হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২১/০৫/২০২৪) রোজ: মঙ্গলবার।
💞 শুভ রাত্রি 💞
এইতো কয়েকদিন আগে দেখতেছি মাইক্রো গাড়িতে করে মাইকিন করছে। মাগরিবের পরপরই দেখতে পেলাম সার্কাস খেলার জন্য মাইকিন করছে। সার্কাস খেলার কথা শুনে বাসায় আর থাকতে পারলাম না। তাই এশার নামাজ শেষ করেই এই সার্কাস দেখার জন্য চলে গেলাম। গ্রামের সার্কাস খেলা হবে আর সেটা দেখবো না তা তো হয় না। তাই গিয়ে দেখতে পেলাম সেখানে মুহূর্তের মধ্যে অনেক মানুষের ভিড়। এই মেলাটি হয়েছিল আমাদের মহল্লায় একটা বড়ো খোলায়। যেয়ে অনেক মানুষের ভিড় দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এবং উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। যেহেতু সার্কাসটা হয়েছিল রাত্রে বেলায় তাই সেখানে দর্শক গুলো আরো বেশি দেখা যাচ্ছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এমনিতেও রাত্রে বেলায় এমন দৃশ্য কেউই মিস করে না।
এভাবে সেখানে পৌঁছে গিয়েই দেখতে পেলাম সার্কাস শুরু হয়ে গেল। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি সাথে তাদের কলা কৌশল দেখে মুগ্ধ হলাম। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন হলুদ টি শার্ট এবং নীল প্যান্ট পরিণত তিনি হচ্ছে এই সার্কাস খেলা দেখাচ্ছিলেন। এমন সময় আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। এছাড়াও উপরের ছবিটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ছোট বাচ্চা তার দুটি পা এবং পা একসাথে ধরেছে। আসলেই ওই ছোট বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল একটি স্পিরিং। কারণ সে যে কোলা কৌশল করেছিল তা সত্যি বেশ ভালো লেগেছে। এছাড়াও সে এক সময় একদম ফুটবলের ন্যায় গোল হয়ে গেল বিষয়টা দেখতে বেশ ভালো লেগেছিল। সত্যি এভাবেই মহল্লায় সার্কাস দেখতে পেয়ে খুবই ভালো লেগেছিল। আর এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল ওই ছোট বাচ্চাটি যখন একদম ফুটবলের নাই গোল হয়ে গিয়েছিল । আমি সত্যি অবাক হচ্ছিলাম যে মানুষ কিভাবে এমন ভাবে গোল হয়ে যেতে পারে। তবে আমরা টিভিতে এমন সার্কাস অনেক সময় দেখে থাকে যে একটা মানুষ একদম গোল হয়ে যায় । আমার মনে হয় যে এদের কি কোন হার নেই বা মেরুদন্ড নেই যে এভাবে তারা গোল হয়ে যায় বিষয়টা বেশ আশ্চর্য জনক। যখন এই ছেলেটি এভাবে সার্কেস দেখাচ্ছিলো তখন জনগণ আরো বেশি খুশি হয়েছিল। আপনারা উপরের দুটি ছবির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দর্শকগুলো কত মনোযোগ সহকারে এই সার্কেলগুলো দেখছে। এভাবে আমিও বেশ মনোযোগ সহকারে এই সার্কাস দেখে ছিলাম । এমন সার্কাসগুলো বিভিন্ন সময় টিভিতে দেখা যায় এগুলো যখন সরাসরি দেখতে পেলাম তখন তো খুবই ভালো লাগলো।
শুধু তাই নয় এ সার্কাসের একটি মেয়ে ও ছিল। তবে এদের মধ্যে মেয়েটি যে সার্কাস দেখাচ্ছিলো সেটি দারুন ছিল। কারণ এই মেয়েটি একটি স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে একটি দুটি এভাবে ছয়টি টায়ার ঘুরারছিল একসাথে। উপরের ছবিটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সবুজ কালারের জামা গায়ে দিয়ে স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে একটি মেয়ে। এবং অপর পাশে ডান সাইডে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি টায়ার যদি এটি ক্যামেরায় ভালোভাবে নেওয়া হয়নি। কারণ অনেক দর্শক ছিল তার মধ্য থেকে এভাবে যে বেশ কয়েকটি ছবি উঠাতে পেরেছি এটাই অনেক। কারণ গ্রামে যদি কোন কিছু হয়ে থাকে আনকমন সেটা দেখার জন্য সবাই ছুটে দৌড়ে যায়। কারণ সার্কাসগুলো সাধারণত মেলায় এবং অনুষ্ঠানে হয়ে থাকে । এগুলো গ্রামের মানুষগুলো দেখার তেমন একটা সুযোগ পেয়ে থাকেন যদিও পায় তার জন্য অনেক দূরে কে করতাম দেখতে হয়। আর বাড়ির পাশেই সার্কাস হচ্ছে এটা তো খুবই আনন্দের একটা বিষয়। যে বাসা থেকে বের হলেই এমন সার্কাস দেখব তাও আবার ফ্রিতে। আপনারা হয়তো জানেন সার্কাস দেখতে গেলে সেখানে টিকিট ক্রয় করতে হয় কিন্তু একই রকম সার্কাস যদি নিজ গ্রামে হয় তাহলে তো খুবই ভালো। আর তাতে অনেক সমাগম লোকজন দেখা যায়। এমনিতেও রাতের পরে সবাই একটু ফ্রি থাকে আর এমন সার্কাস উপভোগ করার জন্য সবাই দৌড়ে যায়। ঠিক যেমনটি আমিও গিয়েছিলাম। এভাবে প্রায় দুই ঘন্টা ধরে সার্কাস হয়েছিল এবং খুব ভালো ভাবেই উপভোগ করেছিলাম। সর্বশেষে এই মেয়েটি যখন একসাথে অনেকগুলো টায়ার ঘুরার ছিল এবং এর খ্রিস্টানদের উপরে এক পায়ে দাঁড়িয়ে বেশ চমৎকার লাগছিল দৃশ্যটা। ওই সময় এতটাই মনোযোগী হয়েছিলাম যে ফোনে ছবি উঠানো আর খেয়াল নেই। এভাবেই বেশ সুন্দর একটি মুহূর্ত নিজ চোখে দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। সার্কাস দেখার কিছু মুহূর্ত পড়ে খুবই ভালো লাগলো। ছোটবেলায় সার্কাস অনেক দেখেছি। সার্কাসের মেয়েটি চমৎকারভাবে একটি স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে একটি দুটি ও ছয়টি টায়ার ঘোড়াছিল।এই ধরনের সার্কাস দেখতে টিকিট ক্রয় করতে হয়না। কিন্তু একই রকম সার্কাস যদি নিজ গ্রামে হয় । তাহলে তো খুবই ভালো। সুন্দর করে গুছিয়ে মনের মত করে উপস্থাপনা করেছে আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সার্কাস দেখা হয়নি অনেক দিন হলো। আগে তো বিভিন্ন ধরণের মেলায় ঘুরতে গেলে সার্কাস দেখা যেতো। এবং টিভিতে অনেক সার্কাস দেখেছি। আজকে আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পরে আজকে আমার পোস্টের মাধ্যমে সার্কাস খেলা দেখতে পেয়ে আপনার আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে গ্রামের বাজারে এই সার্কস গুলো দেখা যেতো। তবে কালের বিবর্তনে সে গুলো এখন হারিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে দেখা যায়। আমি মনে হয় দুই একবার দেখেছিলাম। যায়হোক এখানে সার্কাসের মেয়ের খেলাটি কঠিন ছিল। সে সবাইকে ভালোই চমক দেখিয়েছে। দারুন বিনোদন পেয়েছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা সময় ছিল যখন সকলে সার্কাস দেখার জন্য যেত। তখন মোবাইল টেলিভিশন তেমন একটা ছিল না৷ তাই সকলেই সার্কাস দেখার মাধ্যমে তাদের বিনোদন সম্পুর্ন করে নিত৷ তবে এখন আর তেমন একটা সার্কাস দেখার দেখা যায় না৷ তবে আপনার কাছ থেকে এরকম একটা মুহূর্ত দেখে খুব ভালো লাগছে৷ ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit