★বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়★

in hive-129948 •  2 years ago 
★স্বাগতম সবাইকে আমার ব্লগে★

ক্ষুদ্র এই জীবনটায় কত হিসেব নিকেশ! যেখানে আজকের দিনটা পেয়েছি, আগামী দিনটা পাবো কিনা তার-ই নিশ্চয়তা নেই, সেখানে আমাদের বেঁচে থাকার কত লড়াই, কত দাম্ভিকতা, কত অহংকার। কতজনকে কাঁদাচ্ছি, কতজনকে নিষ্ঠুরভাবে আঘাত করেই চলছি। আচ্ছা আজকে যাদের খুব করে আপন ভাবছি বা শত্রু ভাবছি, আগামী দিনটা যদি আমাদের জীবনে না আসে, পারবো কি তাদের কাছে ক্ষমা চাইতে, যাদেরকে দিনের পর দিন অবহেলা, অপমান করে এসেছি। অঝোড়ে কাঁদতে বাধ্য করেছি, মনের মাঝে বিরাট দাঁগ এঁকে দিয়েছি? ক্ষমার চাওয়ার সময়টুকুও আল্লাহপাক দিবেন কিনা, তার-ই নিশ্চয়তা যেখানে অনিশ্চিত, সেখানে নিজেকে নিয়ে বড়াই করার অন্ত নেই আমাদের।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HtrgGg97heKGRMgeabgqv7A658SUuXm4tJyufzvfgSD5SgmrYYNVwB3nJ3SqJu1EhAQTYuojVW2XkcLcGFpBHQTmkg8zQQQn.jpeg

লিংক

ভালোবাসলে মানুষের সবটাকে ভালোবাসতে হয়। প্রত্যেকটা মানুষের ভাল, খারাপ দুটো দিক-ই থাকে। শুধু ভাল দিকটাকেই ভালোবেসে গেলাম, মন্দ দিকটাকে পরিহার করে গেলাম, সেটা কি ভালোবাসা? একমাএ ভালোবাসা দিয়ে, বুঝিয়ে মানুষের মন্দ দিকটাকে ভাল করা যায়, তাকে শুধরে দেয়া যায়। কিন্তু আঘাত করে, খারাপ ব্যবহার করে, রাগ করে, কখনই কোন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়না। একমাএ ভালোবাসে, যথেষ্ঠ সময় হাতে নিয়ে পাশের মানুষটার খারাপ দিকটা ভাল করে নেয়া যায়।

যে মানুষগুলো অপরাধ করে স্বীকার করে, হাতজোর করে ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে ক্ষমা করে দেয়া উচিত। অনেকেই ভুল করে আড়াল থেকে প্রচন্ড আঘাত করার পরেও অস্বীকার করে, বারবার অনুরোধ করে যায়,"জেনে বুঝে সত্যিই আপনাকে আঘাত করতে চাইনি, মন থেকে কথাটা বলিনি"। এরকম মানুষগুলো সত্যিই সহজ সরল হয়। নিজের ভুলটা বুঝতে পেরে অনুরোধ করে ক্ষমা চায়। আপনার সাথে থাকতে চায়। এই মানুষগুলো যতই রাগী হউক, তাদের দেহের ভিতরে একটা নরম মন আছে, মিশতে পারার প্রবল ইচ্ছা আছে। একবার এদেরকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়ে দেখুন, এরা নিজের ভুলটার জন্য চিরকাল লজ্জিত থাকবে, আপনাকে প্রচন্ড সন্মান করবে, মাথায় তুলে রাখবে।

আজকে সামান্য ভুলের কারনে যাদের কঠিন শাস্তি দিচ্ছি, মন থেকে ক্ষমা করতে না পারছি, সেই মানুষগুলোর অন্তর কিন্তু চিরকাল কেঁদে যাবে। আমাদের প্রতি তাদের একটা দীর্ঘশ্বাস থেকে যাবে। কারন তাদেরকে শুধরানোর সুযোগ দেইনি। আমরা কেউ-ই চিরকাল এই পৃথিবীতে থাকতে আসিনি। ক্ষনিকের অথিতী হয়ে এসে আমাদের দাম্ভিকতা মোটেও আল্লাহপাক সহ্য করবেন না। তাই যতটুকু সময় বেঁচে আছি, সবার সাথে মিলেমিশে একাকার হয়ে থাকি। সবার ভালোবাসা এবং দোয়া অর্জন করি।

বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি যে সুন্দর টাইটেল ব্যবহার করেছেন, এতে বোঝা গেছে যে যথেষ্ট সচেতন মূলক একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করতে এসেছেন। তবে পোস্টটি পড়ে খুবই আনন্দিত হলাম এই যে আমি জানি যারা ভালো মানুষ তারা কখনো ভুল করতে চাইনা। আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে সে ক্ষমা প্রার্থনা করে নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর যে সমস্ত মানুষ গুলো ভুল করা সত্ত্বেও গা-ঢাকা দিতে চাই, তারা এক প্রকার বেয়াদব। মানুষ রুপী পশু। তারা কখনো নিজের থেকে অনুতপ্ত হয় না বরং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ব্যতিব্যস্ত হয়ে থাকেন।

আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো । আসলেই আমাদের সমাজের মানুষগুলো মানুষকে ক্ষমা করতে জানে না। ভালো কিছু শিখিয়ে দিতে জানে না। ভালবাসতে জানে না। শুধুমাত্র হিংসার মাধ্যমেই তাদের জীবন গড়ে তোলে। আবার কেউ অন্যায় করলে সে যখন ক্ষমা চায় তখন তিরস্কার করে আসলে আমরা মনুষ্যত্ব বলতে কিছু ভুলে গেছি আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য। এতে অনেকেই উপকৃত হবে।

আপনি একটি বিষয় খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রস্তাব করেছেন বেঁচে থাকার হিসাবটা অনেক বড় আমাদের মাঝে চলাফেরা করতে বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময় কিছু ঘটনা ঘটে থাকে কে আমাদের উপকার করে কেউ ক্ষতি করে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে যখন তা অস্বীকার করে তখন তাকে কখনো ক্ষমা করা যায় না আবার কেউ কেউ আছে সামান্য ক্ষতি করে হাত জোড় করে মিনতি করে ক্ষমা চায় তাকে মন থেকে নিমিষেই ক্ষমা করা যায় কিন্তু ওইসব মানুষকে যারা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে অপরাধ করে যাচ্ছে কিন্তু সামান্যতম অপরাধবোধ কাজ করে না তাদের ভিতর তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু প্রত্যেকটা মানুষের মধ্য ভাল এবং খারাপ দিক দুটোই থাকে এবং আমাদের উচিত ভালো এবং খারাপ দিক দুই বিষয়টিকেই ভালোবাসা তাহলেই প্রকৃত সুখ পাওয়া যাবে। আপনার পোষ্টটি পড়ে অনেক মোটিভেশন পেলাম দারুন একটি পোস্ট করেছেন আশা করি ভবিষ্যতে এমন পোস্ট আমাদের আরও উপহার দিবেন।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।

Source: https://m.facebook.com/photo/?fbid=197548682473746