মদিনা শরীফের ছবি অংকন 🎨 || 10% Beneficiaries

in hive-129948 •  3 years ago 
দীর্ঘ চার মাস পরে আজকে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি হুট করে গ্রামে চলে গিয়েছিলাম তাই আর কাজ করা হয়ে উঠেনি। যাই হোক আমি চেষ্টা করবো আপনাদের সাথে কাজ করে যাওয়ার জন্য। আমি আজ একটি আর্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


প্রধান ছবি 🎨


3B8EDDE3-D2A3-445F-8C4B-E97D26611F62.jpeg

Divice iphone 11 pro max

What's 3 Word Location

siam,.png


👉👉উপকরন


  • A4 Size পেপার
  • পেন্সিল HB, 2B, 4B,6B।
  • পেন্সিল কাটার
  • পেপার ক্লিপ
  • রাবার ।

siam,.png

👉 ১ম ধাপ


C3BFA039-7FA8-4D07-9411-627D208E0BB5.jpeg


আমি প্রথমে A4 সাইজের একটা পেপার নিলাম। এবার মার্জিন দিয়ে দিলাম। কারন চারোপাশে মার্জিন দেয়া থাকলে দেখতে সুন্দর লাগবে।

siam,.png


👉 ২য় ধাপ


18839FAE-D011-444E-A205-7683A0E8749E.jpeg


এবার আমি কাটা কম্পাস দিয়ে একটি চাঁদ অংকন করে নিলাম। আমি চাঁদের ভিতর মদিনা শরীফের চিত্রটি অংকন করবো।

siam,.png


👉 .৩য় ধাপ


2B416027-16DB-4E13-877F-283B03FCC72E.jpeg


এবার আমি চাঁদের উপর গম্বুজ অংকন করে নিলাম। গম্বুজের পাশে একটি মিনার এর চিত্র অংকন করবো।



👉 ৪থ ধাপ


06DD1EFB-CF10-41E2-AD0A-80BE40E3DD26.jpeg


মিনার অংকন করার সময় স্কেল ব্যাবহার করেছি যাতে সমান হয়। আর মিনারের ভিতর আমি কিছু দরজা অংকন করে নিলাম। মূলত দরজার জায়গাটা ফাকে থাকবে।


👉 .৫ম ধাপ


9F24D68B-20B3-41B1-86CD-3BE18EFE5953.jpeg


এবার আমি উপরে কয়েকটি তারা অংকন করে নিলাম। মোটামুটি আমার চিত্র অংকন হয়ে গিয়েছে। এবার আমি ফাইনাল্লি এগুলোকে ৬বি পেন্সিল দিয়ে স্ক্রেচ করে নিবো।


আমার বাংলা ব্লগে এটি আমার প্রথম অংকন এর চিত্র। আমি চেষ্টা করব এরপর থেকে আরো ভালো ভালো কিছু চিত্র অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা যারা মুসলমান তাদের জন্য এই মদিনা শরীফ এর ভালবাসা এক ভিন্ন ধরনের। আমার বাংলা ব্লগে আমি অনেকদিন কাজ না করলেও ফলো করেছি ।অনেকেই অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে এইটুকু করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু শেয়ার করার চেষ্টা করবো।


আমি বৈশাখী আক্তার
ঢাকা থাকি।
আপনাদের @saifulraju ভাই এর বউ🥰।


FE0EB7AA-3D21-4157-8B71-D21BA48DD59D.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ ছিল আপনার চিত্রটি। সত্যি বলতে আপনার হাতের নিখুঁত কাজ এর প্রশংসা করতেই হবে। অনেকদিন পর আমাদের মাঝে ফিরলেন, প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করবেন এটাই কামনা করছি। ধন্যবাদ আপনাকে।।।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আপনাদের থেকে অনুপ্রাণিত হয়েই আজকে এমন একটি পোস্ট করার সাহস পেলাম।
দোয়া করবেন আমার জন্য। আর আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

আপনার চিত্র অংকন টি খুবই সুন্দর লাগছে আপু। আসলে মদিনা শরীফের চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছেন। আর এজন্যই এত সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো অনেক শুভকামনা রইল আপনার জন্য যেন এভাবেই নুতন নুতন আর্ট করে আমাদেরকে উপহার দিতে পারেন।

দোয়া করবেন ভাইয়া। চেষ্টা করবো সামনে আরও ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে।
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট এর জন্য।

ওয়াও! আপু খুবই চমৎকার ভাবে একটি চাঁদের উপর দুটি মিম্বার আপনি অঙ্কন করেছেন দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে খুবই ভালো লাগে লেগেছে, আইডিয়াটা খুব ভাল ছিল। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
সামনে রোযার আমেজ মনে করিয়ে দিতেই এমন একটি বার্তা দেওয়া🥰🥰🥰🥰

বৈশাখী সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে তোমাকে দেখে অনেক ভাল লাগছে আশা করি আগের বারের মতন এবার হেলায় খেলায় নিজের জায়গাটা নষ্ট করবে না। সবার সাথে তাল মিলিয়ে কাজ করে যাবে এটাই তোমার কাছে আমার চাওয়া। সত্যিই তুমি এই জগতের যত মানুষ চিত্র অঙ্কন করে তার ভিতরে সেরা ।কারণ তোমার সাথে অন্য কারো তুলনা করতে পারবোনা আমি।

অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয়।আমাকে সবসময় নতুন করে সকল অনুপ্রেরণা যোগানোর জন্য আমি তোমার কাছে চির কৃতজ্ঞ❤️

অসাধারণ একটি চিত্র অংকন তৈরি করেছেন দেখে মনটা জুড়িয়ে গেল। সত্যি অনেক সুন্দর এবং প্রত্যেকটি স্টেপ আপনি পর্যাক্রমে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্র অংকন আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল

মদিনা শরীফের চিত্রাংকন দেখে একটা গজল এর কথা মনে পড়ে গেল। গজল টি হল-

সোনার মদিনা তুমি বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা তুমি আমার অন্তরে।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে মদিনা শরীফের চিত্রাঙ্কন উপস্থাপন করার জন্য।

আপু, আপনার মদিনা শরীফের চিত্রাংকনটি দেখে আমার একটি গান মনে পড়ে গেল। আর গানটি হচ্ছে..…....., দে দে পাল তুলেদে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। খুবই সুন্দর করে মদিনা শরীফের চিত্রাংকনটি সম্পন্ন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এই মদিনা শরীফ কিভাবে অঙ্কন করা যায় তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

বেশ চমৎকার করে মদিনা শরীফের দৃশ্য অংকন করেছেন। আপনার অংকনটি আমার বেশ ভাল লেগেছে, এত সুন্দর একটি অঙ্কন আপনি আমাদের সাথে তুলে ধরেছেন এবং উপস্থাপনা ও খুব ভাল ছিল। সবমিলিয়ে যথাযথ ছিল ধন্যবাদ আপনাকে।

আসলেই আপু অনেক ভালো লাগলো। মদিনা শরীফের চিত্র অঙ্কন করেছেন। আসলে মন থেকে এই চিত্র অঙ্কন করেছেন বলে মনে হচ্ছে।আসলে এটির মধ্যে ভালোবাসা কাজ করে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন
আপনার জন্য শুভকামনা রইল

একি আজব মাইয়া মানুষ কেন সাথে। বেগানা পুরুষের সাথে কি করছে, মেয়েটা। বৈশাখ সেতো আরো দেরিতে আসবে।মেয়েটা এখনে আসছে কেন।

দোয়া করি দাম্পত্য শুখ শান্তি কানায় কানায় ভরে থাক সারাজীবন। আমিন।

ওয়াও আপু কি আর বলবো আপনি খুবই নিখুঁতভাবে মদিনা শরীফের চিত্র অঙ্কন করেছেন, আপনার চিত্র অঙ্কণটি দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন, সত্যি আপু আপনার মদিনা শরীফের চিত্র অঙ্কণটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

মাশাআল্লাহ আপু,অনেক সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। মদীনা শীফের অংকন টি দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে মনটা ভরে গিয়েছে🥰 খুবই নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি অংকটি সম্পন্ন করেছেন এবং প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু🥰

আপু আপনি তো খুব চমৎকার একটি অঙ্কন করলেন। মদিনা শরীফ দেখতে খুবই সুন্দর লাগলো আমার কাছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি মদিনা শরীফের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাংকন টি দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে এটি অঙ্কন করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।