হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে সিকিমের টেমি চা বাগান ঘুরার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেবো।গ্যাংটক থেকে টেমী চা বাগানে যেতে মোটামুটি আমাদের আড়াই ঘণ্টা সময় লেগেছিল।আর পাহাড়ি পথ গুলো খুবই দুর্গম।তাই দূরত্ব কম হলেও সময় একটা বেশি লাগে।তাই দুর্গম পথ ধরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম।
Temi tea State এর চায়ের কোয়ালিটি খুবই ভালো পৌঁছে প্রথমে বাগানের কয়েকটি ফটো তুলে নিলাম।এরপর কিছু পোর্ট্রেট নিলাম সবার।এরপর বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম।কিছুটা সময় বাগানে কাটানোর পর নিচের দিকে নেমে এলাম।সামনেই এই temi tea State এর চায়ের স্টল আছে।সেখানে raw tea এবং drinkable tea ও ছিলো।আমরা সেগুলো try করলাম।সেগুলো খেতে দারুন লাগলো।তাই বেশ কয়েক প্যাকেট কিনে নিলাম সবার জন্য।এরপর বসে চারিদিকের ভীষণ সুন্দর দৃশ্য দেখতে লাগলাম।দেখতে দেখতে আমাদের মনটা জুড়িয়ে যায়।
সত্যি কথা বলতে প্রকৃতির কাছে এলে আমাদের মন আর মনের অভিজ্ঞতা দুটোই বেড়ে যায়।তাই সময় পেলেই আমাদের একটু ঘুরে আসা উচিত কোথাও না কোথাও।কারণ একটা সময় পর আমাদের অফুরন্ত সময় থাকবে টাকা থাকবে কিন্তু শারীরিক কারণে আমরা ঘুরতে পারব না।
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
ওয়াও! টেমি টি গার্ডেনের সৌন্দর্য দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। তাছাড়া ফটোগ্রাফি গুলো খুবই সুন্দরভাবে ক্যাপচার করেছেন। আসলে এমন জায়গায় ঘুরতে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আমাদের টিনটিন বাবুকে দেখতে ভীষণ কিউট লাগছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই সময় পেলে সবারই ঘুরতে যাওয়া দরকার। তাতে মানসিক শান্তি আসে এবং নতুন উদ্যোমে কাজ করার ইচ্ছে তৈরি হয়। তবে বেশ সুন্দর জায়গা টেমি গার্ডেনটি আর ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। আর টিনটিন বাবুকেও অনেক কিউট লাগছে। ধন্যবাদ দাদা ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit