হ্যালো,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।বর্তমানে সবাইকে ভালো থাকতে হবে যে কোনো প্রকারে।কারণ এখন ভালো থাকাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করতে চলেছি।এই কবিতাটি আমি আমার কবিতার খাতা থেকে আপনার সাথে ভাগ করে নিচ্ছি।
এই কবিতার বিষয়বস্তু খুবই সরল ও বাস্তবিক।এখানে এক সৈনিকের ঠিক যুদ্ধ পূর্ববর্তী এক ছোট্ট ভালোলাগা ভালোবাসার গল্প বর্ণনা করা হয়েছে।সৈনিক জানে এক ভয়ঙ্কর যুদ্ধে তাকে যেতে হচ্ছে যেখানে হয়তো কোনো হাড় হিম করা সত্যি অপেক্ষা করে আছে তার জন্য।এই সত্যি টাও জেনে সে ভালোবেসে ফেলে একটি মেয়েকে।নিশ্চিত দুঃখভোগ ও বিচ্ছেদ জেনেও এই ভালোবাসা থমকে থাকেনি।মৃত্যুর থেকেও মহান হতে চেয়েছিলো তাদের ভালোবাসা।কিন্তু এক কঠোর মনের সৈনিকের নিদ্রাহীন রাতের মানসিক অস্থিরতা থাকে ভুল করতে বাধ্য করে আর তারপর অনিবার্য ...........
সৈনিকের অস্ত্রে হুঙ্কার আর চোখে বাষ্প
ঠিক এই সময়ে দেখা হলো তোমার সাথে,
হয়তো দেখা না হলেই ভালো হতো।
আমাকে যেতে হবে অতি শীঘ্রই সীমান্তে
ডাক এসেছে আগেই প্রস্তুতি তুঙ্গে,
তখন তোমার হাসি আমি থমকে দাঁড়াই,
যুদ্ধের বাজারে ভালোবাসার সুগন্ধি ভাসে।
শুরু হলো আকস্মিক আলাপ সন্তর্পণে
অল্প ভালোলাগা আর অনেকটা বিশ্বাস নিয়ে,
আমার যুদ্ধের আবেগে তুমি প্রবেশ করলে
জানি নিশ্চিত ছাড়াছাড়ি আর বিস্তৃত বিরহ,
তবুও আমাদের পথ চলা শুরু হলো।
হয়তো অনেক ভুল হলে ও ঠিক ছিলো কিছু
তোমাকে দিতে পারিনি একটিও গোলাপ
আমার সারা চিন্তা জুড়ে বারুদের গন্ধ,
হয়তো শত্রুর বুলেটে লেখা আছে আমার নাম।
তুমিও এসেছিল দারুন বিশ্বাস আর স্বপ্ন নিয়ে
আমি তো সৈনিক আমার অস্ত্রে শুধু আগুন জ্বলে
আর হৃদয়ে জেদ আর ক্রোধের অগ্নিকুণ্ডে,
সেখানেই তোমাকে রেখেছি ভয়ঙ্কর আবেগে মুড়িয়ে।
তুমি চেয়েছিলে একটি মন একজন মানুষ
আমি সীমান্তে সীমান্তে নিদ্রাহীন উৎসব দেখে
শুধু বুঝেছি দেশ আর নিজের আবেগের বিস্ফোরণ,
তোমাকে ভালোবেসে ও ছুঁতে পারিনি তোমাকে,
ভীষণ বিশ্বাস আর গভীর অনুভূতির টানাপোড়েনে।
প্রতিদিনের আঘাত তুমি নিয়েছো ভালোবাসায় ভরিয়ে
সব কিছুরই শেষ আছে ধৈর্য্যের নদীতে চর জাগে
আজকে তোমার ফেরার পালা আমাকে বিদায় জানিয়ে,
হয়তো ভীষণ যন্ত্রণা নিয়ে আমাকে ভুলে গেলে।
আমি এখন সীমান্তে ব্যস্ত অনবরত গুলি বর্ষণ নিয়ে
হঠাৎ একটা বুলেট আমাকে তোমরা কথা মনে করিয়ে দিলো,
জানো?খুব ফিরতে ইচ্ছে হলো তোমার কাছে,
মনে হলো ছুটে যাই সব অভিমান আর অপরাধ নিয়ে,
তোমার কাছে নিঃশর্ত ক্ষমা জানিয়ে,
জানি ফেরা হবে না আর,ফেরার সব পথ জুড়ে অন্ধকার নেমেছে।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
আসলে প্রকৃত ভালোবাসা গুলো এমনই হয়।ভালবাসলে ক্ষমা চাইতে লজ্জা লাগেনা।অপমান কে অপমানিত মনে হয় না।এত চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।ভালোবাসা বেঁচে থাক চিরদিন।রঙিন হয়ে ফিরে আসুক বারবার♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠিন কঠিন অনেক কঠিন ভাবনা দিয়ে লেখা এই কবিতা। শেষের লাইন গুলো খুবই সুন্দর ছিল যেন এটাই বাস্তবতা। ভালো লাগে আপনার লেখা প্রতিটি কবিতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখান থেকে লাইন কোট করা খুব মুশকিল । কারণ প্রতিটা লাইনের কথা ছিল ভীষণ ধারালো । এমন প্রেম গুলো খুবই গর্বের হয় ,আমি মনে করি । কারণ প্রেমিকা হয়তো গর্ব করে বলতে পাররে আমার প্রেমিক সৈনিক ছিল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দারুন পটভূমি নিয়ে কবিতাটি লিখেছেন দাদা। শেষটা পড়ার পর বুকের ভেতরে কোথায় যেন চিনচিন করে ব্যাথা করতে শুরু করল। হয়তো এখানেই আপনার লেখার স্বার্থকতা। সত্যি বলতে এমন ঘটনাই ঘটে চলেছে প্রতিনিয়ত। হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক শত্রুর বুলেটে নিজের নাম লিখিয়ে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে । আর বুকের এক প্রান্তে আগলে রাখা প্রিয়তমাকে শেষ নিঃশ্বাসে স্মরণ করে চির নিদ্রায় চলে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিকারের ভালোবাসাগুলো শুকনো পাতার মত একময় ঝরে পরে যায় কোন এক ভুলের জন্য! দাদা আপনার কবিতা আমাকে অতীতের দিকে নিয়ে গেলো! ভীষণ মনে পরে গেলো সেই পুরোনো কথা গুলো। সর্বপরি আপনি একজন নেচারাল কবি❤️ অনেক ভালো লেগেছে দাদা ধন্যবাদ আপনাকে অজান্তেই মনের কথা গুলো তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থ লিখেছেন দাদা। যদিও বাক্যগুলোর অর্থ বোঝা একটু কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের কবিতাটি পড়ে এমন ই যুদ্ধের এক ঘটনা মনে পরে গেলো।ঘটনাটি আমি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কি বলবো বা কি লিখবো বুঝতে পারছি না, কারন আজকের পুরো কবিতাটি পড়ে হৃদয়ে ভেতরে একটা মোচর দিয়ে উঠলো। কি সুন্দর এবং নির্মম বাস্তবতার আলোকে একটা প্রেমের চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি। অসাধারণ লিখেছেন আজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারন লিখেছেন দাদা।
একজন সৈনিক তার দেশকে যে বেশী ভালবাসে । সেই ভালবাসায় রাঙিয়ে দিতে চায় প্রিয়ার চোখ । প্রিয়া বসে থাকে পথ চেয়ে তবু ফেরে না সে । ফিরে আসা হয় না তার চিরচেনা গায়ের রাস্তায়। হৃদয় নিংড়ানো কথাগুলো লিখেছেন দাদা । যেন কবিতার প্রতিটি লাইন আলপিনের মতো বেধেঁ হৃদয়ে। ধন্যবাদ । ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা খুব চমৎকার একটি কবিতা লিখেছেন, খুব দারুণ ভাবে আপনি আপনার মনের ভাব ফুটিয়ে তুলেছেন এই কবিতার কথা গুলোর মাধ্যমে, বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি ফুটে উঠেছে আপনার কবিতার প্রত্যেকটি লাইনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা অসাধারণ একটি কবিতা লিখেছেন। এককথায় দারুন দারুন দারুন ।আমার আছে তো খুবই ভাল লেগেছে। চমৎকারভাবে মনের আবেগ গুলো কে আপনি ফুটিয়ে তুলেছেন ।ভালোবাসা কোন বাধা নিষেধ ,ভয়-ভীতি মানে না আপনার কবিতায় দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা ভালোলাগা এমন একটি জিনিস হাজারো কষ্ট হাজারো যন্ত্রণা সহ্য করে ভালোবাসার মানুষটির কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করে।একজন সৈনিক তার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিতে পারছে না।তারপরও সীমান্তে যুদ্ধের যেতে হবে।ওই সৈনিক জানে তার মৃত্যু নিশ্চিত তারপরও তার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে না। যাই হোক আপনার লেখা কবিতাগুলো সত্যিই আমার খুবই ভালো লাগে।আপনার কবিতার অর্থ গুলো সত্যি অনেক গভীর যা মনের গভীর থেকে পড়ে বুঝে নিতে হয়। কবিতার প্রতিটি অংশ আমার খুবই ভালো লেগেছে।
এটাই সত্যি নিশ্চিত ছাড়ছাড়ি হবে জেনেও সৈনিক তার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারেনি। আর এটাও সত্য যদি মন থেকে কারো প্রতি ভালবাস হয় সেই ভালোবাসার মানুষটি কে কখনও ভুলা যায় না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হারিয়ে যাওয়া কিছুক্ষণ ভেবে, সময়ের উন্মাদনা ভোগ, সত্যিই জীবন সুন্দর করে মুহূর্ত কাটাতে অনেক সহায়ক। ভোগ নয় ত্যাগ হো আনন্দ। এই কামনায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবিতাটি খুবই সুন্দর হয়েছে।আসলে যুদ্ধে গিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও ভালো লাগার বিষয়টি ফুটে উঠেছে।যেটি মেয়েটির জন্য খুবই হৃদয়বিদারক ছিল।কারন অপেক্ষা ও মনে বিশ্বাস নিয়ে মেয়েটি ফিরে আসার জন্য পথ চেয়ে ছিল ভালোবাসার মানুষটির জন্য।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit