আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫/১১/২০২৪) রোজ: মঙ্গলবার।
💞শুভ রাত্রি💞
প্রতিদিনের নাই আজকে সকালে ঘুম থেকে উঠি। তবে আজকে খুব সকালে ঘুম থেকে উঠে কেন আজকে সকালে ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ করেছিল। আজকে ঠিক পাঁচটার সময় ঘুম থেকে উঠি। প্রতিনিয়ত আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে শরীরচর্চা করি। কিন্তু আজকে তার হলো না। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি গলার ভেতরে তেমন একটা ভালো লাগছে না কাশি হচ্ছে। এভাবে গলায় একটু তেল মালিশ করলাম তারপরে খুব দ্রুতই আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা শেষ করে একটু ফাঁকাই বের হলাম তারপর দুপুরের সময় জরুরী কাজে গাংনীতে গেলাম। এরপর গাংনী থেকে এসে দুপুরের খাবার শেষ করি। এভাবে আজকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আজকের দিনটি কেটে গেল।
আসলে আপনারা জানেন ঢাকা শহর মানেই যানজট যেন লেগে রয়েছে। আমার কাছে খুবই খারাপ লাগে যখন কোথাও বের হতে হলে এই যানজটের জন্য মধ্য দিয়ে সময় পার করতে হয়। আপনার উপরে ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ছবিটি হচ্ছে রাত্রে বেলায় আমার ফোনে ধারণ করা হয়েছে। এত কিছুদিন আগেই আমি ঢাকায় ছিলাম। তাছাড়া প্রতিদিন আমি মিরপুর ১১ থেকে ইসিবি চত্ত্বরে কোচিং করতে যেতাম। সেখান থেকে বাসায় আসতে আমার ঠিক রাত আটটা বাজত। তাছাড়া ঢাকা শহরে আমার একটা বিষয় খুবই খারাপ লাগে সেটা হচ্ছে যানবাহন। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক লাইন ভালো না থাকাই রাস্তায় যেন প্রতিনিয়ত জ্যাম লেগে রয়েছে। প্রতিদিন বাসা থেকে যখন বের হয়ে ঠিক ওই মুহূর্তে তেমন একটা জামে পড়তে হয় না আমার। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখান থেকে খুবই সুন্দর একটা ছবি ধারণ করেছি। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে ইসিবি চত্ত্বর। আপনারা যদি উপরের ছবির ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো গাড়ি একভাবে লাইনে রয়েছে। এগুলো সব জেনে আটকা পড়েছে। সত্যি জ্যাম লাগলে আমার কাছে কোন কিছু ভাল লাগেনা। তবে আমি যেহেতু রাস্তার বামপাশ থেকে উঠবো তাই আমি আন্ডারগ্রাউন্ডে উঠে ওপার পারে যাই। তারপর সেখান থেকে আমি বাসে উঠি। বাসে উঠে ইসিবি চত্বর থেকে মিরপুর ১১ যেতে ২০ মিনিট সময় লাগে। কিন্তু কোন কোন দিন তা আর হয় না। কেননা কোন কোনদিন আমার বাসায় যেতে ২০ মিনিটের জায়গায় ৪০ মিনিট লেগে যায়। সত্যি তখন আমার কাছে খুবই খারাপ লাগে। তাছাড়া ঢাকা শহরে প্রতিনিয়তই জ্যাম যেন সারে না।
আপনার উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসিবি চত্ত্বর থেকে তোলা হয়েছে। ওখান থেকে যখন আমি বাসায় ব্যাক করি ঠিক ওই মুহূর্তে উপরের ছবিটি আমি আমার ফোনে ধারণ করি। আসলে এই ছবিটা আমি তুলেছি যে মুহূর্তে আমি সেই মুহূর্তে চলন্ত সিড়িতে উঠেছিলাম। তাছাড়া আপনারা যদি আমার ছবির পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো গাড়ি। গাড়ির যেন কোন শেষ নেই।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
বিশেষ করে রাতের বেলা ঢাকা শহরের মধ্যে যানজট একটু বেশি বেড়ে যায়। এছাড়াও প্রায় সব সময় রাস্তা ঘাটের মধ্যে যানযট লেগেই থাকে।আর যত বেশি দিন যাচ্ছে ততই বেশি যানযটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিটি জেলা থেকেই প্রতিনিয়ত ঢাকা শহরের মধ্যে মানুষ প্রবেশ করে।এর জন্য মূলত জ্যাম একটু বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ট্রাফিক কন্ট্রোলার ভালো করে সব কিছু না কন্ট্রোল করলে জ্যাম তো হবেই৷ তাছাড়া মানুষ ও গাড়িঘোড়ার চাইতে যদি রাস্তা ছোট হয় তবে তো আরই সমম্যা।
দরকারের দিনে যদি এই ভাবে যানজটে আটকে যাই তবে তো বিরক্তির শেষ নেই৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্তময় ঢাকা শহরে চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ঘুম বেশি ভালো লাগলো অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন দেখে। ঢাকা শহরে ঠিক এমনই ট্রাফিক জ্যাম আর গাড়ির ঘোরাঘুরি। যার জন্য চলাচল কঠিন হয়ে যায় তাই সৃষ্টি হয়েছে ফ্লাইওভারগুলো। অনেক ভালো লাগলো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরতে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা শহরের জ্যাম নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে এখন যানজট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ইসিবি চত্ত্বর থেকে মিরপুর ১১ তো খুব কাছাকাছি। এতো সময় লাগলে বুঝাই যাচ্ছে খুবই বাজে অবস্থা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ঢাকার জ্যাম তো বিশ্ব বিখ্যাত। আমি যখন ঢাকাতে ছিলাম তখনো অনেক জ্যামের মধ্যে পড়েছিলাম। শ্যামলীর কাছে আমার সিএনজি প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল। আসলে ঢাকা শহরে সিগন্যাল ব্যবস্থা ভালো নয়। তাই এই সমস্যায় সব মানুষ জর্জরিত হয় প্রতিদিন। আপনার পোস্টটি ভালো লাগলো। শুধু ঢাকার জ্যাম নিয়ে নতুন করে আর কি বলব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit