রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার ওপর ডিজাইন তৈরি

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ৯ আষাঢ় -১৪৩০ বঙ্গাব্দ-রোজ শুক্রবার - ২৩ জুন ২০২৩

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

Picsart_23-06-23_13-20-06-195.jpg

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ অনেক দিন পর আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। এর আগে আমি আপনাদের কে বলেছিলাম আমার এক্সাম চলছে। এজন্য আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি। গতকাল আমার এক্সাম শেষ হয়েছে এজন্য আজ ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট করি। আজ আমি আপনাদের মাঝে ছোট বোনের আর্ট খাতার ওপর সুন্দর একটি ডিজাইন শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর ডিজাইন করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিছু দিন আগে আমার ছোট বোন বলেছেন বন্ধু খাতা সুন্দর একটি ডিজাইন করতে। তাই ভাবলাম আপনাদের মাঝে এই ডিজাইন শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক বন্ধু খাতা তৈরি।

jnusq1Poy5ZzhCdfPYmqSt5HHZF5iKqou5FaT6cgM89Cs3UCY6qoTY3BRT2e9UrTfLcJ1udjdF6EXEhEP4RM7wWbFvEbJBpSLYRdk1UfPhp5wE1gXMry7ubQJ6gCCByYGhv5dMkCmDRF6qLAHoAnS4YkPjCSvu1RdpXhLpt7EGcqrJWqgvp77NJi.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EperHSmAvdXNEitVUR3hdHnFa9FzipjR2roCCEoiwtFy3qLkqQryGBfPbobD4eQ2dEVmtjfiuZivNw4V7yddZTY9GUJGbJg39oixTU3LU8uyD73xggXLoY5w8Gd9Fhm9R1homgvtP1sZZpDEUU46hysDAsxAPhAeHtAroqaJvefh4x5ET1tP5rd1aHhp.jpeg

jnusq1Poy5ZzhCdfPYmqSt5HHZF5iKqou5FaT6cgM89Cs3UCY6qoTY3BRT2e9UrTfLcJ1udjdF6EXEhEP4RM7wWbFvEbJBpSLYRdk1UfPhp5wE1gXMry7ubQJ6gCCByYGhv5dMkCmDRF6qLAHoAnS4YkPjCSvu1RdpXhLpt7EGcqrJWqgvp77NJi.png

Picsart_23-06-23_13-47-30-406.jpg

ক্রমিক নংউপকরণ
১.সাদা কাগজ
২.হলুদ কাগজ
৩.সবুজ কাগজ
৪.পেন্সিল
৫.আঠা
৬.কাঁচি
৭.রং পেন্সিল
৮.মার্কার
৯.পুঁথি

jnusq1Poy5ZzhCdfPYmqSt5HHZF5iKqou5FaT6cgM89Cs3UCY6qoTY3BRT2e9UrTfLcJ1udjdF6EXEhEP4RM7wWbFvEbJBpSLYRdk1UfPhp5wE1gXMry7ubQJ6gCCByYGhv5dMkCmDRF6qLAHoAnS4YkPjCSvu1RdpXhLpt7EGcqrJWqgvp77NJi.png

বন্ধু খাতার তৈরি প্রক্রিয়া

jnusq1Poy5ZzhCdfPYmqSt5HHZF5iKqou5FaT6cgM89Cs3UCY6qoTY3BRT2e9UrTfLcJ1udjdF6EXEhEP4RM7wWbFvEbJBpSLYRdk1UfPhp5wE1gXMry7ubQJ6gCCByYGhv5dMkCmDRF6qLAHoAnS4YkPjCSvu1RdpXhLpt7EGcqrJWqgvp77NJi.png

ধাপ ১

IMG_20230623_123728.jpg

IMG_20230623_123821.jpg

প্রথম সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে সুন্দর একটি গাছ এঁকে নেই। এরপর রং পেন্সিল দিয়ে রং করে নেই।

ধাপ ২

IMG_20230623_123837.jpg

রং করার জন্য কাগজ টি আর্ট খাতার উপরে লাগিয়ে দেই ভালো ভাবে।‌‌

ধাপ ৩

IMG_20230623_123904.jpg

IMG_20230623_124025.jpg

হলুদ কাগজের সাইজ ছোট করে কেটে নেই। এরপর ত্রিভুজ আকৃতির মতো করে ভাঁজ করে পাতা এঁকে নেই। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়ে ছোট ছোট ফুল বানিয়ে নেই।

ধাপ ৪

IMG_20230623_124115.jpg

ফুল গুলো সুন্দর ভাবে বানিয়ে নেওয়ার পর পুঁথি গুলো ফুলের মধ্য দিয়ে আঠা লাগিয়ে নেই।‌‌‌‌‌এরপর কলম দিয়ে কালো করে নেই।

ধাপ ৫

IMG_20230623_124158.jpg

IMG_20230623_124304.jpg

সবুজ কাগজের সাইজ ছোট করে কেটে নেই। এরপর পাতা একে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেই । এরপর পেন্সিল দিয়ে পাতার সুন্দর দাগ টেনে নেই।

ধাপ ৬

IMG_20230623_124442.jpg

IMG_20230623_124537.jpg

ছোট ছোট ফুল গুলো গাছের ডালের উপর লাগিয়ে দেই। এরপর পাতা গুলো ভালো ভাবে লাগিয়ে নেই।

ধাপ ৭

IMG_20230623_124616.jpg

IMG_20230623_124745.jpg

মার্কার দিয়ে আর্ট খাতার ওপর দুটি দাগ টেনে ছবিতে দেখার মত করে নেই। এরপর হলুদ কাগজ কেটে আঠা দিয়ে সেই দাগের মধ্যে বসিয়ে দেই। হলুদ কাগজের উপর মার্কার দিয়ে আবার বন্ধু খাতা লেখাটি লিখে নেই।


অবশেষে তৈরি হয়ে এলো ছোট বোনের বন্ধু খাতা। আশা করি আমার আজকের খাতার ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।


পোস্ট বিবরণ
বিষয়আর্ট খাতার ওপর সুন্দর একটি ডিজাইন তৈরি
ছবি তোলার মাধ্যমRealme c1
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

2MWgaSqKLy3p3V9CxBVdN5aEHrNVC3nW1sm7xY14T4fugq6VuQFMtSUWcfaruKERYox5kRDdHCXUUmAsgk6Y7NLJGD21H7JHH384VQD2eCuPxuSEa.jpeg


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTyHahB3LW2qkaSzMa8gWw1cWNeccpoJmmVysdYwM1G25ESMTqxzZXSwgPzzjWpxtsBYRkucoQ31K3nLpMnFa75ngzwAUDaWb49Ar6KH66.png

2SBWhBzuy88zjYd3upUTBptRHG2DHp1zQXKnoEuAkkZAzcwxk83iW4S4cZz1nFdLo36EzNxM3Zg6UvYMUcyzKkbu5BbsjzCAHHsuZWpAhZzH9iZxVARJHZJdpFPtS8gGaMTgSTfsG3fQwepkfBoa8RS1F2ZF1dFTTRcZaoFbRracYm.gif

ij42VfeLLLa5xaZ.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোট বোনের কথা শুনে তার বন্ধু খাতায় চমৎকার করে ডিজাইন তৈরি করেছেন। আর এই ডিজাইনটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যিই দারুন লাগে। আর আপনি রঙিন কাগজ কেটে সুন্দর ফুল তৈরি করে বন্ধু খাতার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। নিশ্চয়ই এই বন্ধু খাতার ডিজাইনটি আপনার ছোট বোন দেখে খুবই আনন্দিত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার ওপর ডিজাইন তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আমার ছোট বোনও তাদের স্কুলের বন্ধু খাতা তৈরি করার জন্য আমাকে আজ কয়েক দিন থেকে বলেছে। কিন্তু আমারও পরীক্ষার কারণে তৈরি করা হয়নি ভাবছি দু-একদিনের মধ্যে ছোট বোনকে বন্ধু খাতা তৈরি করে দিব। আপনার তৈরি করা বন্ধু খাতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার ওপর ডিজাইন তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের ডিজাইন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ডাই এর কাজ দেখতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি ডিজাইন তৈরী করেছেন। বন্ধু খাতা খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপু।

আপনার এক্সাম শেষ হয়ে আবার আমাদের মাঝে কাজে ফিরে এসেছেন জেনে ভালো লাগলো আপু। রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার উপরে খুব সুন্দর একটি ডিজাইন করেছেন। বিশেষ করে গাছটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর লেখাটিও সুন্দর হয়েছে। সব মিলিয়ে ডিজাইনটি বেশ ভালই লাগছে দেখতে।

Posted using SteemPro Mobile

পরীক্ষার ব্যস্ততা কাটিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন। আপনি আপনার ছোট বোনের খাতার উপরে অনেক সুন্দর ডিজাইন তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

নতুন ধরনের একটি পোস্ট শেয়ার করলেন আপু।খুব সুন্দর হয়েছে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে খাতার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আপু।আমার কাছে অনেক ভাল লেগেছে।আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

অসাধারণ হয়েছে আপনারা আর্ট আমার বেশ ভালো লেগেছে। আপনি রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার উপর সুন্দর একটি ড্রয়িং করেছেন দেখতে বেশ ভাল হলো। যেমন চিন্তাভাবনা তেমন কাজ অনেক সুন্দর করে আর্ট তৈরি করলেন আপনি। ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন বেশ ভালো লেগেছে।

যখন কাউকে দেখি রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছে তখন সত্যি আমার অনেক উৎসাহ জাগে এবং ইচ্ছে হয় এভাবে নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর কর্ম দক্ষতা সম্পন্ন একটি রঙিন কাগজের ড্রাই পোস্ট দেখে।

রঙিন কাগজ দিয়ে আর্ট খাতার উপর খুবই সুন্দর ডিজাইন করেছেন আপু। যার কারণে সাধারণ আর্ট খাতা দেখতে খুবই সুন্দর লাগছে এবং নতুন একটা রূপ ধারণ করেছে। আপনি কিসের পরীক্ষা দিয়েছেন গতকাল শেষ হয়েছে আমার পরীক্ষাও গতকালকে শেষ হল। আর্ট খাতার উপর খুবই সুন্দর ভাবে ডিজাইন করেছেন। আপনার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে একটি কাজ শেয়ার করার জন্য।

রঙিন কাগজের সাহায্যে অনেক সুন্দর একটি খাতার ডিজাইন তৈরি করেছেন।প্রথমে আর্ট করে তারপরে রঙিন কাগজ গুলো কেটে সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।