ভ্রমণ ।। কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ (পর্ব-০৮)।।

in hive-129948 •  7 months ago 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫/০৫/২০২৪) রোজ: শনিবার।

IMG20230312172801.jpg

💞 শুভ রাত্রি 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি ভ্রমণ ।। কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ (পর্ব-০৮)।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। আমি যখন একটু অবসর সময় পাই ঠিক সেই সময় ভ্রমণ করতে বেশ ভালোবাসি। আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার মধ্য দিয়ে জ্ঞানের প্রবণতা বৃদ্ধি পায়। আর ছাত্র জীবনে ভ্রমণ ও একটা শিক্ষা যেটা আমি মনে করি। ছাত্র জীবনের শিক্ষা সফর খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গা ভ্রমণ করার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু নতুন জিনিস দেখতে পায়। যা আমাদের মধ্যে আরো নতুন কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে সক্ষম হয়। আপনারা সকলেই জানেন মৌলিক অধিকার হচ্ছে ছয়টি। আর এর মধ্যে সর্বশেষ হচ্ছে চিত্তবিনোদন। আর মনকে ভালো রাখা এবং মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসার একটা মাধ্যম হচ্ছে চিত্ত বিনোদন। এটা ভ্রমণের মধ্য দিয়েও পাওয়া যায়। ভ্রমন করলে মন ভালো থাকে। আরে মনকে ভালো রাখার জন্য অবশ্যই ভ্রমন করা প্রয়োজন এছাড়াও আরো বিভিন্ন চিত্ত বিনোদন দিয়েও মনকে ভালো রাখা যায়।

IMG20230312173312.jpg

IMG20230312173309.jpg

IMG20230312162459.jpg

আমি আজকে আপনাদের মাঝে আবারও কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের আরো নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। কুয়াকাটা সমুদ্র সৈকত এই ভ্রমনে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে দুইটি দিন সহ একটি রাত পার করেছিলাম। এ ভ্রমণটা ছিল আমাদের কলেজ থেকে। আর আমার অনেক দিনের শখ ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ করার। তো আমরা যেহেতু সেখানে একটি রাতও ছিলাম কারণ রাতের দৃশ্যটি উপভোগ করার জন্য। রাতের দৃশ্যটা খুবই সুন্দর ভাবে উপভোগ করেছিলাম। আমরা যেহেতু কুয়াকাটা সমুদ্র সৈকতে দুই দিন এক রাত ছিলাম যে কারণে খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলাম। তারপরে দ্বিতীয় দিন সকালে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের আরো বিভিন্ন যে স্পর্ট গুলো আছে। সেখানে ভ্রমণ করার জন্য সকালে নাস্তা করে একদম গোসল শেষ করে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন স্পর্ট নিয়ে ঘোরাঘুরি করার জন্য সেখানে অনেক যানবাহন রয়েছে। তবে আমরা চারজন বন্ধু দুইটা বাইক ভাড়া করে নিলাম। আমরা বলেছিলাম যে আমরা ঝাউবোনসহ আরো অন্যান্য স্পোর্ট গুলো দেখবো। আর আমাদের প্রত্যেকের জনপ্রতি এই মোটর বাইকে ভ্রমন করতে তারা ৩০০ টাকা করে চেয়েছিল। এরপরে আমরা ২৫০ টাকায় মিটাই ছিলাম। এরপরে আমরা দুইজন করে চারজন বন্ধু দুইটি গাড়িতে বসি। তারপরে আমরা রওনা দি। এমন সময় আমি ফোনটা বের করে নিয়ে বেশ কয়েকদিন সেলফি ছবি তুলে নি। যে ছবিগুলো আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এমনকি আমি এতোই এক্সাইটেড ছিলাম যে চলন্ত গাড়িতেই সেলফি ছবি তুলে নিলাম। এমন সময় আমার বন্ধুরা বলে তুমি পড়ে যাবে তুমি এভাবে চলন্ত গাড়িতে দাড়িও না। কিন্তু আমি তো আর থেমে থাকতে পারছি না কারণ এই আনন্দ উল্লাসে একদম মেতে উঠেছিলাম। যাইহোক বেশ আনন্দ করতে করতে আমরা মোটরবাইক নিয়ে ঝাউ বনে রওনা দিলাম।

IMG20230312172758.jpg

IMG20230312172836.jpg

IMG20230312172801.jpg

এভাবে প্রায় ৪৫ মিনিট জার্নি করার পরে আমরা ঝাউ বনে পৌঁছে গেলাম। যেহেতু মোটরসাইকেলে আমরা জার্নি করেছিলাম তাই আমাদের খুব বেশি একটা সময় লাগেনি। তবে যখন সেখানে পৌঁছালাম সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর আমি খুবই খুশি হয়েছিলাম। এরপরে আমরা পৌঁছে যাওয়ার সাথে সাথে মটর বাইক রিডার তারা আমাদের খুব সুন্দর করে সেখানে নিয়ে পরিদর্শন করালো। আর আমি মোটরবাইক থেকে নেমেই সেলফি ছবি তুলে নিলাম । যে ছবিগুলো আপনারা উপরে দেখতে পাচ্ছেন। আসলে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করব আর সেখান থেকে ছবি তুলবো না তা তো হয়না।

IMG20230312173018.jpg

তবে কোথাও ভ্রমণ করার জন্য আর একটা জিনিস আমাদের কাছে না থাকলে যেন ভালো লাগে না। সেটা হচ্ছে ডিএসএলআর। আসলে ভ্রমণ করা মানেই সেখান থেকে বেশ কিছু স্মৃতি সংগ্রহ করা। সেই সাথে নিজেদের যদি ডিএসএলআর থাকে তাহলে ছবি উঠতে তো খুবই ভালো লাগে। কারণ ভ্রমণ করার জন্য ডিএসএলআর আমি মনে করি সাথে থাকা দরকার। আর এতটা পথ জার্নি করবো আর ডিএসএলআর নেব না তা তো হয় না। তাই আমার একটা ফ্রেন্ড ডিএসএলআর নিয়ে গিয়েছিল। আর সাথে আমরা চারটা বন্ধু একসাথে ঘুরাঘুরি করেছি বেশ দারুণভাবে হোক খুবই আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছি।

পরবর্তী পর্বটি দেখার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আসলে আপনাকে তো দেখছি যখন কুয়াকাটা ঘুরতে গিয়েছিলেন তখন আপনার বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দের সময় কাটিয়েছিলেন। আসলে বন্ধুরা মিলে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে সেই ঘোরার মজাটাই আলাদা। এছাড়াও এসব সমুদ্র সৈকতের কিছু কিছু ব্যবসায়ীরা তারা তাদের নির্ধারিত টাকার থেকে বেশি টাকা দাবি করে সব সময়। আর আপনার প্রথম দিকে আপনি স্টিম বন্ধুগণ না লিখে যদি স্টিমেটে আমার বাংলা ব্লগের বন্ধুগণ লিখতেন তাহলে কথাটি শুনতে খুব ভাল লাগতো।

অবশ্যই ভাইয়া লেখাটি ঠিক করে নেবো। আর ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মতামত দেয়ার জন্য।

আপনারা কলেজ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘোরাঘুরি করতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। দেখে মনে হচ্ছে সেখানে ঘোরাঘুরির মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলেন। আসলে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলে অন্যরকম একটি আনন্দ পাওয়া যায়। আর এটা ঠিক বলেছেন ঘোরাঘুরি করা মানে সেখান থেকে বেশ কিছু স্মৃতি সংগ্রহ করা এবং সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করা। যাইহোক ধন্যবাদ আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের ৮ নম্বর পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছেন।

আপনার কাছ থেকে এই ভ্রমণের অনেকগুলো পর্ব দেখে আসছি৷ আজকেও এর অষ্টম পর্ব দেখে খুবই ভালো লাগছে এবং এখানে আপনারা সকলে মিলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলেছেন। যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ ভাইয়া।