হায় বন্ধুরা
আপনারা সাবাই কেমন আছেন আশা করি ভালো আছেন
আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে বন্ধু নিয়ে কথা বলবো এবং একটি বন্ধু নিয়ে বাস্ত গল্প শেয়ার করবো
আমাদের সকলের বন্ধু আছে খারাপ ভালো সকলের বন্ধু থাকি
কিন্তু গরিব আর ধনীদের বন্ধুত্ব হয় খুবি কম,,বন্ধুত্ব হয় কিন্তু বেশিদিন টিকে থাকে না, তার কারন যেমন তেলে জলে মেশে না তেমনি ধনী গরিব বন্ধুত্ব হয় না,,
একটা বন্ধু গরিব মনে করি সে১,,আর একটা বন্ধু ধনী মনে করি2,,
)গরিব ঘরের সন্তান, তার বন্ধু ধনী তারা ক্লাস ৮বা ৯ এ পড়ে,গরিব ছেলেটা খারাপ ধনী ছেলেটা রিলেশন করে,,২নাম্বার ছেলেটাকে ১সেই ভালো বাসে তার জিবনের চাইতে বেশি ভালো বাসে কারন ১এর কোনো ভাই নেই,, ১ও২একসাথে মিলেমিশে ঘোড়া ঘুড়ি করতো,,দুজনে আলাদা আলাদা স্কুলে পড়ে,,২এর আরো কিছু বন্ধু আসলো তারাও ধনী ২তাদের সাথে ঘুড়ে বেড়ায়,,১ কে দেখলে কথা বলে না,,কিন্তু ১কে দিয়ে ২অনেক কাজ করায় নিছে,,
তাই এমন বন্ধু থাকার চেয়ে না থাকায় ভালো
যে বন্ধুর দাম দিতে পারে না তার দরকার নে তাকে এরিয়ে চলুন,, আপনি একায় চলুন,,দরকার হলে ভালো একটা বন্ধু বানান যে আপনার চেহারা দেখে নয় আপনার মন দেখে বন্ধু হয়ে বিপদে আপদে পাশে থাকবে,,
আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমি যদি কোনো ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আর আমরা গরিব ও আসহায় ফাউন্ডেশন দিয়েছি,,কিছু লোকজন মিলে আমরা গরিব হয়ে,, আপনার আমাদের সাহায্য করবেন যাতে করে আমরা অনেক গরিব পরিবারকে সাহায্য সহযোগীতা করতে পারি,
সকলে ভালো থাকবেন এই দোয়া করি
খোদা হাফেজ
Right Bhai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit