Image[Source]
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার লেখা শুরু করছি।আজকে আমি এমন একজন ব্যক্তিত্ব কে নিয়ে আলোচনা করতে চলেছি যিনি একবার নয় বারবার ভারতবাসীর মন জিতেছেন।ব্যবসা করেও যে দেশ ও মানুষের সেবা করা যায় তার সবচেয়ে বড় উদাহরণ তিনি।যিনি স্বপ্ন দেখেছিলেন সব ভারতবাসীর নিজস্ব একটা গাড়ি হবে।কারণ প্রত্যেক মানুষই নিজের একটা বাড়ি ও গাড়ি হোক এই স্বপ্ন দেখে।
অনেকের বাড়ি হয়তো হয়ে যায় কিন্তু গাড়ি টা আর হয়ে ওঠেনা।সেই না পারাকে বাস্তবতায় রূপ দিতে বাজারে এসেছিলো টাটা ন্যানো।যদিও নানা কারণে এই গাড়িটি তেমন একটা ব্যবসা সফল হয়নি।এরপর একদমই স্পষ্ট হয়ে যায় আমি কার কথা বলছি।হ্যাঁ ঠিকই ধরেছেন,তিনি একজন মহান শিল্পপতি নাম রতন টাটা।ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো টাটা সন্স এন্ড টাটা ট্রাস্ট।এই সুবৃহৎ প্রতিষ্ঠানের লভ্যাংশের প্রায় ৬৬ শতাংশ ব্যয় হয় বিভিন্ন সেবামূলক কাজে।রতন টাটা প্রায়ই বিভিন্ন জানহিতকর কাজের জন্য মানুষ তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করে।
Image[Source]
আর এই প্রসঙ্গে এক নেটিজেন বলেছিলেন রতন টাটাকে ,"একটাই তো মন আর কতবার জিতে নেবেন।"এমনিই অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আমাদের রতন টাটা স্যার।১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইতে রতন টাটা জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম নাভাল টাটা।তিনি স্যার রাতনজি টাটার পালিত পুত্র ছিলেন।জে আর ডি টাটার অবসরের পর রতন টাটা টাটা গ্রুপের হাল ধরেন।এরপর তিনি টাটা গ্রুপকে আরো বিস্তৃত করেন।Tetley Jaguar Land rover corus এই কোম্পানি গুলো রতন টাটা কিনে নেন।কিন্তু এত প্রাপ্তি যার ঝুলিতে তিনি কিন্তু কোথাও দারুন অভাবী ছিলেন,কোথাও ভীষণ রকম একা।
যখন রতন টাটার বয়স ১০ বছর,তখন তার বাবা মায়ের মধ্যে বৈবাহিক বিচ্ছেদ হয়ে যায়।এরপর ঠাকুর মা নাবাজবাঈ টাটা তাকে মানুষ করার দায়িত্ব নেন।অর্থাৎ অনেক কম বয়স থেকেই তিনি কঠিন বাস্তবতা সাথে পরিচিত হন।আমরা সবাই জানি রতন টাটা একজন অকৃতদার।কিন্তু তিনি ও চেয়েছিলেন সংসার করতে।একবার তিনি বিয়ের খুব কাছে গিয়ে ও বিয়ে করেননি শেষ পর্যন্ত কারণ হিসেবে তিনি বলেছিলেন যে একজন অপরিচিত মানুষের সাথে তিনি কি করে সারাজীবন কাটাবেন এই দ্বিধাবোধই তাকে শেষ পর্যন্ত বিয়ে করা থেকে বিরত রেখেছে।কিন্তু এটাও প্রচলিত যে রতন টাটা ও কাউকে খুব ভালোবেসে ছিলেন।কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোবাসা পরিপূর্ণতা পায়নি।কিন্তু তিনি শেষ অবধি তার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছেন নিজে সারাজীবন অবিবাহিত থেকে।
তার ভালোবাসার এই অপ্রাপ্তিতে আমরা কি পেলাম?আমরা শুধু নয় সমগ্র দেশ কি পেল?তিনি একজন মানুষকে ভালো রাখার পরিবর্তে সমগ্র দেশকে সেবা দান করে চলেছেন।তিনি নিজে সুখী হতে পারেননি বলে হয়তো দেশটা বেঁচে গেল।নিজের সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে নিজের প্রতিষ্ঠান কে যেমন উন্নতি করেছেন তেমনি দেশকে ও সমৃদ্ধশালী করেছেন।
টাটা সন্স এর বার্ষিক আয় রিলায়েন্স গ্রুপের চেয়ে বেশি হওয়া শর্তেও কি করে মুকেশ আম্বানি রতন টাটার থেকে ধনী এই প্রশ্ন করা হয়েছিল রতন টাটা কে।উত্তরে তিনি বলেছিলেন যে তিনি একজন শিল্পপতি এই মুকেশ আম্বানি একজন ব্যবসায়ী।ওনার এই একটা বাক্যে সব কিছুর ব্যাখ্যা হয়ে যায়।
আমি ব্যক্তিগতভাবে ভীষণ পসন্দ করি এই মানুষটাকে।তিনি আমার অনুপ্রেরণা।আর এনাকে দেখেই জীবনে business করার সিদ্ধান্ত নিয়েছি।কারণ business ও একটা মহৎ উপায়ে করা যায় সেটা উনি দেখিয়েছেন।অমর হয়ে থাকুক এই কিংবদন্তি শিল্পপতি।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
গুনীজনদের মুখে শুনে আসছি, "কষ্ট করলে নাকি কেষ্ট মিলে"। এমনটাই হয়েছে রতন টাটা স্যারের জীবনে। ভারতের সব থেকে বড় টাটা কোম্পানির মালিক তিনি। টাটা কোম্পানির গাড়ি উনারি কোম্পানির। একজন সুখী করার পরিবর্তে গোটা ভারতবর্ষকে সেবা দান করে যাচ্ছেন। স্যারকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। অনেক অজানা তথ্য জানতে পারলাম ভারতের একজন গুণী ব্যক্তি সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেমন ব্যবসায় সফল, তেমনি মন মানসিকতাও বিশাল।কয়জন ব্যবসায়ীর বড় মাপের মন থাকে। ৬৬ শতাংশ সেবামূলক কাজ করে। খুবই ভালো লাগলো।আসলে সুন্দর মন দিয়ে সব কিছুই করা সম্ভব।ব্যবসাও মহৎ উপায়ে করা যায়।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মহান একজন মানুষের জীবনীর কিছু অংশ জানতে পারলাম আপনার মাধ্যমে দাদা। রতন টাটা স্যারের মতো মানুষেরাই আমাদের অনুপ্রেরণা। নিজের ভালোবাসাকে না পেয়ে তিনি আর বিয়েই করেননি এটি জেনে খুব অবাক হলাম। যদিও লোকমুখে প্রচলিত কথা । কতটা সত্য তা বলতে পারছি না। যাইহোক মহান এই ব্যাক্তিকে আমার মনের অন্তস্থল থেকে জানাই স্যালুট ও অবিরাম ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একদম ঠিক বলেছেন উনার মত মহৎপ্রাণ শিল্পপতিরা সবসময় আমার হয়ে থাকেন। আমি এর আগেও একবার রতন টাটা ও মুকেশ আম্বানির ব্যবসার পার্থকের কথাগুলো পড়েছিলাম। একজন জনহিতকর কার্যাবলী নিয়ে ব্যাস্ত আর অপরজন বিলাসিতায় মত্ত। আর আপনার মত মানুষের পক্ষে প্রথমজনের আদর্শকেই বেছে নেওয়া স্বাভাবিক।
খুব ভালো লেগেছে দাদা এই উক্তিটি। আসলে মানুষের জন্য ভালো করার ইচ্ছা শক্তিটা ঈশ্বর প্রদত্ত আমি মনে করি। সেই ইচ্ছা শক্তিটা আপনার মধ্যেও প্রবল আর তাইতো আপনাকেও বলতে চাই--
একটাই তো মন আর কতবার জিতে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, রতন টাটা স্যার সম্পর্কে আমি আগে থেকেই বিস্তারিত সব কিছু জানতাম । পুনরায় আর একবার সবকিছু পড়ে নিজের মধ্যে ভালো লাগছে। এই বর্তমান পৃথিবীর হাতেগোনা কয়েকজন মহৎ মানুষের মধ্যে তিনি অন্যতম। রতন টাটা স্যার দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। সবার উপরে মানুষ সত্য তিনি বারবার সেটি প্রমাণ করেছেন । তাঁহার সুবৃহৎ প্রতিষ্ঠানের লভ্যাংশের প্রায় ৬৬ শতাংশ বিভিন্ন সেবামূলক কাজে জন্য ব্যয় এটি ইতিহাসের সবথেকে বড় সেবামূলক কাজের মধ্যে একটি। রতন টাটা স্যার আমারও খুব প্রিয় একজন ব্যক্তিত্ব । সত্যি বলতে সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি প্রিয়।
সৃষ্টিকর্তার কাছে আমাদের এই সবার প্রিয় মহান ব্যক্তির জন্য দীর্ঘায়ু কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা কারণ আপনার মাধ্যমে এই মহান ব্যক্তির কথা এবং তার জীবনের কিছু অংশ জানতে পারলাম। খুবই ভালো লাগলো এবং জেনে একটু কষ্ট লাগল যে তার ভালোবাসার মানুষের জন্য জীবনে বিয়ে করেননি। কত গভীর ভালোবাসা ছিল তার। আসলে এমন মানুষ হলো মানুষের আদর্শ এবং অনুপ্রেরণা।আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাটা সন্স এন্ড টাটা ট্রাস্ট এই টাটা কোম্পানির নাম ছোটবেলা থেকেই শুনছি তবে কখনো ঘেটে দেখা হয়নি।তবে এই টাটা কোম্পানির যে প্রতিষ্ঠাতা,যার স্বপ্ন এতটা বৃহৎ ছিল তার সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগছে। একজন কিংবদন্তি শিল্পপতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম দাদা তোমার সহজ-সরল লেখার মধ্যে দিয়ে।নিজের দেশের পাশাপাশি বিভিন্ন দেশকে উনি সেবা দিয়েছেন সত্যিই এটি মহৎ কর্ম।যেকোনো কাজ সৎভাবে করলে ভালো কাজ হতে বাধ্য।তোমার নেওয়া সিদ্ধান্তটি দারুণ এবং এই সিদ্ধান্তে সফলতা লাভ করো এটাই কামনা করি।ধন্যবাদ দাদা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মহান মানুষ টা কে নিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখেছি বেশ কিছু। মুগ্ধ করে দেয়ার মত ওনার জীবন। আর আপনার লেখা থেকে দাদা আরো কিছু তথ্য নতুন করে জানলাম। নিজের ভালবাসার জন্য যিনি সারা জীবন অবিবাহিত থেকে যেতে পারেন তার মন টা যে কত বিশাল এটা বলার অপেক্ষা রাখে না একদম। পৃথিবীতে এমন মহান মানুষ আছে বলেই আমরা এখনও বেঁচে আছি। রোজ বাঁচার স্বপ্ন দেখি। স্যার এর চরণে শত কোটি প্রণাম জানিয়ে শেষ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রতন টাটা কি আজ অন্যভাবে জানালাম। পূর্বে তাকে একজন মহৎ শিল্পপতি হিসেবে জানতাম জেনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। জানলাম তিনি একজন অকৃতদার একজন মহান পরোপকারী। একজন স্বপ্নবাজ মানুষ যিনি ভারতবর্ষের প্রতিটি মানুষের একটি করে গাড়ি হবে স্বপ্ন দেখেছিলেন। তিনি একজন জীবনের কঠিন সমস্যার মোকাবেলা কারী মানুষ। তার সংগ্রামী জীবন এবং ভাল কাজগুলো আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ এই রকম ব্যক্তিবর্গ পৃথিবীতে আছে বলেই আজ পৃথিবী এত সুন্দর। প্রতিটা মানুষের চিন্তা-ভাবনা এই সকল মানুষের আদর্শ গ্রহণ করা উচিত । যেটা পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে। তার সফলতার জীবন কাহিনী পড়ে খুবই ভালো লাগলো। নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন সত্যিই অনেক বড় মনের মানুষ। তার জীবন কাহিনী পড়ে ভালো লাগলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার অনুপ্রেরণা যে মহৎ ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন রতন টাটা। আপনার মুখে শুনেছি তার এত গৌরব কষ্ট বেদনা সবকিছু নিয়েই তার জীবন। শেষ পর্যন্ত অপরিচিত কারো সাথে সংসার করতে রাজি নন, অথচ পরিশ্রম দিয়ে নিজেকে তুলেছেন সফলতার স্বর্ণ শিখরে। আর একজন শিল্পপতির যেখানে আয়ের ৬০ শতাংশ মানুষের কল্যাণের ব্যবহার করে সেখানে আসলে ও তিনি একজন মহৎ ব্যক্তি। একটা কথা বলে গিয়েছিলেন মন তো একটাই কতবার জিতে নেবে রতন টাটা আমাদের মন। খুবই ভালো লাগছে আপনি একজন মহৎ ব্যক্তির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন। এবং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ কতটা ভালো হলে তার সম্পর্কে এমন মন্তব্য করে। টাটা ন্যানো গাড়িটির এড যখন টিভিতে দেখতাম তখন আসলেই খুব ভালো লাগতো। এত কম দামে এত কিউট একটি গাড়ি পাওয়া যাচ্ছে। তখন খুব মনে হত যে ইস যদি ইন্ডিয়াতে থাকতে পারতাম তাহলে এরকম একটা গাড়ি কিনতে পারতাম। টাটা সাহেব সম্পর্কে এত কিছু জানতে পেরে খুবই ভালো লাগলো দাদা । অনেক তথ্যই অজানা ছিল।
একজন মানুষ অপর মানুষকে কতটা ভালবাসলে তার ভালোবাসায় সারাজীবন একা কাটিয়ে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ তিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উনার কাহিনী গুলো এভাবে জানা ছিলোনা।আসলে এভাবে বললে ও ভুল হবে,কিছুই জানা ছিলোনা।মানুষ সব ই পারে চাইলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রতন টাটা স্যার কে নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়া কিংবা ইউটিউব কিংবা মানুষের মুখেও মোটিভেশনাল বক্তব্য শুনেছি। ওনাকে দিয়েই উদাহরন টানে বহু মানুষ। তিনি একজন সফল ব্যক্তি। মূলত ব্যাক্তি রতন টাটা স্যার আর প্রফেশনাল রতন টাটা স্যার এর মধ্যে কখনও পার্থক্য খুজে দেখিনি। আপনার আজকের লেখায় বেশ কিছু তথ্য জানতে পারলাম। রতন টাটা স্যার এর শিক্ষা জীবন বেশ বড়। আপনার পোষ্টের মন্তব্য করতে গিয়ে দেখলাম অনলাইন ঘেটে সে ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল-এ তিনি স্কুল শিক্ষা শেষ করেন।তারপর তিনি ১৯৬২ সালে কর্ণেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেচার বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন করেন। ১৯৭৫ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ও অ্যাডভেঞ্চেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তার পুরস্কার ও সম্মাননার লিষ্টটিও কম নয়। যা হোক দাদা আপনার পোষ্ট না পড়লে এই তথ্য গুলো বের করতাম না ফলে জানাও হতো না। ভাল থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আজকে আপনার পোষ্টের মাধ্যমে আমরা টাটা কোম্পানির মহৎ এই শিল্পপতি সম্পর্কে জানতে পারলাম। তার জীবনের কিছু অংশ আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসলে আমাদের প্রত্যেকেরই জীবনের কিছু গল্প থাকে। আর এই গল্পগুলো জানতে পেরে অনেক ভালো লাগে। সে শিল্পপতি সে আজ বিশ্বের দামি ব্যক্তি, যার জীবন খুবই সুন্দরভাবে আপনি বর্ণনা করেছেন। ভাল লাগলো তার এই শিল্পপতি সম্পর্কের পেছনের গুরুত্বপূর্ণ ইতিহাস গুলো জানতে পেরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রতন টাটার জীবনের কিছু কথা জেনে অনুপ্রাণিত হলাম। আসলে জীবনে সফল হতে চাইলে মহান ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানা উচিত। সফলতা একদিনে আসে না, এটা অনেক পরিশ্রমের ফল। আপনি রতনটাটা কে ফলো করেন জেনে ভালো লাগলো। আমাদের দেশেও টাটা কম্পানির পন্য ভালো চলে, টাটা কম্পানির গাড়ি বেশি জনপ্রিয়। আপনাকে ধন্যবাদ দাদা, সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা পুরো পোষ্টটা মনোযোগ দিয়ে পড়লাম, নতুন অনেক তথ্য জানতে পারলাম। আসলে আমরা সব সময় উপরের দিকটি বিবেচনায় নেয়ার চেষ্টা করি কিন্তু ভেতরের খবরগুলো কেউ নিতে চাই না। শেষ কথাটায় অনেক কিছুই সত্যি স্পষ্ট হয়ে গেছে শিল্পপতি আর ব্যবসায়ী।
প্রকৃত পক্ষে হয়তো তিনি নিজে সুখি হতে পারেন নাই, কিন্তু সমাজে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন অন্যদের কিভাবে সুখি রাখতে হয়, প্রতিষ্ঠানের লভ্যাংশের প্রায় ৬৬ শতাংশ বিভিন্ন সেবায় ব্যয় করা, এটা কোন সহজ কথা না। ভালো লাগলো আজকের লেখাটি পড়ে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগেও আমি তাকে নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম ইউটিউবে । ভদ্রলোকের মনুষ্যত্বের ব্যাপার আর নতুন করে বলতে চাই না । কারণ তিনি আসলেই সম্মানের যোগ্য । তাকে দেখেই যেহেতু আপনি বিজনেসের সিদ্ধান্ত নিয়েছেন , আমি মনেকরি তার থেকেও আপনার বিজনেস যাত্রা আরো সফল হবে ।কারণ আপনি আরো সফল হৃদয়ের মানুষ । শুভেচ্ছা রইল ভাই, আপনার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে উনার বিষয়ে নতুন করে জানলাম, যদিও আগে আমার এই ধরনের কিছুই জানা ছিল না। তবে একটা কথা মানতে হবে, এই ভালো মানুষ গুলোর ভালো মন মানসিকতার জন্যই এখনো পৃথিবী টিকে আছে। আর ভাইয়া সফল মানুষের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে নিজের জীবনে ও সফলতা আসবে।
শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার ভাবে রতন টাটার জীবনে আপনি তুলে ধরেছেন। সত্যি বলতে রতন টাটার নাম শুনলেই টাটা ন্যানো গাড়ির কথা মনে পরে যায়। যেটি আপনি আপনার পোষ্টের মধ্যে উল্লেখ করেছিলেন। আজকে একটা প্রথম বিষয় জানলাম রতন টাটা তার ৬৬% উপার্জনেই সেবামূলক কাজে ব্যয় করে। অনেক ভাল লাগল এবং অনেক অনুপ্রাণিত হলাম। আপনাকে ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা আপনার পুরো পোস্টটি পড়ে ভীষণ রকম ভালো লাগলো। টাটা ন্যানো গাড়ির কথা প্রচুর শুনেছি কিন্তু এই গাড়ির মালিকের নাম ও জানতাম না এবং তার জীবনের কাহিনী ও কিছুই জানতাম না। আজ আপনার পোষ্টের মাধ্যমে সত্যি অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লাগলো ।ভালো মানুষগুলোর জন্য সবসময়ই শ্রদ্ধা ও ভালোবাসা থাকে ।সত্যিই অমর হয়ে থাকুক এই কিংবদন্তী শিল্পপতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"রতন টাটা" নামটার সাথে অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু ওনার ফ্যামিলি, উত্থান, ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি কিছুই জানাতাম না। আজ আপনার পোস্টের মাধ্যমে অনেকটা জানার সুযোগ পেলাম। আশা রাখি সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতার উচ্চ শিখরে আরহণ করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অদ্ভুত সুন্দর মানুষ একজন। বাংলায় একটা শব্দ আছে " অজাতশত্রু " অর্থাৎ যার কোণ শত্রু নেই। ইনিও তাই। খান দকেশ আম্বানি আদানি, আধপোয়া ইলন মাস্ককে পকেটে ভরে রাখার মত ক্ষমতা অথছ নিজের বলতে একটা দু কামরার ফ্ল্যাট। কয়েকটা কোট ব্লেজার আর কিছু বই ব্যাস। দুনিয়ার একমাত্র মানুষ যে পুরো কোম্পানির লভ্যাংশ থেকে প্রায় ৭০ পারসেন্ট আজো মানুষের জন্য খরছ করেন আর পুরো প্রফিটটাই চ্যারিটি হয়। বিরল মানুষ, আমার শ্রদ্ধা, আদর্শ আর ভালোবাসা এনার প্রতি। হাজার বছর বাঁচুন ইনি।
পোস্টটা দারুন ভালো লেগেছে, ভালো থাকুন খুব। লিখতে থাকুন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ এমন একজন মহান মানুষকে নিয়ে লিখেছেন সেখানে কমেন্ট না করলেই নয়। শ্রদ্ধার মানুষ তিনি। আমি বলব তিনি ভারতের অভিভাবক। হ্যাঁ তিনি ভারতের অভিভাবক কথা আমি জোর করে গলায় বলবো। কারণ যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন একজন বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে নয়, একজন দরদী মানুষ হিসেবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit