হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬/০৫/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞 শুভ সকাল 💞
কলেজে নবীনবরণ অনুষ্ঠান মানে একটি আনন্দ মুহূর্ত এবং অন্যদিকে দুঃখের একটি সময়। তবে এই নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ব্যাচ বিদায় নেয় এবং অন্য ব্যাচের আগমন ঘটে। আরে ২০২৩ সালে আমরা জগতের নতুন কলেজে উঠেছিলাম তাই আমরা সেখানে আগমন ছিলাম। তাই আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ প্রকাশ পেয়েছিল। এমনিতেও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে প্রতিবছরই খুব বড় করে নবীন বরণ অনুষ্ঠান হয়। আর ২০২৩ সালে যেহেতু আমি সেখানে ভর্তি হয়েছিলাম তাই নিজের অনুষ্ঠানে যদি নিজেই উপস্থিত না হয় তাহলে আবার কেমন হয়। তাই সকালের দিকে রেডি হয়েই তিন বন্ধু একসাথে মিলে পাখি ভ্যানে করে রওনা দিই মাই কলেজে। এমন সময় গাড়ি চলতি অবস্থায় উপরের এই ছবিটি আমার একটি ফ্রেন্ড ধারণ করে যেটা আপনারা উপরের এ্যালবামে দেখতে পাচ্ছেন।
আমরা একটু আগে আগে গিয়েছিলাম কারণ অনুষ্ঠান হচ্ছে আমাদের জন্য তৈরি হচ্ছে তাই সেখানে কি ম্যানেজমেন্ট সেগুলো আগে এগিয়ে একটু দেখেছিলাম। আমাদেরকে বরণ করে নিয়েছিল সেই মুহূর্তটা ছিল খুবই আনন্দের।। ফুল দিয়ে যখন সবাইকে শুভেচ্ছা জানালো বেশি ভালো লেগেছিল। যদি ওই সময়ে ক্যামেরা বন্দী করা হয়নি। এই নবীন বরণ অনুষ্ঠানের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে থাকে এখানে বেশ আনন্দ উপভোগ করা যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হয়ে গেল উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠানের তৈরি মঞ্চ। অনুষ্ঠানটি হয়েছিল মার্চ মাসের ২ তারিখে। অনুষ্ঠান শুরু হতেই দর্শকের সমাগম বেধে গেল। আর প্রথমেই কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো। এরপর দেখ ক্রমে যখন সংস্কৃতি অনুষ্ঠান শুরু হলো ঠিক ওই সময় প্রথম বিদয়ী দুই আপু নিত্য দিয়ে শুরু করলেন। এমন সময় আমি উপরের ফটোগ্রাফিটি আমার ফোনে ধারণ করি।
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমরা সবাই বন্ধু একসাথে একই লাইনে চেয়ার নিয়ে বসে ছিলাম। কারণ এখানে অনেকগুলো অর্থাৎ পুরোটা মঞ্চ চেয়ার দিয়ে পরিপূর্ণ ছিল। চেয়ারে বসে অনুষ্ঠান করেছিলাম এমন সময় আমার একটি ফ্রেন্ড আমাদেরকে ক্যামেরাবন্দি করে নেয়। যেটা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।
এভাবে অনুষ্ঠান বেশ ভালো লেগেছিল এবং বেশ রোমাঞ্চকর একটা সময় পার করেছিলাম। নিত্য শেষ হওয়ার পরেই গান শুরু হলো। এখানে অনেক জায়গা থেকে শিল্পী নিয়ে আসা হয়েছিল। আসলে যখন মঞ্চে গান হয় সেই গানগুলো সত্যিই একটু অন্যরকম টাইপের হয়। অন্যরকম বলতে গানগুলো ইনজয় করার গান হয়ে থাকে। প্রথমে যে গানটি হয়েছিল সেটি হচ্ছে দুষ্ট পোলাপান। এই গানের মধ্যে যেন অন্যরকম একটা ফিলিংস আছে। আর আমি এবার নিজের কথা বলি। আমি হাই স্কুল লাইফ থেকে বললে ভুল হবে আমি ছোট থেকেই আনন্দ উল্লাসে মেতে উঠতে বেশ পছন্দ করি। আর যদি কোন মঞ্চের সামনে গিয়ে বসে থাকি তাহলে আমার ভালো লাগেনা। এমনকি আমি ডান্স করতে ভালোবাসি। আমি হাই স্কুল লাইফে অনেকবার ডান্সের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং প্রথম স্থান অধিকার করেছি। আর কলেজে যেহেতু অনুষ্ঠান হচ্ছে সেখানেও আমি ডান্সের জন্য নাম দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমার একটু মাথা ব্যথা করছিল তাই অনুষ্ঠানে ডান্স দেওয়া হয়নি। এরপরে মেডিসিন খেয়ে একটু স্বস্তি পেয়েই আবার মঞ্চে গিয়ে বসে পড়লাম। এমন সময় যে গান বেঁজেছিল ওই গানে আমি আর থাকতে পারলাম না। এ রোমাঞ্চকর গান শুনে কেউ কি বসে থাকতে পারে? কেউ পারলেও আমি পারিনা। তাই বন্ধুদের সাথে আমরা মঞ্চের মধ্যেই এক সাইডে দারুণভাবে ইনজয় করলাম। ডান্সের ভিডিওটি থাকলে হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হতো। কিন্তু বন্ধুরা সবাই এতোই মেতে উঠে ছিলাম যে আমাদের ভিডিও করার কথা মনে ছিল না। তবে আমার বিষয়ে যেটি হয় যে কোনো পরিবেশে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কলেজে নবীন বরণ অনুষ্ঠান আর সেই নবীন হচ্ছে আমরা তাই উক্ত অনুষ্ঠানে এতো ইনজয় করেছিলাম যে তা কখনো ভুলবার নয়। আবারো যদি ফিরে পাই সেই কলেজ জীবনের প্রথম মুহূর্ত তাহলে আরো বেশি ইনজয় করবো কিন্তু তা তো আর সম্ভব নয় । কারণ সময় কখনো অপেক্ষা করে না। তবে যাই হোক কলেজের এই নবীন বরণ অনুষ্ঠানে সকল বন্ধু একসাথে মজা মাস্তি সাথে রোমাঞ্চকর সময় পার করতে পেরে বেশ ভালো লেগেছিল।
টেবিল.১ | টেবিল.২ |
---|---|
পোস্ট তৈরি | @biplob89 |
ডিভাইস | OPPO A15 |
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলেজে নবীনবরণ অনুষ্ঠানে উপভোগ করা কিছু মুহূর্ত বন্ধুদের সাথে কাটিয়েছেন ভাই।অনেকেরই চেনা আমার কারণ আমরা সবাই একই স্কুলে লেখাপড়া করেছি। এই ধরনের অনুষ্ঠানগুলোতে অনেক আনন্দ হইহুল্লোড় করা যায় বন্ধুদের সাথে এই মধুর স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল কলেজ লাইফের কথা অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাথা ব্যাথা করার কারণে আপনি আর নাচতে পারলেন না জেনে খারাপ লাগলো। কি আর করার ভাইয়া। অসুস্থতা কখন চলে আসবে বলা মুশকিল। যাইহোক আপনার নবীন বরণে কাটানো মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit