আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭/১১/২০২৪) রোজ: রবিবার ।
💞শুভ রাত্রি💞
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। আজকে খুব সকালে ঘুম থেকে ঠিক পাওয়া পেয়েছি কিন্তু উঠা হয়নি। কেননা আজকে মনে হয়েছিল সে তো অনেক বেশি পড়ছে। এইতো কয়েকটা দিন মনে হচ্ছে যেন সে চলে এসেছে। কেননা শীতের বাপ কেবলমাত্র শুরু হয়েছে। তো আজকে সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্য দিয়ে পার করলাম। এই ব্যস্ত সময় পার করি কিছু সময় একটু বের করলাম। তারপরেই পোস্ট লিখতে বসলাম।
আসলে আমি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কেননা আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করতে চলেছি সেটা দেখা মাত্রই আপনাদের জিভে জল চলে আসার কথা। আসলে আজকে আমি বেশ কয়েকটি সুস্বাদু মজাদার আচারের ফটোগ্রাফি শেয়ার করছি। তার মধ্যে আপনারা উপরে যে আষাঢ়ের ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই লোভনীয় একটি আচার। আসলে এই আচার গুলো দেখা মাত্রই আমার জিভে জল চলে আসে। তাছাড়া এই আষাঢ়ের নাম হচ্ছে পাঁচমিশালী আচার । এই এই আচার ১০০ গ্রামের দাম ৫০ টাকা।
এবার আপনারা উপরে যে আষাঢ়ের ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও লোভনীয় একটি আচার। এই আচারগুলো খেতে খুবই স্বাদ। তাছাড়া এই আচারটি আমার খেতে খুবই ভালো লাগে। এই আচারের নাম হচ্ছে চালতার আচার। এই আচারটি দেখে ছবি না তুলে থাকতে পারলাম না। তাছাড়া এই আশার আমি অনেকবার খেয়েছি এই আচারগুলো সত্যি খুবই সুস্বাদু।
এবার আপনারা উপরে যে আচারের ছবিটি দেখতে পাচ্ছেন এটা খুবই মুখরোচক একটি আচার। তাছাড়া এই আচারের নাম বলা মাত্রই জীভে জল চলে আসে। আসলে ইতিমধ্যে আপনারা কিন্তু কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন যে এই আচার এর নাম কি? আসলে এই আচানের নাম হচ্ছে তেতুলের আচার। যেটাকে অনেকেই তেঁতুল চাটনি বলে থাকে।
সর্বশেষে আপনারা উপরে যে আচারের ছবিটি দেখতে পাচ্ছেন এই আচারটি আপনাদের সকলের চেনা একটি আচার । তাছাড়া এই আচার গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে এই আচারগুলো বেশিরভাগই যাদের বাড়িতে কুলগাছ রয়েছে তারা বানিয়ে থাকেন ।অর্থাৎ এই আচারের নাম হচ্ছে বড়ই আচার ।প্রতিবছরই আমাদের নিজ বাড়িতে এই আচার তৈরী করা হয়। আসলে আমাদের নিজেদের কুল গাছ রয়েছে যে কারণে আমরা খুব সহজেই এটা নিজ বাসায় তৈরি করে খেতে পারি এবং খেতে খুবই ভালো লাগে। আমি মাহফিলে গিয়ে এই আচারগুলো দেখতে পেয়ে ছবি না তুলে থাকতে পারি নাই। তাছাড়া এই আচারগুলো খেতে খুবই দারুণ লেগেছে।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
উপরের প্রতিটি ছবিই আমার ফোন থেকে তোলা হয়েছে।
মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-
নাম ➡️ OPPO A15
মডেল ➡️ CPH2185
RAM ➡️ 3.00 GB
ROM ➡️ 32.0 GB
ক্যামেরা Front ➡️ 5MP
ক্যামেরা Rear ➡️ 13MP+2MP+2MP
অ্যান্ড্রয়েড ভার্সন ➡️ 10
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
লোকেশন | স্থান |
আচার আমার খুব পছন্দের ভাই। মজাদার আচারের ফটোগ্রাফি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বেশ লোভনীয় মনে হচ্ছে আচার গুলো । মজাদার আচার গুলো দেখলে লোভ সামলাতে পারি না ভাই। মজাদার আচারের কয়েকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজাদার আচারের ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন এত রাতে দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। আমরা সবাই কমবেশি আচার খেতে পছন্দ করি। তবে এত মজাদার খাবার গুলো দেখলে লোভ সামলাতে পারি না। মজাদার আচারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি আচারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি আচারের দেখে লোভ লেগে গেল। আসলে আচারের রেসিপি দেখলেই জিহবায় জল চলে আসে। আপনার শেয়ার করা প্রতিটি আচারের ফটোগ্রাফি অনেক বেশি মজাদার এবং লোভনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে শীত একদম চলে এসেছে ভাইয়া। গ্রামের দিকে শীতের আবহাওয়া আরও বেশি লক্ষ্য করা যায়। লোভনীয় সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আচার গুলো খুবই আকর্ষণীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারাদিন ব্যস্ততার মধ্যে সময় পার করেছেন আর ব্যস্ততার পরও একটি চমৎকার পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। লোভনীয় সব আচারগুলো দেখেও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধীরে ধীরে সারাদেশের সব জায়গায় শীত পড়তে শুরু করেছে। আমাদের এখানেও হালকা ঠান্ডা পড়েছে আজকে। যাইহোক বিভিন্ন ধরনের আচারের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।
বেশ কয়েক জায়গায় আচার না লিখে আষাঢ় লিখেছেন, আশা করি ঠিক করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই আচার গুলি খাওয়াতো দূরের কথা, ছবি দেখেই জিভে জল চলে এলো। এত সুন্দর সব আঁচার খেতে যে কত সুন্দর হবে তাই ভাবছিলাম। সবকটি আচারই পারলে একবার করে টেস্ট করে দেখতাম। দারুন সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অনেক মজার মজার কিছু আচারের ফটোগ্রাফি শেয়ার করছেন ভাইয়া।আচারের ফটোগ্রাফি দেখলেই কিন্তু জিভে জল চলে আসে।আপনার তোলা সব গুলা আচারের ফটোগ্রাফি দারুন হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই পরের পোস্ট থেকে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করে এবং কমেন্ট সেকশনে টাস্ক কমপ্লিটের লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করবেন। নতুবা নমিনেশন করা হবে না। ধন্যবাদ।
বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি মজার আচারের কিছু ফটোগ্রাফি করেছেন। লবণীয় আচারের ফটোগ্রাফি দেখে খেতে মন চাইতেছে। তবে আচার কম বেশি সব বাড়িতে তৈরি করে। লোভনীয় কিছু আচারের ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit