হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
হেমন্তের আকাশে ঝুলে থাকা রোদ্দুর,
মায়াবী কুয়াশার চাদরে মোড়া দিন,
পৃথিবী যেন এক আশ্চর্য মলাটের বই,
যেখানে প্রতিটি পাতা লিখেছে প্রেমের ঋণ।
শিমুলের ডালে ঝরাপাতার নাচ,
মৃদু হাওয়ায় ভাঙা গান গায়।
পথচলতি শিশিরে স্নান করা ঘাস,
প্রেমের পথে এ এক নতুন প্রয়াস।
তোমার চোখে দেখি হেমন্তের রঙ,
সিঁদুরে আকাশে জ্বলে ওঠে আলো।
তোমার হাসিতে মিশে যায় পলাশ,
জীবনের ক্যানভাসে নতুন রূপ খোঁজ।
তোমার হাত ধরে হেঁটে যাই দূরে,
মলিন পাতারা পথে ছড়ায় মাধুর্য।
হৃদয়ের কোণে দোল খায় ভালবাসা,
হেমন্তের প্রেমে জাগে জীবনের স্পর্শ।
হেমন্তের এক টুকরো প্রেম—
কখনও বিষাদ, কখনও আলোর খেলা।
অন্তরের গভীরে সঞ্চয় করে রাখি,
এই প্রেমের স্মৃতি, চিরকাল অম্লান।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি প্রতিনিয়ত চমৎকার চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার কবিতা গুলো দারুন লাগে।চমৎকার কিছু অনুভূতি নিয়ে কবিতাটি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। প্রেমের কবিতা গুলো পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
感谢你的热情分享,感觉生活总是依旧美丽
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেমন্তের স্নিগ্ধতা, প্রেমের মায়া, এবং জীবনের গভীর অনুভূতির চিত্র কবিতার ভাষায় অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দাদা। প্রতিটি পঙক্তি যেন প্রকৃতির রূপ ও প্রেমের অনুভূতির সঙ্গে মিলে এক নিখুঁত সঙ্গীত তৈরি করেছে।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেমন্তের পরিপূর্ণতা পেলো, এই কবিতার মাধ্যমে। এক কথায় দারুণ,ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এককথায় অসাধারণ লাগল দাদা। দারুণ লিখেছেন কবিতা টা আপনি। হেমন্তের প্রেমের এমন মূহূর্ত আহ এ যেন অন্যরকম এক অনূভুতি। দারুণ ভাবে নিজের অনূভুতি টা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit