আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -১৩ || শেয়ার করো তোমার বসন্তের ফটোগ্রাফি || 10 % Beneficiary to @ shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ রোজ বৃহস্পতিবার / ৩ মার্চ ২০২২

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি @bobitabobi আমি বাংলাদেশ থেকে। আমার মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় কথা বলতে পেরে আমি গর্বিত বোধ করি। এখন বসন্তকাল। এই সময় প্রকৃতি তার নিজের রুপে সেজে ওঠে। বসন্তকালে বিভিন্ন রঙের ফুল ফোটে। এই ফুলের গন্ধ সবাইকে মুগ্ধ করে দেয়। ফুলকে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। ফুলকে আমি খুব ভালোবাসি। আশা করি আপনারাও ফুল কে অনেক ভালোবাসেন। তাই আজ আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার নিজের হাতে তোলা কিছু ফটোগ্রাফি ফুলের ছবি।

সূর্যমুখী ফুল



IMG20220301100358.jpg

IMG20220301100333.jpg

এই ফুলের নাম সূর্যমুখী। এই ফুলকে আমরা সবাই চিনি। সকালের সূর্য যখন উঠে তখন এই ফুলের সৌন্দর্য আরো বেড়ে যায়। এই ফুলকে দেখতে তখন অনেক সুন্দর লাগে। সূর্য যখন অস্ত যায় তখন এই ফুলের সৌন্দর্য কমে যায়।

আলসিয়া গোলাপ



1646196741482.jpg

1646196741472.jpg

এই ফুলের নাম আলসিয়া গোলাপ। এই ফুলটি আমার দেখা প্রথম ফুল। এর নামও আমি আজ প্রথম জানলাম। খুব ভালো লাগলো এই ফুলটি দেখে। এই ফুলের রং টা অনেক সুন্দর।

সাদা গোলাপ

IMG20220301100547.jpg

IMG20220301100516.jpg

গোলাপ আমরা সবাই কম বেশি চিনি। এই ফুলের নাম সাদা গোলাপ। এই ফুল দেখতে যতটা সুন্দর ততটাই তার সুগন্ধ। গোলাপ ফুলকে সবাই খুব ভালোবাসে।

এস্টার



1646196741445.jpg

1646196741424.jpg

স্টার ফুল দেখতে অনেক সুন্দর। এই ফুল বাগানের সৌন্দর্য আরো বেড়ে চলে। এই ফুলের পাপড়ি গুলো একটু চিকন ও ঘন হয়।

চন্দ্রমল্লিকা



1646196741352.jpg

1646196741331.jpg

এই ফুলের নাম চন্দ্রমল্লিকা। এই ফুলটি দেখতে অনেক সুন্দর। এই ফুলের পাপড়ি গুলো একটু চিকন ও একটু লম্বা হয়। এই ফুল বাগানের সৌন্দর্য ফুটিয়ে তোলে।

চন্দ্রমল্লিকা



1646196741322.jpg

1646196741322.jpg

এই ফুলের নাম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রং এর দেখা যায়। যেমন, সাদা, হলুদ, বেগুনি,ও লাল এই ফুলের জুরি মেলা ভার।

দোপাটি


IMG20220118160908.jpg

1646196741060.jpg

এই ফুলের নাম দোপাটি ফুল। এই ফুলটি দেখতে অনেকটা মাইকের মত। দোপাটি ফুল দেখতে অনেক সুন্দর। দোপাটি ফুল বিভিন্ন রঙের দেখা যায়।

লাল গোলাপ


IMG20220226120950.jpg

IMG20220118155510.jpg

গোলাপ হচ্ছে ফুলের রানী। এই ফুলের নাম লাল গোলাপ। সবাই এই ফুলকে বলে ভালোবাসার প্রতীক। আমরা সবাই এই ফুলকে চিনি। গোলাপ ফুল ও বিভিন্ন রঙের দেখা যায়। গোলাপ ফুল বাগানে থাকলে বাগানের সৌন্দর্য আরো বেড়ে যায়।

পয়েন্টসেটিয়া


1646196741231.jpg

1646196741190.jpg

এই ফুলের নাম পয়েন্টসেটিয়া। এই ফুলটি দেখতে অনেকটা পাতার মতো। এই ফুলটি দেখতে অনেক ভালো লাগে। এই ফুলটির অনেক রং এ দেখা যায়। এই ফুলটি বাগানের সৌন্দর্য ফুটিয়ে তোলে।


এই ছিল আমার তোলা আজকে কিছু ফুলের ছবি। আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আশা করি আমার তোলা আজকে কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে।আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -১৩ উপলক্ষে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। ফটোগ্রাফি গুলো দেখছিলাম আর মনে হচ্ছিল যেন আমি একটি ফুলের বাগানের মধ্যে প্রবেশ করে গিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। আমার জন্য দোয়া করবেন। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে অবলিলায়
আকর্ষণ ছিল।বিজয়ী হোন, দোয়া করি।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

💝♥️

বাহারি রকমের নানান ধরনের ফুল দেখার সৌভাগ্য হলো। আপনি যতগুলো ফুলের ছবি তুলে ধরেছেন কতগুলো রয়েছে যেগুলোর নাম আমি এর আগে কখনো দেখিনি। যাইহোক ফুলগুলো দেখে বেশ ভালই লাগলো এবং সেইসাথে আপনি খুব দারুণ বর্ণনাও করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য প্রতিযোগিতায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সাদা গোলাপ টি দেখতে বেশ চমৎকার লাগছিলো তাছাড়াও আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে দেখিয়েছেন ।আপনিতো দেখছি দারুন ফটোগ্রাফি করতে পারেন ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বসন্তের ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে। আপন অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন।

বসন্তের সময় পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। এ সময় চারিদিকে ফুলের সমারোহ ।বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়ায় ।আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ।বিশেষ করে সূর্যমুখী ফুল টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

বসন্তকালের ঠিক ফুটন্ত বসন্ত যেন ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলা দেখে আপনার ফটোগ্রাফির তারিফ করতে হয় বিশেষ করে খুব সুন্দর উপস্থাপনা করেছেন

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আমার বাংলা ব্লগ তো দেখছি ফুলে ফুলে বাগান হয়ে যাচ্ছে ।সবাই খুব সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করতেছে। আপনিও খুব সুন্দর কিছু বসন্তের ফুলের ছবি শেয়ার করেছেন আপু ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

জি আপু আপনি ঠিক বলেছেন। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সুন্দর সুন্দর ফুলের সমাহারে তৈরি আপনার এই পোস্ট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। যেন ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এস্টার ফুলটি আমার কাছে একটু ভিন্ন রকম এবং নতুন মনে হয়েছে। হয়তো এই ফুলটি খুব কম দেখা যায়, তবে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে এই পোস্টটি সাজিয়েছেন এতে কোন সন্দেহ নেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

দোয়া তো সবার জন্যই করি।
আপনাকে স্বাগতম আপু মনি 🥰