রং পেন্সিল এর মাধ্যমে সুন্দর একটি চিত্র অংকন।১০% বেনিফিসারি@shy-fox.

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম /আদাব

20220414_114559.jpg

প্রিয় কমিউনিটির সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন।। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। আসলে ঈদ এসেছে তাই একটু সময় ব্যস্ততার মধ্যে কাটছে । এই ব্যস্ততার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে শহর থেকে গ্রামের বাড়িতে ফেরা ।এছাড়াও রয়েছে শপিং করার কিছু ঝামেলা। সব মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়েই দিনগুলো পার করছি।ব্যস্ততার কারণে আজকে খুব সংক্ষেপে আপনাদের জন্য একটি চিত্র অংকন করেছি। আসলে চিত্রটিকে একটি ফুলের সাথে মিল রেখে অঙ্কন করার চেষ্টা করেছি। এবং ফুলের নিচের দিকে কিছু তারা অঙ্কন করেছি এবং কিছু ফোটা ফোটা ব্যবহার করেছি ।যার ফলে ফুলটি দেখতে একটু আকর্ষণীয় হয় ।আসলে সুন্দর ভাবে আপনাদের কাছে চিত্রটি উপস্থাপন করার জন্যই এই তারা গুলো ব্যবহার করেছি ।আশা করি চিত্রটি দেখে আপনার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চিত্রটির অংকনের প্রক্রিয়া গুলো ধাপে ধাপে দেখা যাক।

ধাপ-১

20220414_110109.jpg

ধাপ-২

20220414_110606.jpg

ধাপ-৩

20220414_110650.jpg

ধাপ-৪

20220414_111023.jpg

ধাপ-৫

20220414_111450.jpg

ধাপ-৬

20220414_111930.jpg

ধাপ-৭

20220414_112302.jpg

ধাপ-৮

20220414_114559.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রং পেন্সিলের সাহায্যে সুন্দর একটি ওয়ালমেটের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলেই আপনার দক্ষতার প্রশংসা করা উচিত।

ধন্যবাদ আপনাকে।

রং পেন্সিল এর মাধ্যমে সুন্দর একটি চিত্র অংকন খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল, শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

রং পেন্সিলের মাধ্যমে অসাধারণ একটি চিত্রাংকন করেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চিত্রাংকনটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

রং পেন্সিল ব্যবহার করে খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে এ ধরনের দৃশ্য ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে।

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। রং করার পর আরেকটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য শুভকাম।

ধন্যবাদ আপনাকে।