হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমি আজকে আমার একটু ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আর আমার বেড়ানো মানেই সবুজের বুকে ঘুরে বেড়ানো।আজকে গিয়েছিলাম বর্তির বিল।
![]() |
---|
বেড়াবেড়িয়া
বর্তির বিল অনেক আগেই আমার কাছে পরিচিত ছিলো।তবে ২০২০ সালের আগে বর্তির বিল সম্পর্কে খুব কম লোক ই জানতো।আমরা যখন ২০১৭-১৮ সালের দিকে যেতাম তখন হাতে গোনা কয়েক জন লোক এই বর্তির বিলে বেড়াতে আসতো।যেহেতু বর্তির বিল টা বেশ ভিতরের দিকে তাই অনেকের জানা থাকতেও পৌঁছনোর কঠিন।কারণ যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না।নিজস্ব পরিবহন থাকলেই তবে এখানে গিয়ে আনন্দ করাটা সহজ।
সাধারণত সবাই এখানে bike নিয়ে ঘুরতে আসে।তবে মাঝে মাঝে ছোট চার চাকা গাড়ি নিয়ে কেউ কেউ আসে।এই বর্তির বিল বেশ খোলামেলা আর গাছপালা ও ফসলের মাঠে ভর্তি।শীতকালে এখানে পিঁয়াজ সরিষা আলু ইত্যাদির চাষাবাদ হয়ে থাকে।তবে বর্ষাকালে এখানে শুধুই পাট চাষ হয়ে থাকে।এখন বর্ষাকাল চলে তাই চারিদিকে সবুজের সমারোহ।
আজকে আমি বিকেলে একাই বেরিয়ে পড়লাম।আর আমি ইদানিং কারো সাথেই ঘুরতে তেমন একটা ভালো লাগে না।একা ঘুরলে একটা নিজের কে নিয়ে ভাবার জায়গা তৈরি হয়।নিজেকে নিজেই মূল্যায়ন করা ভীষণ রকমের জরুরি কাজ।নিজের ভুল সংশোধন করার মানসিকতা তৈরি হয়।
আমি কয়েকটি ফোটো তুলেছিলাম ,সেই গুলো আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে।এখানে আরেকটা বিশেষত্ব আছে সেটা হলো নৌকায় চড়ার সুবিধা আছে।মাথাপিছু ১০০ টাকা দিলে এখানে ৩০ মিনিটের মতো নৌকায় ঘুরে বেড়ানো যায়।
আজকে একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো এখানে স্থায়ী রেস্টুরেন্ট গড়ে উঠছে।যেহেতু এখন প্রচুর লোকের সমারোহ।তাই স্থানীয় রা একটা ব্যবসা দাঁড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এটা একটা ভালো বিষয়।তবে পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।***
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
দাদা আপনার এই একা একা ঘোড়ার অভ্যাস আমার কাছে দারুন লাগে। আসলে মাঝে মাঝে প্রত্যেকের এভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করা দরকার। বর্তির বিল নামটা প্রথম শুনলাম। জায়গাটা বেশ ভালোই লাগলো। তবে মাটির ভারে চা খাবার ব্যাপারটা আমার কাছে দারুণ লাগলো। এই অভিজ্ঞতা আমার এখনো হয়নি। ধন্যবাদ শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। আপনি একাকী ঘুরতে গেলে সব সময় সবুজ প্রকৃতিকে বেছে নেন। আসলে সবুজ প্রকৃতির মাঝে আমি খুব দ্রুতই নিজেকে মানিয়ে নেয়া যায়। সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে একাগ্রচিত্তে মনের সমস্ত না বলা কথা ভাগ করে নেয়া যায়। বর্তির বিল জায়গাটা আমার কাছেও খুব ভালো লাগলো। এত সবুজ একবার গেলে সেখানে বারবার ফিরে আসতে মন চাইবে। যাইহোক দাদা মাটির পেয়ালায় চা খাওয়ায় অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। আমাদের এদিকে নাই বললেই চলে আমি কয়েকবার খেয়েছিলাম সেটা ইন্ডিয়া গিয়ে কেমন যেন একটা ভালোলাগা কাজ করে। আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজেকে সময় দেওয়া খুব জরুরি। আর ঠিকই বলেছেন দাদা নিজেকে নিজে মূল্যায়ান করা উচিত।তা না হলে কেউ মূল্যায়ান করে না।যাই হোক বাইক নিয়ে ভালোই ঘুরে এলেন।সাথে সুন্দর সুন্দর ছবি ও তুলেছেন।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির সঙ্গে সময় কাটাতে এবং প্রকৃতির ছবি তুলতে আমার ও খুব ভালো লাগে।দাদা খুব সুন্দর হয়েছে রাস্তার পাশে পাট বাগানের ছবিগুলো।সত্যিই একা ঘোরার মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায়।তাছাড়া এই রকম পরিবেশে রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান ভালোই চলবে।আশা করি দারুণ সময় কাটিয়েছো,ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবুজ প্রকৃতির মাঝে ঘুরলে মনটা এমনি ভাল হয়ে যায়। আসলে দাদা আপনি ঠিক বলেছেন একা একা ঘোরাফেরা করলে নিজেকে নিয়ে চিন্তা করা যায় নিজেকে নিয়ে ভাবা যায়। একান্তভাবে সময়টা নিজের হয়ে যায় পাশাপাশি নিজের ভুল ত্রুটি কি তা জানা যায়। নৌকা ভ্রমন করতে আমার অনেক ভালো লাগে খোলা আকাশ নিচে বিস্তৃত জলরাশি। ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির মাঝে ভ্রমণ সত্যিই অনেক আনন্দের। প্রকৃতির সবুজ শ্যামলে ভরা এই সোনালী ফসলের মাঠের পাশ দিয়ে আপনি ভ্রমান করলেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে, আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যা পড়ে খুবই ভালো লাগলো। আসলে প্রকৃতির মাঝে সুন্দর সময় পার করতে আমার অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ভর্তির বিলের মুহূর্তগুলো ছিল ভালোলাগা ভালোবাসার একটা জায়গা। যদিও ২০১৭-১৮ সালের আগে কেউ তেমন একটা আসতো না। কিন্তু বাংলার অপরূপ বৈচিত্র সেখানে বিরাজ করছে। দারুন ছিল আপনার অনুভূতিগুলো আর আপনি যে নিরিবিলি নির্জন জায়গায় পছন্দ করেন, এই ভর্তির বিল আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। আমাদের মাঝে আপনার মনের ভাবগুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ সেটা আমরা সকলেই জানি। আপনি অবসর সময় পেলেই নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন এবং প্রকৃতির কাছাকাছি গিয়ে সময় কাটান যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমরা যদি নিজের মতো করে সময় কাটাই তাহলে অনেক বেশি মানসিক প্রশান্তি আসে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আর যেহেতু নৌকাভ্রমণের সুবিধা আছে তাই জায়গাটি নিশ্চয়ই আরও বেশি আকর্ষণীয়। আপনার কাটানো মুহূর্ত ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। দাদা আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবুজের মাঝে ঘুরে বেড়ানোর একটা আলাদা তৃপ্তি আছে বলে আমার মনে হয়। আমি নিজেও খুব পছন্দ করি। আর দাদা দিনশেষে একা থাকা টাই হয়তো ভালো থাকা। নিজেকে খুঁজে পাওয়া টাই সবচে বেশি আনন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তির বিলে যাওয়ার রাস্তা টা আমার কাছে খুব ভালো লেগেছে। মাটির রাস্তা আঁকা বাঁকা হয়ে অনেক দূর চলে গিয়েছে। দেখতেই ভালো লাগছে। এরকম রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে। তাছাড়া আপনি এই বিলে আগে গিয়ে যেরকম মজা পেতেন এখন আস্তে আস্তে সেই মজাটা আর থাকবেনা। ধীরে ধীরে কোলাহলপূর্ণ হয়ে যাবে এলাকাটা। আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। দেখে আমার নিজেরই যেতে ইচ্ছা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজেকে কিছু সময় একা রাখাই ভাল তাহলে সবকিছুই উপলদ্ধি করা যায় সঠিক চিন্তার মাধ্যমে। মেঠো পথ দু পাশে সবুজ সব মিলিয়ে দারুন এক প্রকৃতি। এর মাঝে নিজেকে আবিস্কার করা যায় নতুন ভাবে। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জায়গাটা সত্যি অনেক সুন্দর, দুই পাশে সবুজের সমারোহ মাঝ খান দিয়ে মাটির সড়ক, খুবই চমৎকার দৃশ্য। তবে হ্যা, লোকজনের সমাগম বেশী হলে শৃংখলা কিংবা পরিবেশের সৌন্দর্য কোনটাই ঠিক থাকে না। ১০০ টাকায় ৩০ মিনিট নৌকায় চড়ার সুযোগ দারুণ ব্যাপার তো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জায়গাটার নাম বোধহয় আপনার পোস্টেই অনেক পড়েছি।সত্যিই দেখার মতো একটি জায়গা।আর নিজেকে নিয়ে ভাবতে পারাটাও সৌভাগ্যের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও আমি জানি , এমন ভ্রমণ আপনার নতুন নয় । কারণ বিগত সময়েও আপনার আমি বেশ কিছু ভ্রমণ আর্টিকেল পড়েছিলাম ভাই, তারাই ধারাবাহিকতায় বর্তির বিলের ভ্রমণ কাহিনী ও পারিপার্শ্বিক অবস্থাও জেনে ও দেখে বেশ ভালোই লাগলো । বেশি ভালো লাগলো জেনে যে ,সেখানে খুব স্বল্প পয়সায় নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। এই শহর আমাকে টানে না , হয়তো আমি নিজেকে খুঁজি ফিরি এই সুন্দর প্রকৃতির মাঝে । আপনার এই কথাটা কিন্তু বেশ ভালোই লাগে ভাই । শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit