতে বসলাম।
আসলে আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পড়ছি শেয়ার করতে যাচ্ছি তা ইতিমধ্যে আপনার আমার টাইটেল থেকে বুঝতে পেরেছেন। আসলে আমি বাসা থেকে প্রথমে কুষ্টিয়া গিয়েছিলাম। তারপরে সেখান থেকে খুলনার টিকিট ক্রয় করে খুলনায় গিয়েছিলাম। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা টিকিটের ছবি । আসলে কুষ্টিয়া থেকে খুলনায় এ রূপসা পরিবহনে আমার টিকিটের মূল্য নিয়েছিল 330 টাকা। এরপরে সেখানে বারোটা ৩৬ গাড়ি ছাড়লো। সন্ধ্যা হতে খুলনায় পৌছালাম।
এরপরে সেখানে একটা হোটেল ভাড়া করলাম। এরপর নিচে এসে আমি একটি ছবি ধারণ করি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় বিল্ডিং এর ছবি আমি আমার ফোনে ধারণ করেছি। আসলে আমরা এই হোটেলে আরো ভাড়া করেছিলাম। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল সুইট প্যারিস। এই হোটেলটা আমারা চব্বিশ ঘন্টার জন্য ভাড়া করেছিলাম আমাদের কাছ থেকে নিয়েছিল এক হাজার টাকা। যাইহোক হোটেলটা ছিল একটু মানসম্মত। তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে আমি আর আমার রুমমেট নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। কেননা অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি খুব বেশি ক্ষুধা লেগেছিল। তবে যখন নিচে বের হয়েছিলাম তখন মনে হয়েছিল না যে আমাদের খিদে আছে। কেননা রাতের খুলনা টা এর দৃশ্যটা ছিল ভুলবার নয়।। এমন কিন্তু দৃশ্যটা পুরোটাই চোখ জুড়ানো। তো তাই ফোন বের করে দ্রুত উপরের এই সেলফি ছবিটা আমি আমার ফোনে ধারণ করি। পাশে দেখতে পাচ্ছেন আমার রুমমেট দাঁড়িয়ে রয়েছে।
তুই এভাবে রুম থেকে বের হয়ে আমরা দুইজন যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম ঐ মুহূর্তে আমাদের নজরে পড়ে একটি দোকান। এরপর দেখলাম সেখানে সেকেন্ড রয়েছে সেই সাথে আরও অন্যান্য খাবারের আইটেম। আসলে এগুলো রাস্তার পাশেই তৈরি করে বিক্রি করে তারা। আসলে এগুলো দেখে লোভ আর সামলাতে পারলাম না। এরপর আমরা দুইজন ওখান থেকে কয়েকটা চিকেন ফ্রাই পেলাম। আসলে এগুলো খেতে খুবই দারুণ মজার লেগেছিল। তবে চিকেন ফ্রাই এর মূল্য নিয়েছিল প্রতিটা ৬০ টাকা করে। আসলে এগুলো খেয়ে খুবই ভালো লেগেছিল আমাদের। তবে এগুলো খেয়ে ক্ষুদা নিবারণ করা সম্ভব হয়েছিল না। এরপরে আমার একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে সেখানে ভাত খেলাম।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর মুহূর্ত পড়ে খুবই ভালো লাগলো৷ এখানে আপনি খুলনায় ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ তবে আপনার এই টাইটেলের মধ্যে কিছুটা ভুল রয়েছে৷ আশা করি সেটা ঠিক করে নিবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘরে বেড়ানোর অর্থ ঠিক বুঝলাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া ঘুরে বেড়ানো হবে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit