দিন দিন নিজেকে একটু একটু করে
ভাঙতে ভাঙতে সময় আসে গড়ার।
গড়তে গিয়ে দেখি আমি পারছি না
হারিয়ে যাচ্চে আমার ধারাবাহিকতা,
আমি আবার নিজেকে ভাঙতে শুরু করি।
এভাবেই চলতে থাকে দিনের পর দিন
আমি একদম ভালো নেই।
মনে পড়ে অতীতের কত স্মৃতি
ঘুমের মধ্যে আসে এক ঝাঁক অতীত,
আমাকে টেনে নিয়ে যেতে চায়।
সেই সব দিনগুলোতে সেই সোনালী রোদ
সেই হঠাৎ জমায়েত
উঠোন হয়ে যায় ক্রিকেট ময়দান।
সেই উল্লাস আনন্দ সেই হাসি গান
অনেকদিন দেখা হয় না শৈশবের স্মৃতিমাখা,
সাক্ষাৎ পাই না সেই ছেলেবেলার বন্ধুদের।
প্রযুক্তি আমাকে দিয়েছে নতুন নতুন বন্ধু
নতুন নতুন সময় কাটানোর উপকরণ।
তবে একবার যদি অতীতে ফেরা যায়,
যদি একবার ফেরা যেত আর একবার
যদি একটা নতুন ক্রিকেট ম্যাচ খেলা যেত,
আবার যদি সন্ধ্যায় সবাই মিলে খেলা শেষে
একটা আড্ডা দেওয়া যেত!
সময় আস্তে আস্তে চলে যাচ্ছে
হয়তো একদিন হারিয়ে যাবে সেটাও,
স্মৃতি থেকে তবে কি পেলাম আর পেলাম না,
থাক না আজ ওইসব মিথ্যে পাওয়া না পাওয়া।
যতদিন বাঁচি ততদিন ফিরে যেতে চাই,
এই যাওয়াটা আমার বাঁচার দাবি।
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি অসাধারণ কবিতা লিখেন। আপনার কবিতার ভাষা গুলো বেশ চমৎকার। আপনার কবিতা কি করে আমার অনেক ভালো লেগেছে। জীবনের আড্ডাগুলো সত্যি দাদা অসাধারণ হয়। অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটা সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাগুলো কবিতার লাইন হলেও ভীষণ বাস্তব। এই প্রযুক্তি আমাদের কি দেয় নি তার হিসাব করলে শূন্য ই আসবে বরং কি দিয়েছে হিসেবে করলে দেখবো একদম ১০০ তে ১০০।কিন্তু কি যেনো নিয়ে নিলো!সেই স্মৃতি,সেই ছেলেবেলা, সেই একসাথে স্কুলের লাস্ট বেঞ্চে বসে আড্ডা, সেই স্কুল শেষে একসাথে ঘুরাফিরা। সব হারিয়ে গেছে।
দারুণ লিখেছেন ভাইয়া।কবিতাটি পড়ে আমার মৃত বেস্ট ফ্রেন্ডের কথা মনে পরে গেলো। 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।তবুও বাস্তবতাকে মেনে নিয়ে চলতে হবে বাকি পথগুলো স্মৃতিকে আঁকড়ে ধরে।শৈশবের স্মৃতিগুলি প্রতিটি মানুষের হৃদয়কে কুড়ে কুড়ে খায় আবার অতীতে ফিরে যাওয়ার জন্য।হয়তো ছেলেবেলার সত্যিকারের বন্ধুদের মতো প্রযুক্তির বন্ধুরা আমাদের স্বর্গীয় সুখ দিতে পারবে না তবুও সেটাই আকড়ে ধরে চলতে হবে।সবার শৈশবগুলি এখন শুধু ধোঁয়াশায় ঘেরা কল্পনামাত্র।চাইলে ও ফিরে পাওয়া যায় না।কবিতার মধ্যে ছেলেবেলার অনেক স্মৃতি,হাসি-কান্না ও বিনোদন ফুটে উঠেছে।দাদার কবিতাগুলো বরাবরই চমৎকার।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা টা অনেক টা আমার চিন্তা ভাবনা এবং বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে। আমিও ভালো নেই😞। অতীতে কথা মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারিনা। মনে হয় চলে যায় সেই অতীতে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এক কথায় অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সবাই ফিরে যেতে চাই কিন্তু সেই খেলনাওয়ালা কিন্তু আর পাড়ায় আসে না এবং সেই খেলার মাঠ আর আমাদের সামনে আগের মত রুপ নিয়ে ফিরে আসে না। আপনার কবিতাগুলো যত পড়ি ততই মুগ্ধ হই কারণ আপনার কবিতার মধ্য দিয়ে খুব গভীর এবং জীবনঘনিষ্ঠ অনেক ভাব আপনি প্রকাশ করতে পারেন। যে বিষয়টা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে কারন আপনার কবিতাগুলোতে একটা জীবনের কোনো না কোনো ব্যাপার থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনার কবিতাগুলো আমাকে ভালোই লাগে। এককথায় আপনার ভক্ত বলতে পারেন।আজকের কবিতা আরো ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা আপনার কবিতাটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল শৈশবের বন্ধুদের কথা মনে পড়ে গেল আমার ও আমার ইচ্ছে করছে শৈশবে ফিরে যেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই মনের কথা বলেছেন। ভার্চুয়াল জগতের সত্যিই আমরা বড় ক্লান্ত। ভার্চুয়াল জগত আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু আমাদের জীবন গুলো থেকে আনন্দঘন মুহূর্ত গুলো কেড়ে নিয়েছে।
ছোটবেলার সেই একসাথে খেলা, বন্ধুদের সাথে আড্ডা কিংবা চায়ের দোকানে এখন আর কোন আড্ডা চলে না।
ভার্চুয়াল জগত সত্যিই আমাদের জন্য বিরক্ত কর। যদিও এটি আমাদের জীবন যাত্রার মান উন্নত করেছে তার পরেও জীবন থেকে কেড়ে নিয়েছে শৈশবের সেই ভালো লাগার দিনগুলোর।
অতিব চমৎকার এবং মনোরঞ্জক কিছু শেয়ার করলেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটি পড়ে আমারও শৈশবে ফিরে যেতে মন চাচ্ছে। সবারই শৈশবকাল অনেক মধুর থাকে। কিন্তু যখন শৈশবে থাকে তখন তা আমরা বুঝতে পারি না। বড় হয়ে গেলে আমরা তখন বুঝতে পারি যে শৈশবটা কত মধুর ছিল। আর তখন বারবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে।
আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে দাদা। প্রতিটি লাইন একদম হৃদয় ছুঁয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া,প্রতিটি নাইন মনকে ছুঁয়ে দেই।আমরা প্রতিটা মানুষই অতীতে জীবনে ফিরে যেতে চাই।ছেলেবেলার সেই সময় ছেলেবেলার বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সময় গুলো আবার যেন ফিরে পেতে চাই। প্রযুক্তি আমাদের নতুন নতুন বন্ধু সময় কাটানোর উপকরণ দিয়েছে।কিন্তু অতীতের ফেলে আসা দিনগুলো দিতে পারবে না।
তবে ভাইয়া, আপনার কবিতার এই অংশটি খুবই ভালো লেগেছে।
"আমি একদম ভালো নেই।
মনে পড়ে অতীতের কত স্মৃতি
ঘুমের মধ্যে আসে এক ঝাঁক অতীত,
আমাকে টেনে নিয়ে যেতে চায়।
সেই সব দিনগুলোতে সেই সোনালী রোদ
সেই হঠাৎ জমায়েত
উঠোন হয়ে যায় ক্রিকেট ময়দান"
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ কি দারুন একটি কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতায় শৈশব এ কাটানো মুহূর্ত গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। আসলে শৈশব কে বড্ড মনে পরে। ফিরে যেতে পাই সেই শৈশবে স্মৃতি তে, কিন্তু মন চাইলেই কি আর সেটা এখন সম্ভব...? 😥😥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আমি একদম ভালো নেই।
মনে পড়ে অতীতের কত স্মৃতি
ঘুমের মধ্যে আসে এক ঝাঁক অতীত,
আমাকে টেনে নিয়ে যেতে চায়।" গভীর থেকে গভীরতর ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার লিখেছেন দাদা। জীবন থেকে আসলেই অনেক কিছু হারিয়ে গিয়েছে। প্রযুক্তির কল্যাণে আজ আমাদের অনেক অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। কিন্তু কাছের লোক জনেরা অনেক দূরে চলে গিয়েছে। আপনার লেখার হাত আসলেই ভালো। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় প্রতিটি মানুষেরই শৈশবের স্মৃতি মাখা দিন গুলোর কথা সব সময় মনে পড়ে, ফিরে যেতে মন চায়, কিন্তু ফিরে তো আর যাওয়া যায় না, শুধু স্মৃতি হয়ে বসে থাকে। আপনার মত আমারও খুব মনে পড়ে শৈশবের কথা, মাঝে মাঝে ফিরে যেতে মন চায়। আপনার এই পোস্টটি পড়ে আবারও মনে পড়ে গেল শৈশবের স্মৃতিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি মাধ্যমে শৈশবের স্মৃতি গুলো ফুটে উঠেছে। এ কবিতার মাধ্যমে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আসলে শৈশবের দিনগুলো খুবই আনন্দের ছিল। দিনগুলো আবার ফিরে পেতে পারলে অনেক ভালো লাগতো। আপনার কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাইনগুলো পড়ে মনে হলো জোর করে হলেও সেই স্মৃতিময় দিনগুলোতে ফিরে যাই। মাঝে মাঝে সত্যি বড্ড বেশী মিস করি সেই সময়ের আনন্দময় সময়গুলো। কিন্তু শেষের এই লাইনগুলো পড়ে আবার আটকে গেলাম বর্তমানে-
কারন বর্তমান সময়টা একটু ভিন্নভাবে উপভোগ করছি, প্রযুক্তির সাথে নিজের ভিন্ন সংযুক্তি আটকে রাখছে আরো বেশী, তবে সেই স্বাদটা ফিরে পাই না, এটা বলতে হচ্ছে নিঃসংকোচে। ধন্যবাদ কবিতাটি পড়ে ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ইমোশনাল হয়ে গেলাম দাদা। সত্যি যদি ফিরে যেতে পারতাম সেই সব অতীতে, শৈশবে! আজ মনে হচ্ছে যেনো সব হারিয়ে ফেলেছি, কিছু নেই বাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বেলার স্মৃতিগুলো বড় হলে সব সময় হাত ছানি দিয়ে ডাক দেয়। কিন্তু হয়ত আর কখনও সেই সুন্দর স্মৃতি ময় সময়ের কাছে ফিরে যাওয়া যাবে না। পাওয়া যাবে না সেই আনন্দক্ষণ মুূহূর্ত।
দাদা আপনার লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে। আসলে মানুষের বড় বাড়ার সাথে সাথে সকল শখগুলোও কেমনে যেন হারিয়ে যায়।
আপনার জন্য শুভ কামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে গেল। প্রযুক্তি সত্যি আমাদের নতুন নতুন বন্ধু দিয়েছে, দিয়েছে নানান ধরনের সময় কাটানোর উপকরণ কিন্তু সেই অতীতের সোনালী রোদ মাখা দিনগুলো, মাঠে-ঘাটে ছুটে বেড়ানো, ছেলেবেলার বন্ধুদের সাথে কাটানো সময় সবকিছুই অমূল্য। দাদা আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। "যদি ফেরা যেত" কবিতার এই শিরোনামটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দাদা, কি রুপ দিলেন কবিতার, একটা কবিতাই অনেক ধরনের কথা তুলে ধরেছেন। স্মৃতি, আবেগ , বর্তমান, অতীত, প্রযুক্তি। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি কবিতা ছিল। আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লাগে দাদা, অনেক সুন্দর ভাবে কবিতা লিখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের সেই স্মৃতি মাখা দিন গুলি যদি সত্যিই আবার ফিরে পাওয়া যেতো।প্রত্যক্ষ ভাবে অনেক আড্ডা অনেক হইচই সত্যি দিনগুলি অনেক দারুন ছিলো। এখন তা শুধুই স্মৃতি। তোমার কবিতা পড়ে আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে। দারুন ভাবে তুলে ধরেছো। শুভেচ্ছা অবিরাম yr
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতীত ঘিরে বেঁচে আছি
থাকবো চিরকাল
অতীত আমার ছেলে বেলা
অতীত ক্রিকেট দল।
বর্তমানে নতুন যারা
কালকে তারা অতীত
প্রযুক্তির এই ধরাতে ও
কত হল পতিত।
দাদা তোমার কবিতার
হয়না তুলনা
তোমার কবিতায় খুঁজে পাই
নতুন মোহনা♥ ♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবধর্মী একটা কবিতা দাদা অনেক ভালো লাগলো আমার পড়ে শুভকামনা রইল আপনার জন্য। 😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার লাইনগুলো পড়ে আমার শৈশব কালের স্মৃতিগুলো মনে পড়ে গেল দাদা। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ক্রিকেট খেলা, বন্ধুরা মিলে ঘুরতে যাওয়া সবকিছুই অনেক মিস করি দাদা। কেন জানি সময়ের সাথে সাথে সবকিছু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমারও মন চায় সেই শৈশবের মুহূর্তগুলো ফিরে পেতে।সেই খোলা মাঠের ক্রিকেট ম্যাচের আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করতে। অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন স্কুল কলেজে পড়তাম তখন প্রত্যেকদিন বিকালে বন্ধুরা মিলে ক্রিকেট ফুটবল খেলতাম, সবাই চাঁদা তুলে সরঞ্জামাদি কিনতাম। কিন্তু এখন সবার ই টাকা আছে কিন্তু কারো নাকি বাহির হইতে ইচ্ছা করে না।খেলতে বললে বলে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে।
প্রযুক্তি আমাদের ভালো সময়টা কেড়ে নিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্মৃতি মানুষকে অতীতে ফিরে যাবার হাতছানি দেয়,কিন্তু ফেরা আর যায়না। মনের কোনে তার বসবাস। সযত্নে সুখের স্মৃতি আগলে রেখে মানুষ বাঁচে আনন্দ খুঁজে নেয় ভীষণ ভালো লেগেছে কবিতাটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন৷ কবিতা পড়তে অনেক ভালো লাগে, তাই যখনই কোনো কবিতা দেখি তখনই পড়ে পেলি।অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্রোত আর সময়,
কারো যে আপন নয়।
চলছে তো চলছে,
সব পিছে ফেলছে।।
আমরা শুধু আগুয়ান,
ধাবিতের সাথে ধাবমান।
চলাটাও থেমে যাবে একদিন,
শুধুই হবেনা কির্তিটুকু বিলিন।
জীবনের কিছু টুকু তুলে ধরার প্রয়াস অনেক ভাল ছিল। স্বাগতম আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit