যারা সময় কাটিয়েছে অনন্তকাল
এই ধরণীর বুকে তাদেরকে ফিরতে হবে।
কিছু অনাকাঙ্খিত দায়িত্ব নিয়ে
দেখা হবে একদিন কোনো উৎসবের
কেন্দ্রবিন্দু হয়ে, দেখা হবে বিদায়ের
শেষ ক্ষণে অশ্রুমাখা আবেদন নিয়ে।
জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ,
তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।
কেউ হয়তো কথা দিয়েছিল
ভ্রমণের শেষে হাত ধরবে,
হয়তো সে কথার মূল্যই থাকে নি
তবুও কথা দেওয়া-নেওয়া চলে আসছে।
হয়তো কেউ বলবে ভোরবেলায় এসে
চলো প্রকৃতির সৌন্দর্য দেখি,
দুপুর হয়ে গেল ও তুমি তার দেখা পাবে না।
তবুও তুমি আশায় বুক বাঁধবে
কালকে যদি সে আসে!
আমরা যারা মানুষ বেঁচে আছি অনন্তকাল ধরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে,
তারা শুধু আশা নিয়েই বাঁচি
আশাই আমাদের বাঁচার একমাত্র প্রেরণা।
এক রমণী কথা দিয়েছিল
সবকিছু ছেড়ে তোমার জীবনে এসে,
যুদ্ধ করবে একসাথে।
তুমি তো লড়তে লড়তে নিজেকে ভেঙেছো বহুবার
তবু পাও নি তার দেখা।
একরাশ আশা করে বসে আছো শেষবেলায়
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো,
তবু তোমার আশা ফুরোনোর নয়।
এইভাবেই যাবে দিন যাবে রাত
আমরা ছুটে চলবো আমাদের নিয়তির সাথে।
কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে।
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
"কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে।" যথার্থ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন চলবে জীবনের নিয়মে।
এই লাইনগুলো আমার খুব বেশি ভালো লেগেছে ভাইয়া।
আসলে কেও কথা রাখে আর কেও রাখে না।
তাও কি আর এসে যায়!!জীবন তো আর থমকায় না, হয়তো ভেতরে ভেতরে অপেক্ষা করে।তবে বাইরে পুরোদস্তুর চলছেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"জীবন মানে এক অদ্ভুত অনুভূতি
কখনো সুখ কখনো দুঃখ"
আপনার কবিতা সব সময় অসাধারণ হয়। আপনার কবিতার মাঝে মিশে রয়েছে আমাদের জীবনে অজানা নানা কথা।।জীবনের লুকিয়ে রাখা হাজারো দুঃখ বেদনা হয়তো আমরা প্রকাশ করতে পারিনা। কিন্তু সবার মধ্যেই লুকিয়ে থাকা দুঃখ বুকের মাঝে চাপা পড়ে যায়। আশা আমাদের একমাত্র প্রেরণা তাই আশা নিয়ে বেঁচে আছি জীবনে। দিন যায় দিন আসে তবুও বেঁচে থাকে হাজারো আশা বুকের মাঝে। আপনার কবিতাটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা টি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই লাইনটার প্রেমে পরে গেছি....
জীবন মানেই সুখ আর দুঃখ, জীবন চলার পথে সুখ দুঃখ মান অভিমান সবই থাকে। দুঃখ আছে বলে কি জীবন থেমে থাকবে...? না কখনোই থাকবে না। জীবন তার আপন গতিতে চলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার লেগেছে লাইনগুলো, যার মাঝে লুকিয়ে আছে অনেক কিছুই। সময়ের কিছু জিনিষের স্বাক্ষী হওয়ার জন্য আমাদের এই ভ্রমণ। কেউ ভালো কিছুর স্বাক্ষী হয় আর কেউ খারাপ কিছুর। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার লাইনগুলোর মাঝে আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সুখ-দুঃখ ও আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি। এমন অনেক মানুষ আমাদের জীবনে আসে, যারা প্রতিশ্রুতি দেয় পাশে থাকার কিন্তু আবার প্রতিশ্রুতি ভেঙ্গে চলে যায় শুধু রয়ে যায় তাদের স্মৃতিগুলো।
"কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা জীবনে সুখ দুঃখ হতাশা আর অভিমান সবই থাকে।
সুন্দর একটি বাস্তবমূখী কবিতা আমাদের মাঝে পরিবেশন করেছেন দাদা। শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন দাদা জীবন মানে এক অদ্ভুত অনুভূতি কখনো সুখ কখনো দুঃখ,
তার মাঝে বেঁচে থাকা এক অসাধারণ ভ্রমণ।আমাদের জীবনে উত্থান-পতন আছে আর এর মধ্যে দিয়েই আমাদের যেতে হয়, যদিও না পাওয়ার সম্ভাবনা ঘিরে থাকে তবুও আশায় বুক বেঁধে রাখি।আপনার কবিতা মানে অসাধারণ কিছু। ধন্যবাদ আপনাকে দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর হয়েছে কবিতাটি ।পড়ে ভালো লাগলো ।ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একরাশ আশা করে বসে আছো শেষবেলায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো,
তবু তোমার আশা ফুরোনোর নয়।
এই লাইনগুলো চমৎকার লেগেছে। আপনি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।সুখ দুঃখ মিলে ছিলো আপনার
কবিতা। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন চলবে জীবনের গতিতে।আসলে কে কি করলো, না করলো,সেইটা ব্যপার না।জীবন বা প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, সেই মোতাবেক চলতে থাকবে।অনেক সুন্দর আপনার কবিতা গুলো। এগুলোর অন্তর্নিহীত একটা ভাব আছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতেকটি লাইন এক একটি গভীর অর্থ বহন করেছে।সত্যিই মানুষের কথা দেওয়া না দেওয়াতে কি আসে যায়।সময় কারো জন্য থেমে থাকে না ,সময় বয়ে যাবেই।তবুও আমাদের মধ্যে ছোট্ট মিথ্যা আশা প্রজ্জ্বলিত হয়ে থাকবে।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশার প্রদীপ জ্বেলে সবাই বসে থাকে দূর দিগন্তের পথে নিজেকে খুঁজে নিবে সুখের প্রদীপ জ্বেলে। জীবনের ভ্রমণকালে ছবি পেয়ে যাবে কিন্তু জীবনের শেষ বেলায় সব কিছুই না করা থেকে যাবে। আপনার কবিতাটির গভীরতা দিয়ে উপলদ্ধি করা বড়ই কঠিন। জীবন এবং জীবন চলার পথ সম্পর্কে সুন্দর কবিতা লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit