কালনা ফেরিঘাটের কিছু ফটোগ্রাফি। ১০ %বেনিফিসারি@shy-fox.

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/আদাব

20220713_164108.jpg

প্রিয় কমিউনিটির সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। আসলে আজকে আমি আপনাদের সামনে কিছু রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করব ।।ফটোগ্রাফি গুলো আসলে করার জন্য আমি তেমন কোন প্রস্তুতি নেই নি। আমি যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে এসেছি তাই আমার বাড়ি কাশিয়ানী থেকে লোহাগাড়া উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল মামার জন্য মেয়ে দেখা ।আসলে এর আগে ও কয়েকবার মেয়ে দেখতে গিয়েছি ।কিন্তু তখনও দেখেছি যে সকলেই মেয়ে দেখতে গেলে ছেলেদের অনেক ভুল ধরে থাকে। আসলে আমার মামা হল একজন প্রবাসী তিনি দীর্ঘদিন পরে বাড়িতে এসেছে ।যেহেতু আমার নানা নানি সকলে মারা গেছে। সে ক্ষেত্রে তার মেয়ে দেখার ভার আমার বাবার উপরই পড়েছে। কারণ আমার বাবা হল বড় দুলাভাই। সেই হিসাবে তাকে নিয়ে দেখার জন্য নড়াইল গিয়েছিল। কিন্তু মেয়ে দেখতে গিয়ে অদ্ভুত রকমের একটি পরিস্থিতির শিকার হলাম আমরা। কারণ যেহেতু প্রবাসী ছেলে সেই হিসেবে তারা প্রবাসী ছেলের সাথে মেয়ে দিতে এক প্রকারে নারাজ। কিন্তু তারপরেও তারা ছেলেকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছে। যাই হোক দুই এক কথা ছেড়ে দিয়ে আমরা মেয়ের বাড়ি থেকে চলে আসলাম। আসার পথে আমার এক আত্মীয়র বাড়ি ছিল সেখানে অবস্থান করল তারা ।আর আমি চলে আসলাম এ সময় কালনাঘাটে ফেরিতে উঠে আমি তার পাশে একটি নির্মাণ নির্মাণাধীন সেতু দেখলাম ।তখন আমি তার কিছু ফটোগ্রাফি তুললাম সেই সাথে নদীর আরো কিছু দৃশ্যের ফটো আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে দেখতে বেশ ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখা যাক।

20220713_164108.jpg

20220713_163839.jpg

20220713_164546.jpg

20220713_164528.jpg

20220713_164535.jpg

20220713_164503.jpg

20220713_164515.jpg

20220713_164444.jpg

20220713_164336.jpg

Location: কালনাঘাট ,কাশিয়ানী, গোপালগঞ্জ।
Device: Samsung A-12.
Photographer:@biplopali.

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কালনা ফেরিঘাটের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি অসাধারণ লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি আমার কাছে খুবই খুবই অসাধারণ লাগলো। অনেক সুন্দর করে সাজে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

এরকম জায়গাগুলোতে ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ঘুরাঘুরি করতে ইচ্ছে করছে। এত সুন্দর ফটোগ্রাফি এবং এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ফেরিঘাটের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ফেরিঘাটের এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

মামার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে কালনা ফেরিঘাটের চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার প্রত্যেকটি ছবিতে আকাশের দৃশ্যগুলো খুবই সুন্দর হয়েছে এগুলোর কারণেই আপনার ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগছে।

ধন্যবাদ আপনাকে।