জীবনের তিক্ত সত্য কথা

in hive-129948 •  2 years ago 
★স্বাগতম সবাইকে আমার ব্লগে★

জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ,কিন্তু গল্পের মতো করেই জীবন সাজানো বড্ড কঠিন। গল্প সবাই লিখতে জানে, কিন্তু গল্প মানে কয়জন?বিনামূল্যে পরামর্শ সবাই দিতে জানে,সেই পরামর্শ নিজের ক্ষেএে মেনে চলে কয়জন?

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5J4G9xS8bFu5xFTRkMU1UqApVPeHU5ermsfg8ZdNzd4ttJgFtucrsgZxR5FwNddnQ6NZenWFwnXeeX2HLsNUKkoCPPetioT7yB2LaoGDt.jpeg

লিংক

গল্পের জন্য অগনিত শব্দ যথার্থ হলেও বাস্তব জীবনে তা মেনে চলা বড্ড কঠিন। মুখে হাজারটা কথা যত সহজে বলা যায়,সেই মোতাবেক নিজেকে অনেকেই তৈরি করে নিতে পারেন না।পরামর্শ দেয়া যতটা সহজ,তা মেনে চলা ঠিক ততটাই কঠিন।

বাস্তব জীবনে যারা সফল,তারা হয়তো এতগুলো অনুপ্রেরনার শব্দ একএিত করে কোন গল্প লেখারই সময় পায়না। বদলে যাবো বদলে যাবো সারাদিন মুখে বলা যায়, কিন্তু নিজেকে বদলে নিতে আদৌ কি সবাই পারে?দেখা যাবে, যারা সত্যিই সত্যিই নিজেকে বদলে নিয়েছে, তাদের আইডি টা এই বিরাট অনলাইন জগতে থাকলেও তাদের নামের পাশে আর কখনই সবুজ বাতি জ্বলেনা। যারা খুব দাপট খাটিয়ে ভুলে যাবো ভুলে যাবো বলে হারিয়ে গেছে, তারাও হয়তো ভুলতে না পেরে এদিক সেদিক পাগল হয়ে ছোটাছুটি করছে।আর যারা নিজের কথা রেখেছে, তারা সত্যি সত্যিই ভুলে গিয়ে নতুন সুখে বিভোর হয়ে গিয়েছে।

"যেমন কর্ম, তেমনি ফল" কথাটা আমি খুব বেশি করে বিস্বাস করি। এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে, তার ফল কিছুটা হলেও ভোগ করে যেতে হবে। বাকিটা পরকালের জন্য তোলা থাকবে।প্রকৃতি ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়না। অন্যায় করার সুযোগ দেয়, ফল ভোগ করার কোন কমতি রাখেনা। আর এই অন্যায় করার জন্য কত শত মানুষ মানুষের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা কামনা করে, আর্তনাদে আর্তনাদে বাতাসটা ভারী করে রাখে, কিন্তু মানুষ হয়ে মানুষকে ক্ষমা করেনা।কারন সে চায়, যে অন্যায় করেছে সে শাস্তি পাক।তার শাস্তিতে আর দশটা মানুষ শিক্ষা গ্রহন করুক, আর যাতে এমন ভুল কেউ না করে। আবার এমনি এমনি কেউ কাউকে অভিশাপ দেয়না, অমঙ্গল চায়না। যখন কেউ কারো সাথে চরম অন্যায় করে,তার ধৈর্য্যের বাঁধ পেড়িয়ে যায়, ঠিক তখনি মানুষ খোদার কাছে সব অভিযোগ জমা করে।এবং এই পৃথিবীতে তার কূকর্মের ফলটা কিছুটা হলেও ভোগ করে যেতে পারে।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5J43Q4h285UEmrga8XfpfSiCgCSNkKv5bZeGHZRruY4kg2BgH9MV8JFtTfEZGtDLY4zRYeAujT6JXoA4oqrGNAuqKjrQgWvsr6gifpyDx.jpeg

লিংক

"কারো পৌস মাস,কারো সর্বনাশ"। আদৌ কি কেউ কারো ব্যথায় ব্যথিত হয়?একদমই হয়না!কারন নিজের জায়গায় দাড়িয়ে অন্যের ব্যথা,বেদনা,দুঃখ,দুর্দশাগুলো যদি সবাই বুঝতো তবে কিছু মানুষের ব্যথাগুলো অনেকটাই কমে যেতো। একে অপরের পরিপূরক হয়ে সারাজীবন একসাথে বেঁচে থাকতো। মানুষ অন্যের সমস্যায় নিরব দর্শক হতে পছন্দ করে, কখনো বা গল্প খোঁজে। মানুষ ভাঙ্গার বেলায় বেশ পাঁকা, কিন্তু গড়ার বেলায় শুন্য। যতটা সহজে আমরা অন্যদের মাঝখানে সমস্যার সৃষ্টি করি, ঠিক ততটা সহজে কারো সমস্যার সমাধান করে দিতে পারিনা। কারন আমরা ভাঙ্গতে জানি, গড়তে নয়।

কারো সমস্যার কথাগুলো কখনই কাউকে পুরোটা বলেও নিজের ফিলটাকে অন্যের মাঝে তৈরি করা সম্ভব নয়। কেননা সমস্যাটা আপনার,আর সমাধানও আপনাকেই করতে হবে, নয়তোবা সমস্যা নিয়েই পুরোটা জীবন কাটিয়ে দিতে হবে।কারো কাছে নিজের সবটা বলে দিয়ে হয়তো নিজেকে হালকা করার চিন্তাটা মাথায় আনতে পারেন,কিন্তু তাতে হালকার বদলে নিজের বোঝাটা আরো বাড়ালেন। কারন, সবাই ব্যাথার জায়গায় মলম লাগাতে আসবে এমনটা নয়,অনেকেই ব্যথার জায়গায় সুক্ষ্ণভাবে লবন লাগাতেও আসে।

কাউকে বিস্বাস করা ভাল, তবে খুব বেশি বিস্বাস করা মোটেও ভাল নয়। হতে পারে ঐ বিস্বাসী মানুষটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারন হবে। সমস্যা কখনই বলে কয়ে আসেনা, কিন্তু মনে জায়গা করে নেয়া বিশ্বাসী মানুষগুলো বলে কয়েই জীবনে আসে। মনের মাঝে বিরাট একটা জায়গা জুড়ে তারা অবস্থান করে, তারপর আপনার দূর্বলতার সবটুকু খবর তারা আস্তে আস্তে জানবে, একসময় সেই দূর্বল জায়গায় বিরাট একটা আঘাত করে বেড়িয়ে যাবে।আপনাদের আঘাত তারাই করে, যাদেরকে একসময় খুব বিস্বাস করতেন,খুব বেশি ভালবাসতেন, খুব আপন ভাবতেন। স্বল্প পরিচয়ের মানুষ কখনই আপনার ক্ষতির কারন হবেনা, আপনার ক্ষতির কারন হবে তারাই, যাদের সাথে সম্পর্কটা বহুদিনের।

গল্পের চরিএের মত কোন মানুষের-ই জীবন এতটা পরিপক্ক না, এতটা সুন্দর সাবলীল না। গল্প অনুভূতির প্রকাশ মাএ। কাউকে জড়িয়ে, কারো চরিএের সাথে মিল রেখে কেউ কখনো গল্প লিখেনা। প্রত্যেকটা গল্পই একেকটা করে স্মৃতি,একেক সময়ে একেক রকম অনুভূতির প্রকাশ। বাস্তবতা থেকে গল্পের প্রকাশ অনেক অনেক দূরে। তবুও চাই বাস্তব জীবনটা হউক গল্পের চেয়ে আরো সুন্দর, আরো সুখের। সেজন্য উদ্যেশ্য হউক ভাল কিছুর লক্ষ্যে। পরিকল্পনা হউক হালাল। বেঁচে থাকাটা হউক অন্যের দীর্ঘশ্বাসের বাইরে। ভালবাসাটা হউক পবিএ।


★সমাপ্ত★
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
ভেরিফাইড মেম্বার এবং প্রাক্তন মডারেটর হয়েও এরকম কর্মকাণ্ড কমিউনিটি মেনে নিবেনা। আপনাকে ব্যান করা হচ্ছে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://ms-my.facebook.com/1198829386809351/photos/a.1198830966809193/7852939908064899/?type=3

কারন, সবাই ব্যাথার জায়গায় মলম লাগাতে আসবে এমনটা নয়,অনেকেই ব্যথার জায়গায় সুক্ষ্ণভাবে লবন লাগাতেও আসে।

বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন আপু। এইজন্য আমি নিজের দুঃখ কষ্টের কথা অন্য কারো সাথে শেয়ার করার ব্যাপারে মোটেই আগ্রহী না। কারণ আজ আপনি যাকে আপনার দুর্বলতার কথা বলবেন পরবর্তীতে সেই লোক আপনার সেই দুর্বলতা জায়গাটাতে খোঁচা দেবে । ভালো থাকবেন আপু।

এটা সত্যি আমার বাংলা ব্লগের জন্য বেশ লজ্জাকর, আমি সত্যি হতাশ। এতো কিছুর পরও একটা মানুষের মাঝে কতটা লোভ থাকতে পারে, কতটা লোভী হলে একটা মানুষ এই রকম হীন কার্য করতে পারে, ছিঃ ছিঃ ছিঃ। হায়রে অর্থ!