আমার কবিতার খাতা থেকে : জীবন

in hive-129948 •  3 years ago 
image.png

Source

মেঘের রাজ্যে বৈচিত্র্য নিয়ে
যারা সময় কাটিয়েছে অনন্তকাল
এই ধরণীর বুকে তাদেরকে ফিরতে হবে।
কিছু অনাকাঙ্খিত দায়িত্ব নিয়ে
দেখা হবে একদিন কোনো উৎসবের
কেন্দ্রবিন্দু হয়ে, দেখা হবে বিদায়ের
শেষ ক্ষণে অশ্রুমাখা আবেদন নিয়ে।
জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ,
তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।
কেউ হয়তো কথা দিয়েছিল
ভ্রমণের শেষে হাত ধরবে,
হয়তো সে কথার মূল্যই থাকে নি
তবুও কথা দেওয়া-নেওয়া চলে আসছে।
হয়তো কেউ বলবে ভোরবেলায় এসে
চলো প্রকৃতির সৌন্দর্য দেখি,
দুপুর হয়ে গেল ও তুমি তার দেখা পাবে না।
তবুও তুমি আশায় বুক বাঁধবে
কালকে যদি সে আসে!
আমরা যারা মানুষ বেঁচে আছি অনন্তকাল ধরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে,
তারা শুধু আশা নিয়েই বাঁচি
আশাই আমাদের বাঁচার একমাত্র প্রেরণা।
এক রমণী কথা দিয়েছিল
সবকিছু ছেড়ে তোমার জীবনে এসে,
যুদ্ধ করবে একসাথে।
তুমি তো লড়তে লড়তে নিজেকে ভেঙেছো বহুবার
তবু পাও নি তার দেখা।
একরাশ আশা করে বসে আছো শেষবেলায়
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো,
তবু তোমার আশা ফুরোনোর নয়।
এইভাবেই যাবে দিন যাবে রাত
আমরা ছুটে চলবো আমাদের নিয়তির সাথে।
কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে।

BoC- linet.png
-cover copy.png
|| Community Page | Discord Group ||


image.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

"কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে।" যথার্থ।

  • কেউ কথা রাখো না রাখো
    জীবন চলবে জীবনের নিয়মে।

এই লাইনগুলো আমার খুব বেশি ভালো লেগেছে ভাইয়া।
আসলে কেও কথা রাখে আর কেও রাখে না।
তাও কি আর এসে যায়!!জীবন তো আর থমকায় না, হয়তো ভেতরে ভেতরে অপেক্ষা করে।তবে বাইরে পুরোদস্তুর চলছেই।

আমরা যারা মানুষ বেঁচে আছি অনন্তকাল ধরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে,
তারা শুধু আশা নিয়েই বাঁচি
আশাই আমাদের বাঁচার একমাত্র প্রেরণা।
এক রমণী কথা দিয়েছিল
সবকিছু ছেড়ে তোমার জীবনে এসে,
যুদ্ধ করবে একসাথে>>>
সত্যি ভাইয়া আমরা অনন্তকাল ধরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা আশা ছাড়ি না। আশায় আমাদের একমাত্র অবলম্বন। যখন একা একা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তখন একজন সঙ্গিনীর খুবই প্রয়োজন হয়। কিন্তু প্রহর গুনতে গুনতে দিন শেষে অনেকেরই শূন্য হাতে ফিরে যেতে হয়। আশা এবং অপেক্ষা অপেক্ষার যন্ত্রনায় মৃত্যুর যন্ত্রনা ছেড়ে কঠিন কিন্তু আমরা তবুও অপেক্ষা করি। আপনি অনেক সুন্দর করে কবিতাটি লিখেছেন। আমি জানিনা আমি কতটুকু বুঝেছি আপনার কবিতা থেকে। আর আমি আপনাকে কতটুকু বোঝাতে পেরেছি। তবে এটা সত্য জীবনের পাতা থেকে নেওয়া এই কবিতাটিতে আপনি মানুষের হতাশার সময়টাকে তুলে ধরেছেন। ভাই আপনার জন্য শুভকামনা রইল

"জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ"
আপনার কবিতা সব সময় অসাধারণ হয়। আপনার কবিতার মাঝে মিশে রয়েছে আমাদের জীবনে অজানা নানা কথা।।জীবনের লুকিয়ে রাখা হাজারো দুঃখ বেদনা হয়তো আমরা প্রকাশ করতে পারিনা। কিন্তু সবার মধ্যেই লুকিয়ে থাকা দুঃখ বুকের মাঝে চাপা পড়ে যায়। আশা আমাদের একমাত্র প্রেরণা তাই আশা নিয়ে বেঁচে আছি জীবনে। দিন যায় দিন আসে তবুও বেঁচে থাকে হাজারো আশা বুকের মাঝে। আপনার কবিতাটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আপনার কবিতা টি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই লাইনটার প্রেমে পরে গেছি....

জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ

জীবন মানেই সুখ আর দুঃখ, জীবন চলার পথে সুখ দুঃখ মান অভিমান সবই থাকে। দুঃখ আছে বলে কি জীবন থেমে থাকবে...? না কখনোই থাকবে না। জীবন তার আপন গতিতে চলবে।

  • সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা

জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ,
তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।

চমৎকার লেগেছে লাইনগুলো, যার মাঝে লুকিয়ে আছে অনেক কিছুই। সময়ের কিছু জিনিষের স্বাক্ষী হওয়ার জন্য আমাদের এই ভ্রমণ। কেউ ভালো কিছুর স্বাক্ষী হয় আর কেউ খারাপ কিছুর। ধন্যবাদ

আপনার কবিতার লাইনগুলোর মাঝে আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সুখ-দুঃখ ও আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি। এমন অনেক মানুষ আমাদের জীবনে আসে, যারা প্রতিশ্রুতি দেয় পাশে থাকার কিন্তু আবার প্রতিশ্রুতি ভেঙ্গে চলে যায় শুধু রয়ে যায় তাদের স্মৃতিগুলো।

"কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ,তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।

ঠিক বলেছেন দাদা জীবনে সুখ দুঃখ হতাশা আর অভিমান সবই থাকে।
সুন্দর একটি বাস্তবমূখী কবিতা আমাদের মাঝে পরিবেশন করেছেন দাদা। শুভকামনা রইল দাদা।

একদম ঠিক বলেছেন দাদা জীবন মানে এক অদ্ভুত অনুভূতি কখনো সুখ কখনো দুঃখ,
তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।আমাদের জীবনে উত্থান-পতন আছে আর এর মধ্যে দিয়েই আমাদের যেতে হয়, যদিও না পাওয়ার সম্ভাবনা ঘিরে থাকে তবুও আশায় বুক বেঁধে রাখি।আপনার কবিতা মানে অসাধারণ কিছু। ধন্যবাদ আপনাকে দাদা

খুবই সুন্দর হয়েছে কবিতাটি ।পড়ে ভালো লাগলো ।ধন্যবাদ দাদা

কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

একরাশ আশা করে বসে আছো শেষবেলায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো,
তবু তোমার আশা ফুরোনোর নয়।

এই লাইনগুলো চমৎকার লেগেছে। আপনি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।সুখ দুঃখ মিলে ছিলো আপনার
কবিতা। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।

জীবন চলবে জীবনের গতিতে।আসলে কে কি করলো, না করলো,সেইটা ব্যপার না।জীবন বা প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, সেই মোতাবেক চলতে থাকবে।অনেক সুন্দর আপনার কবিতা গুলো। এগুলোর অন্তর্নিহীত একটা ভাব আছে।ধন্যবাদ আপনাকে।

প্রতেকটি লাইন এক একটি গভীর অর্থ বহন করেছে।সত্যিই মানুষের কথা দেওয়া না দেওয়াতে কি আসে যায়।সময় কারো জন্য থেমে থাকে না ,সময় বয়ে যাবেই।তবুও আমাদের মধ্যে ছোট্ট মিথ্যা আশা প্রজ্জ্বলিত হয়ে থাকবে।ধন্যবাদ দাদা।

কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আশার প্রদীপ জ্বেলে সবাই বসে থাকে দূর দিগন্তের পথে নিজেকে খুঁজে নিবে সুখের প্রদীপ জ্বেলে। জীবনের ভ্রমণকালে ছবি পেয়ে যাবে কিন্তু জীবনের শেষ বেলায় সব কিছুই না করা থেকে যাবে। আপনার কবিতাটির গভীরতা দিয়ে উপলদ্ধি করা বড়ই কঠিন। জীবন এবং জীবন চলার পথ সম্পর্কে সুন্দর কবিতা লিখেছেন