আমি খুঁজি অন্য মানুষ

in hive-129948 •  4 years ago 

বুকে রেখেছি জ্বলন্ত আগুন
চোখে উড়ছে ভয়ঙ্কর বাষ্প
আত্মসমর্পণ নাকি কৌশল
আমি সাজিয়ে বসে থাকি দাবার ময়দান।
কেউ সেজে আসে খেলোয়াড় হয়ে
কেউ বা আসে নিছক দর্শক হয়ে
আমি খুঁজি অন্য মানুষ ,
খেলা যার কাছে এক যুদ্ধ ধুন্ধুমার।

image.png

Image
জলের অভাবে শুকিয়ে যাবে যে চারা
পথিকের পথ চেয়ে ধোঁয়াশা হয়েছে যে চোখ
সব কিছুর আজ নিষ্পত্তি হবে এই গভীর রাতে,
নিঃসন্দেহে নতুন আলোর প্রশ্রয়ে।
20210630_010817_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১. শব্দের অলংকারের ছড়াছড়ি কিন্তু উপমাগুলো অতিরঞ্জিত লেগেছে।
২. ভাবের গাড়তা খুজছিলাম।

কবিতা আমার বেশ ভালো লাগে। জীবনানন্দ দাস ও সুকান্ত ভট্টাচার্য্য প্রিয় কবি। আপনার?

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য আর হেলাল হাফিজ।

হেলাল হাফিজ অস্থির। সুকান্তের দেয়াশলাই কাঠি অনন্য সৃষ্টি ভাই।

একদম ঠিক বলেছেন।

ভাই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে

আপনার কবিতা আমার বন্ধু খুব ভাল, আমি এটা পড়তে সত্যিই পছন্দ

ধন্যবাদ।।

"আমি সাজিয়ে বসে থাকি দাবার ময়দান।
কেউ সেজে আসে খেলোয়াড় হয়ে
কেউ বা আসে নিছক দর্শক হয়ে
আমি খুঁজি অন্য মানুষ " লেখাতো নয় যেন পুরোই আগুন । যথার্থ বলেছেন 😊❤

😊 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।।

"অনেক সুন্দর কবিতা"


"অগ্নি ঝড়া কবিতা, প্রতিটি লাইন যেন অগ্নিস্পুলিংগ।"


birds-1237265_640.png

অসংখ্য শুভেচ্ছা আপনাকে।।

অসামান্য
অসাধারন ♥

অসাধারন লিখেছেন ভাই।

ধন্যবাদ ভাই।।

ভাইয়া ছবিটা খুবই সুন্দর হয়েছে।

সব কিছুর আজ নিষ্পত্তি হবে এই গভীর রাতে,
নিঃসন্দেহে নতুন আলোর প্রশ্রয়ে।

বেশ লিখেছেন বরাবরের মতো, চমৎকার ফিনিশিং ভাই। ধন্যবাদ

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই।।

দাদা আপনার কবিতাগুলির মাঝে অনেক কঠিনতম গভীরতা লুকিয়ে থাকে। আমার খুব ভালো লাগে আপনার কবিতাগুলি।

অনবদ্য সুন্দর একটা কবিতা

Nice article keep it up

Get latest and trusted Airdrops my Twitter and telegram accounts:👇
Twitter:
https://www.twitter.com/Freecryptoaird6
Telegram:
https://t.me/Airdropcrypto1000
Website:
https://bestairdropscrypto.blogspot.com

পিপাসার্থ যে চারা
লুকিয়ে আছে তারা
চোখের রেটিনায় যে
করছে ঘোরা ফেরা।

আশায় আশাবাদি
গভীর রাতে আজ
হবে নিস্পত্তি
নব আলোয় আলোকিত
তুমি আস যদি।।

বাহ্ দাদা বাহ্