★জীবন★

in hive-129948 •  3 years ago 
★স্বাগতম সবাইকে আমার ব্লগে★

LcTxR7u1XKaa3e4T1EBuBP18JezPvjFFo8gNuE9CiKHBn5Jhio5e8TR7SdzqErQuScb4oQb3AGyGssvztYUgzBMM7L9yysTRFkuM84KHKQprWthQexBWcZdseBWLpPyP3Sck3iMVhN7zAYC3Xq49QTW5k.jpeg

লিংক

🔲অন্যকে দেয়া উপদেশ গুলো নিজের ‌বেলা কাজে লাগানো কঠিন। খুব সহজেই আমরা উপদেশ দিতে পারি কিন্তু এই সহজ উপদেশ গুলো নিজের বেলায় খাটানো খুব কঠিন হয়ে দাঁড়ায়।তেমনি আমরা অতি দ্রুত অন্যকে বিচার করি। কোনো মানুষ সম্পর্কে অনুমান করে নেই। নিজের দেখা এবং জানা বিষয় গুলো সব সময়ই সঠিক এর নিশ্চয়তা আপনি কখনোই দিতে পারেন না।অন্যের ছোট ছোট বিষয় গুলো আমাদের চোখে বিশাল হয়ে ধরা পড়ে। অন্যের ভুল গুলো আমাদের কাছে বিশাল কিছু। নিজের ভুল গুলো ভুলে যাই অতি সুনিপুণ ভাবেই।

অন্যের ‌ব্যপারে আমাদের অতি মাত্রায় আগ্ৰহ কাজ করে। অন্যের নেতিবাচক দিক নিয়ে ‌গবেষণা করতে কখনোই সংকোচ বোধ করি না আমরা। অথচ একি ঘটনা যখন নিজের সাথে হয়,আমরা তখন তা স্বাভাবিক ভাবে নিতে পারি না। নিজের নেতিবাচক দিক নিয়ে কথা বলা আমরা হজম করতে পারি না। আমাদের মনে তীব্র কষ্ট কাজ করে তখন। প্রতিদিন অবলিয়ায় অন্যের সাথে যে কাজ গুলো আমরা করি, নিজের সাথে ঘটলেই আমরা তখন অন্য রূপে আবির্ভূত হই।

প্রকৃতি সব কিছুই ফেরত দেয়। ঘটনা চক্রে প্রতিটি জিনিস আমাদের কাছে ফিরে আসে। সময়ের খেলা কখনোই কাউকে ছাড় দেয় না।

21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FoKsgM4yVugi79BVvKaY1KSBbjN7Qv8NFkKADh2frpVfGRxqoSgMQmxxA2De57ZVnGkeGpNsnhgtEUyfqDY4RKyk89ALDr8m2uMf98aqxS.jpeg

লিংক

🔳আপনি সব সময়ই লজিকালি সব কিছু চিন্তা করতে পারবেন না। সব কিছু যুক্তির মধ্যে ফেলতে পারবেন না। কিছু বিষয় অবশ্যই আপনাকে আবেগের সাথে সংশ্লিষ্ট করবে এটাই নিয়ম। মানুষের পক্ষে সব সময় কঠিন সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে নেয়া সম্ভব হয় না। কিছু সিদ্ধান্ত মানুষ মন থেকে নেয়। কিছু কাজ মানুষ মনের শান্তির জন্য করে। মনের উপর প্রাধান্য দিয়ে আপনি যখন কোনো কিছু করবেন, মনের প্রশান্তি তখন মূল উদ্দেশ্য হয়ে উঠবে। মনের শান্তি মানুষের অন্যতম সুখ।

আস্থা, বিশ্বাস,ভরসা, মায়া, মোহ, টান জগতের জন্য আবেগের প্রতীক হিসেবে ব্যবহৃত কিছু শব্দ।মানুষের জীবনে এই বিষয় গুলো আপেক্ষিক। তারপরও আপনি এগুলোর অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। মানুষ যখন লজিক ছাড়া কোনো কাজ করে অনেকেই তার জন্য আফসোস করে। অনেকেই ভেবে নেয় মানুসিকভাবে স্থিতিশীল‌ নাই মানুষ টা। কিন্তু আমরা জাগতিক আবেগের বশবর্তী হয়েই জীবনে অনেক ডিসিশন নেই, যার ব্যাখা শুধুমাত্র নিজের কাছেই থাকে।

অন্য কেউ তা বুঝতেও পারে না আবার বোঝার চেষ্টাও করে না। আমাদের জীবন লাভ- ক্ষতির সমষ্টি। এখানে আমাদের সব মিলিয়েই জীবনে পথ পাড়ি দিতে হয়। যা চলে গেছে তা ফিরে পাওয়া যায় না। তেমনি যা সামনে রয়েছে তা অনুমান করাও সম্ভব হয় না। তাই জীবনে সব কিছুই পারফেক্ট হয় না।

★সমাপ্ত★
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবনের সুখ-দুখঃ সবকিছুই থাকে। সুখের সময় সুখকে উদযাপন করতে হবে আর দুঃখের সময় ধৈর্য ধারণ করে আবার সুখের জন্য অপেক্ষা করতে হবে। একটি জীবনের সব সময় সুখ বিরাজ করে না আবার একটি জীবনের সব সময় দুখ বিরাজ করে না, দুইটা মিলেই জীবন। আপনার মোটিভেশনাল লেখাগুলো পড়তে আমার খুবই ভাললাগে আপু।

ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল আর হ্যাঁ আপু ঈদ মোবারক আপনাকে।

আপু আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। আর আপনি ঠিকই বলেছেন আপু যে নিজের বেলায় ১৬ আনা আর পরের বেলায় ৪ আনা।এটা একদমি ঠিক না। আমরা শুধু অন্যের ভুল গুলো দেখি নিজের টা দেখি না। এটা আমাদের একটা বদ অভ্যাস।যাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মানুষের জীবন নানান ঘটনা বহুল। এ জীবনে কত দুঃখ কত বেদনা কত সুখ কত আনন্দ আসে আর যায়। তবে সবকিছু নিয়েই জীবন। আর এই জীবনে আমার মত হতাশাগ্রস্ত হওয়ার কোন প্রয়োজন নেই। তবে একটি জিনিস আপনার থেকে জানতে চাই আপু। আপনার ভেরিফাইড মেম্বারের সাথে কোন চিহ্ন নেই কেন?

  ·  3 years ago (edited)

আশা করি আপু' ভালো আছেন? প্রথমে আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ঈদ আনন্দ উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করছি।

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ হলো সুখ এবং দুঃখ।
সুখ-দুঃখ মিলিয়ে জীবন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

প্রথমে আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

আপনি খুব সুন্দর একটি বিষয় আমাকে মাঝে তুলে ধরেছেন ।আসলে আমরা যে উপদেশ গুলো অন্যকে দেই সেই উপদেশ গুলো নিজের জন্য কখন মানি না ।মানলেও তা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আপনার এই ধরনের পোস্টগুলো আমার অনেক ভালো লাগে আপনার চিন্তা শক্তি অনেক প্রকার তা আপনার পোষ্ট পড়লে বোঝা যায়। এত সুন্দর ভাবে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

লেখা: সানজিদা আহমেদ

https://www.facebook.com/icchemotiOfficial/posts/3087377878145344/