হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
একটা প্রেম শুরু হয়েছিল,
নিঃশব্দে, এক পলকের আদান-প্রদানে,
চোখের ভাষায় লেখা ছিলো
অজানা কোনো প্রতিশ্রুতি।
তুমি বলেছিলে—
"ভালোবাসা মানে একসাথে থাকা,"
আমি ভেবেছিলাম—
"ভালোবাসা মানে একসাথে থাকা সত্ত্বেও খুঁজে ফেরা!"
এই দ্বিধার মাঝেই শুরু হলো
আমাদের গল্পের সংঘাত।
তোমার পৃথিবী ছিল স্থির,
আমার ছিল পথচলার অস্থিরতা।
তুমি চেয়েছিলে বৃষ্টি—
আমি ছিলাম মরুভূমির বাতাস,
তুমি আঁকতে চাইতে রং,
আমি খুঁজে ফিরতাম ছায়ার গভীরতা।
সংঘাত বাড়তে থাকলো,
শব্দগুলো ধারালো হয়ে উঠলো,
নীরবতা বিষাদময় হলো,
প্রেমের রঙিন অক্ষরগুলো
একদিন ধূসর হয়ে গেল।
কিন্তু জানো?
প্রেম সবসময় শেষ হয় না,
কখনও কখনও সংঘাতই
তাকে নতুন অর্থ দেয়।
কখনও আমরা যুদ্ধে জিতি,
কখনও প্রেমই আমাদের জয় করে নেয়।
একটা প্রেম ছিল,
একটা সংঘাতও ছিল,
কিন্তু সবকিছুর শেষে—
তুমি ছিলে, আমি ছিলাম,
শুধু ‘আমরা’ আর ছিল না…
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
সত্যিকারের ভালোবাসা গুলো এমনই হয়। মুখ ফুটে কিছু বলতে হয় না। বরং চোখের ভাষা-ই যথেষ্ট। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতাটি প্রেমের জটিলতাকে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। যেখানে প্রেম শুধু একসাথে থাকার কথা নয়, বরং একসাথে থেকেও একে অপরকে খুঁজে পাওয়ার চাওয়াও রয়েছে। দুটি ভিন্ন পৃথিবীর সংঘাত, একে অপরের চাওয়া এবং না চাওয়ার মধ্যে চলে যেতে যেতে এক সময় সেই প্রেমই নতুন অর্থ পায়। একদিকে দ্বিধা, অন্যদিকে সম্পর্কের সোনালী অক্ষর এই অদ্ভুত মিশ্রণে কবিতাটি সত্যিই দারুন হয়েছে ,ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে আজকের কবিতাটি দাদা।আপনি সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটি শেয়ার করেছেন। দুজন মানুষ দুরকমের চিন্তা চেতনা হতে ই পারে।সংঘাত,না পাওয়ার কষ্ট আসতেই পারে দুজনের মাঝে।কিন্তু কোন এক সময় ভালোবাসা দিয়ে দুজন আবার একসাথে চলতে শুরু করে ।এরই নাম তো ভালোবাসা।সত্যিকারের ভালোবাসা নানান কিছুর পরেও বার বার ফিরে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার শেষ অংশে, গভীর ভালোবাসার দারুণ বহিঃপ্রকাশ পেয়েছে। পুরো কবিতাটাই দুর্দান্ত লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা প্রেমময় কবিতা গুলি যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দাদা। আজকের কবিতাটিও আমাকে মুগ্ধ করে ফেলেছে। যেখানে একজন প্রেমিকের মনের সুপ্ত অনুভূতিগুলিকে ফুটিয়ে তুলেছেন। চমৎকার শব্দ চয়নে ভালোবাসার অনুভূতির কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit