হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে একটি webseries এর রিভিউ নিয়ে হাজির হয়েছি।কিছুদিন আগে এই webseries হৈচৈ OTT প্লাটফর্ম এ মুক্তি পেয়েছে।এই webseries তে এক নারী কঠিন সময়ে কিভাবে নিজেকে সব প্রতিকূলতার বিরুদ্ধে টিকিয়ে রেখে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে তাই দেখানো হয়েছে।
এই গল্পের মাধ্যমে পরিচালক আমাদের সমাজকে একটা বার্তা দেয়ার চেষ্টা করেছেন।যে বিষয়টা ছেলেদের ক্ষেত্রে কোনো বড় ব্যাপার না সেই একই বিষয় একটা মেয়ের জন্য সর্বনাশ ডেকে আনে আমাদের এই তথাকথিত সমাজ।
উত্তরণ
পরিচালনা:জয়দীপ মুখার্জি
অভিনয়:মধুমিতা সরকার,রাজদীপ গুপ্ত,শাওন চক্রবর্তী,স্বস্তিকা দত্ত প্রমুখ
প্রযোজনা:শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি:২৬ জানুয়ারী ২০২২
এই webseries এর কাহিনী একদম সাধারণ।তবে এই সাধারণ কাহিনীর মাধ্যমে পরিচালক সুকৌশলী এ আমাদের এই সমাজকে চপেটাঘাত করেছেন।এই আধুনিক যুগে যেখানে আমরা কথায় কথায় নারী স্বাধীনতার কথা বলি সেই যুগেই ঘরে বাইরে নারী আজ ও কতটা বৈষম্যের শিকার সেটা দেখানো হয়েছে।এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার।তিনি পর্না নাম এ এক সদ্য বিবাহিত সদা হাস্যময়ী এক স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন।
কিছুদিন আগে ডাক্তার স্বামী অভির সাথে গোয়াতে হানিমুন সেরে বাড়িতে ফিরে সুখে সংসার শুরু করে দেয় পর্ণা।অভি চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত।অভি তার স্ত্রীকে জানায় তার কাছে শরীরের কোনো বিশেষ গুরুত্ব নেই মন তাই তার কাছে সব।কিন্তু এই বক্তব্য যে কতটা মিথ্যে সেটা এই webseries এর এক পর্যায়ে দারুন ভাবে লক্ষ্য করা যায়।সুখেই কাটছিল দিন পর্নার স্বামীর সোহাগ আর শ্বশুরের ভালোবাসা নিয়ে।কিন্তু বিধিবাম।
সুখ বেশি দিন স্থায়ী হলো না পর্নার।একদিন গাড়ি করে স্কুল থেকে ফেরার পথে ড্রাইভার এর অসংলগ্ন ব্যবহার পর্নাকে একটু অবাক করে।পরে বাড়ি এসে এক সহকর্মীর পাঠানো ভিডিও দেখে পর্নার জগৎ কাছের স্বর্গের মতো ভেঙে চুরমার হয়ে যায়।প্রাক্তন প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের একটি MMS ইন্টারনেট এ ভাইরাল হয়ে গেছে।এই একটা MMS পুরো উল্টে দিলো পর্নার জীবন।ভালোবেসে কাউকে বিশ্বাস করা কখনোই অন্যায় নয়।কিন্তু আমাদের এই অন্তঃসার শূন্য সমাজ এই সব ক্ষেত্রে পুরুষদের অনায়াসে রেহাই দিলে ও নারীদের দাঁড় করিয়ে দেয় কাঠগড়ায়।
তেমনি এই MMS দেখার পর স্বামী শ্বশুর এমন কি বাবার কাছে থেকে ভৎসনা পায় পর্ণা।নিজের এই কঠিন সময়ে যে মানুষ গুলোর সাপোর্ট সবচেয়ে বেশি দরকার ছিল সেই মানুষ গুলোই ছুড়ে ফেলে দেয় পর্নাকে।আশপাশের পরিস্থিতি ও কঠিন হয়ে যেতে শুরু করে।সব কিছুর পর ও দুই একজন ভালো বন্ধুর বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করে পর্নাকে।স্বামীর ভাই নীলার্ক এগিয়ে আসে একজন মানুষ হয়ে বৌদির পাশে দাঁড়াতে।একসময় পর্নার সংসার ভাঙা নিশ্চিত হয়ে যায়।কি করবে পর্ণা?এই নিষ্ঠুর সমাজের কাছে হার মেনে নেবে নাকি ঘুরে দাঁড়াবে?জানতে হলে দেখতে হবে hoichoi OTT প্লাটফর্ম এ এই webseries টি।
পরিচালক জয়দীপ মুখার্জি কে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই রকম একটা অসাধারণ বিষয় নিয়ে webseries বানানোর জন্য।কারিগরি দিক দিয়ে পরিচালক নিঃসন্দেহে দক্ষতার পরিচয় দিয়েছে।সঠিক নির্দেশনা অভিনয় ও গল্পের ধারাবাহিকতাকে আরো গতিশীল ও প্রাসঙ্গিক করে তুলেছে।আর অভিনয় ও প্রত্যেকের অনেক সাবলীল ছিল।
মধুমিতা এই চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত ছিল না কিন্তু তিনি নিজেকে দারুন ভাবে চরিত্রের একাত্মতা করতে পেরেছেন।তার অভিনয় সত্যিকার অর্থে অনেক অনেক সুন্দর ছিল।অভি চরিত্রে রাজদীপের অভিনয় ও একদম পেশাদারিত্বে পরিপূর্ণ ছিল।প্রত্যেকটা চরিত্র গল্পের প্রবাহের সাথে একদম সঠিক ছিল।
সত্যি কথা বলতে পরিচালক এই webseries টিকে মনের মতো করে সাজিয়েছেন।এছাড়া অন্যান্য কারিগরি দিক যেমন ক্যামেরা শিল্প নির্দেশনা সংগীত সম্পাদন সবই পারফেক্ট ছিলো।
একটি দারুন গল্পের webseries
৯/১০
HOICHOI PLATFORM
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
দাদা এই ওয়েব সিরিজটি আমি দেখেছি। খুবই চমৎকার হবে পর্না অভিনয় করেছেন। তবে এটা বাস্তব ঘটনার সাথে অনেকটা সাদৃশ্য আমার মনে হয় কারণ প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে। যাকে আপনি ভালোবেসে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিবেন সেই আপনার সাথে প্রতারণা করবে এবং সেখান থেকে কিভাবে একটি সাধারন মেয়ে উঠে আসেছে সেটাই চমৎকার ভাবে গল্পটিতে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর ভাবে বর্ণনা করলেন দাদা, ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা রিভিউটি দেখে মনে হচ্ছে দারুন একটি প্রতিবাদ মুখর ও সমাজের বাস্তবতা নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ । আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে। আমাদের জীবনে ভালোবাসা আর বিশ্বাস দুটোই খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে নিজের খারাপ সময় কাছের মানুষদের থেকে সাপোর্ট পাওয়াটা অতীব জরুরী। কিন্তু নিজের সামান্য ভুলে যখন যে সময় তা পরিবারের থেকে আপন মানুষ তাকে সাপোর্ট পাওয়া দরকার সেই সময়টায় যখন তারা দূরে সরিয়ে দেয় একা করে দেয় তখন সত্যিই খুব খারাপ লাগে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। কিন্তু পর্না স কাজ করেনি সে লড়াই করছে এই অন্তঃসারশূন্য সমাজের বিপক্ষে। দারুন একটি রিভিউ দিয়েছেন। অবশ্যই এই সিরিজ দেখবো। অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ অসাধারণ একটি ওয়েব সিরিজ মনে হচ্ছে। মধুমিতা সরকার আমার সব সময় খুব পছন্দের নায়িকা। তাই বুঝতে পারছি তার অভিনয় করা ওয়েব সিরিজ খুব সুন্দর হয়েছে। শেষের দিকটা বলেনি তাই আকর্ষণ রয়ে গেল দাদাভাই। তাই অবশ্যই এই ওয়েবসাইটটি দেখতে হবে যে মধুমিতা সরকার অর্থাৎ পর্ণা চরিত্র কিভাবে তাকে এই সমাজের নিচু নজর থেকে বাঁচিয়ে তোলে এবং এই সিরিজের মাধ্যমে আমাদের সমাজের চিন্তা ভাবনার পরিবর্তন আনা সম্ভব কিনা। ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ❣️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এই ওয়েব সিরিজ এর কিছুটা অংশ আমি দেখেছি। সেখানে দেখলাম তার স্টুডেন্টস ও স্কুলের কলিগরা তাকে নিয়ে সমালোচনা করছে। দেখেই বুজতে পেরেছিলাম কাহিনীটি কিন্তু সম্পুর্ন সিরিজটি দেখিনি। আপনার রিভিউতে রেটিং দেখে পুরো সিরিজটি দেখাট আগ্রহ বেড়ে গেলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও এই সিরিজ টি দেখিনি তবে গল্পের প্লট দেখে মনে হচ্ছে,বাস্তব মুখী একটি সিরিজ হবে যেখানে সমসাময়িক কোনো কিছুকে তুলে ধরার চেষ্টা করেছে।আর খুব সুন্দর ছিল দাদা আপনার রিভিউ টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা সব মানুষ বিশ্বাসের যোগ্য না, অনেক নারী অনেক পুরুষকে বিশ্বাস করে ঠকে যায়, পরিচালক সেটাই তুলে ধরতে চেয়েছি আপনার রিভিউটি পরে সত্যি অনেক ভালো লাগলো, অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই আগের মতো এখন মেয়েদের পুরা অধিকার ভাগ্যে জোটেনি ।সুধু সবার বাধা বিপত্তি তাদের আটকে দেয় সফলতার পথে ।আপনার দেওয়া ওয়েব সিরিজের পর্নার মতো হওয়া উচিত সব মেয়েদের ।তাহোলে সব ঠিক হবে ।ধন্যবাদ ভাই এতো সুন্দর ওয়েব সিরিজ শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৈচৈ ওয়েব সিরিজ গুলো বেশ চমৎকার হয়ে থাকে আমিও মাঝে মাঝে দেখার চেষ্টা করি, চমৎকার একটি ওয়েবসিরিজ আপনি উল্লেখ করেছেন আপনার পোস্টে, বেশ দারুন লাগলো আপনার পোস্ট পড়ে সময় হলে এই ওয়েব সিরিজটি দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ রকম একটি ঘটনা আমার এক বন্ধুর জীবনের সঙ্গেও ঘটেছিল এবং আমার খুব কাছের বন্ধুর বউয়ের সঙ্গে এবং সেটা আমি শিউলি গল্প লিখেছিলাম । যাইহোক তবে সেই গল্পে শিউলি একদম মারা পড়ে গিয়েছিল । তবে এমন জঘন্য কাজের সঙ্গে যে সকল মানুষ জড়িত আছে, বিশেষ করে এই সকল বিকৃত মানসিকতার মানুষ, তাদেরকে আমার কোনোভাবেই মানুষ মনে হয় না । কারণ যারা মানুষের সরলতা নিয়ে এরকম কাজ করে ,তারা কোন ভাবেই মানুষের তালিকায় পড়ে না । ভালোই ছিল আপনার ওয়েব সিরিজের রিভিউ এবং সময়োপযোগী পোস্ট বলে আমি মনে করি । ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি খুবই সুন্দর একটি সিরিজের রিভিউ আজকে আমাদের সাথে করলেন। এই সিরিজটি আমি দেখেছি। আমার অনেক ভালো লাগে। সিরিজের গল্পগুলো বাস্তবের সাথে অনেক মিল রয়েছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। ভালো লাগলো আপনার রিভিউটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ওয়েব সিরিজটি আমার দেখার খুব ইচ্ছে ছিলো।সোশ্যাল মিডিয়ার ছোট ছোট ক্লিপ গুলোও দেখেছি।তবে,কেনা হয়নি তাই দেখতে পারিনি আর আমি।আর মধুমিতা তো আমার প্রিয় একজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুখ দুখ পাশাপাশি
এক বালিশে ঘুম যায়,
কোনটাই স্থায়ী নয়
অদলবদল হয় তারা পালায়, পালায়।
কাহিনীটা সুন্দর ছিল
ছিল সমাজের কথা,
হাসি কান্না দুই ভাবে মোরা
পেয়ে যাই শুখ ও ব্যাথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অনেক সুন্দর একটি সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করেছে। দাদা এই ওয়েব সিরিজ এর আগে কখনো দেখা হয় নি। তবে আপনার এই পোস্টের মাধ্যমে আজ দেখার মতোই হয়ে গেলো।তবে এটা বাস্তব জীবনের সাথে অনেক টাই মিলে যায়। এরকম অনেক ঘটনা আছে যাকে সব টুকু দিয়ে ভালো বাসবেন সেই প্রতারনা করে বসে।খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার এখনো এই ওয়েব সিরিজটি দেখা হয়নি কিন্তু। তবে আপনার পোস্টের মধ্যে মুভিটির কিছু কাহিনী তুলে ধরেছেন যা পড়ে মনে হচ্ছে অবশ্যই দেখতে হবে। এই মুভির কাহিনী অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লেগেছে। এরকম একটি মুভি আপনি আমাদের সাথে রিভিউর মাধ্যমে শেয়ার করেছেন বলে এই মুভির কাহিনী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি তো অবশ্যই এই মুভিটি দেখব। এত সুন্দর একটি মুভি রিভিউ দিয়েছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit